পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ

পাবনায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান

পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ পাবনা জেলা একটি শিক্ষা প্রতিষ্ঠান। পাবনা শহেরের গোবিন্দা অফিসার কোলোনি এর অবস্থান। এই প্রতিষ্ঠানটি ২০০৮ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি পাবনা জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ একটি সৃজনশীল সহশিক্ষানিয়ন্ত্রিত প্রতিষ্ঠান।

পাবনা কালেক্টরেটপাবলিক স্কুল এন্ড কলেজ
Pabna collectorate public school and college
একাডেমিক ভবন
অবস্থান
মানচিত্র
,
৬৬০০

স্থানাঙ্ক২৪°০০′০৪″ উত্তর ৮৯°১৩′৫৯″ পূর্ব / ২৪.০০১২৩০৯° উত্তর ৮৯.২৩৩০৫০২° পূর্ব / 24.0012309; 89.2330502
তথ্য
বিদ্যালয়ের ধরনমাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল২০০৮; ১৬ বছর আগে (2008)
বিদ্যালয় বোর্ডরাজশাহী শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাপাবনা জেলা
ইআইআইএন১৩৪৫৩০
অধ্যক্ষপ্রফেসর (অবঃ) শিবজিত কুমার নাগ
লিঙ্গবালক ও বালিকা
শ্রেণী৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণি
শিক্ষা ব্যবস্থাবাংলা মাধ্যম
ভাষাবাংলা
সময়সূচির ধরন
  • প্রভাতি
  • দিবা
ক্যাম্পাসসমূহ০১টি
ওয়েবসাইটpcpsc.edu.bd

ইতিহাস

সম্পাদনা

প্রতিষ্ঠানটি ২০০৮ সালের প্রতিষ্ঠিত হয়ে ২০০৯ সালে শিক্ষা কার্যক্রম শুরু করে। ২০০৯ সালে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়, ২০১০ সালে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি করা হয়, ২০১১ সালে নবম শ্রেণিতে পাঠদান শুরু হয়।

একাডেমিক কার্যক্রম

সম্পাদনা

প্রতিষ্ঠানেটিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটি রাজশাহী বোর্ডের আওতাধীন।

  • প্রাথমিক
    • ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি
  • মাধ্যমিক
    • ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি
  • উচ্চ মাধ্যমিক
    • একাদশ ও দ্বাদশ শ্রেণি

বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় এবং মোট ছাত্র - ছাত্রীর সংখ্যা ১৩৯০ জন। বর্তমান শিক্ষক সংখ্যা অধ্যক্ষসহ ৩৬ জন।

  • প্রভাতী শিফ্‌ট: ৩য়-৬ষ্ঠ শ্রেণী (০৭:০০ -‌ ১১:৩০)
  • দিবা শিফ্‌ট: ৭ম-১০ম শ্রেণী (১২:০০ - ১৭:০০)

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা