পাবনা চিনি কল লিমিটেড

চিনি পরিশোধন কল

পাবনা চিনি কল লিমিটেড বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনি কল।[১]

পাবনা চিনি কল লিমিটেড
Pabna Sugar Mill Ltd.
স্থানীয় নাম
পাবনা সুগার মিলস
ধরনসরকারি
শিল্পচিনি শিল্প
সার শিল্প
প্রতিষ্ঠাকাল১৯৯২; ৩২ বছর আগে (1992)
সদরদপ্তর,
বাণিজ্য অঞ্চল
বিশ্বব্যাপী
পণ্যসমূহচিনি, জৈব সার, চিটাগুড়, মন্ড
মালিকবাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন

অবস্থান সম্পাদনা

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের পাবনা জেলার পাবনা-রাজশাহী মহাসড়কের ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া মৌজার কালিকাপুরে এই শিল্প কমপ্লেক্সটি অবস্থিত।[২][৩][৪]

ইতিহাস সম্পাদনা

১৯৯২ সালের ২৭ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া মৌজায় ৬০ একর জমির উপর পাবনা চিনিকল সরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪-৯৫ অর্থবছরে তৎকালীন সরকার মিলটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১৯৯৭-৯৮ অর্থবছরে আখ মাড়াই মৌসুমে কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। কারখানাটি বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে ১৯৯৮-৯৯ অর্থবছরে।[৪]

অবকাঠামো সম্পাদনা

এই বৃহদায়তন শিল্প-কমপ্লেক্সটি চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা এবং অফিস ও আবাসন ভাবনের সমন্বয়ে গঠিত।

উৎপাদন ক্ষমতা সম্পাদনা

 
পাবনা চিনি কল লিমিটেডের একটি ট্রাক

এই মিলের দৈনিক আখ মাড়াই করার ক্ষমতা ১,৫০০ মেট্রিক টন এবং বার্ষিক উৎপাদনের ক্ষমতা ১৫,০০০ মেট্রিক টন।[৫]

উৎপাদিত পণ্য সম্পাদনা

এছাড়াও চিটাগুড়, ব্যাগাস ও প্রেসমাড অন্যতম উপজাত-দ্রব্য ।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. পাবনা চিনিকল সিবিএ।
  2. আর্থিক সংকটে পাবনা চিনিকল।
  3. "পাবনা চিনিকল শ্রমিকদের বিক্ষোভ"। ২২ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫ 
  4. "শত কোটি টাকা লোকসানের বোঝা পাবনা সুগার মিলের"। ২২ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৫ 
  5. বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন-এর প্রদত্ত তথ্য।

বহি:সংযোগ সম্পাদনা