পাইওনিয়ার ফুটবল লিগ (বাংলাদেশ)

পাইওনিয়ার ফুটবল লিগ (ইংরেজি: Pioneer Football League), বাংলাদেশ পাইওনিয়ার ফুটবল লিগ নামেও পরিচিত, এটি একটি বয়স-স্তরের লিগ এবং এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশী ফুটবলের ষষ্ঠ-স্তর। প্রতিযোগিতার সেমি-ফাইনালগুলো ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগে উন্নীত হয়।[][][] টুর্নামেন্টটি যেহেতু বাংলাদেশী ফুটবলের সর্বনিম্ন পর্যায়ের হিসেবে বিবেচিত হয়, তাই অংশগ্রহণকারীর সংখ্যা যেমন সীমাহীন তেমনি যেকোনো ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য আবেদন পাঠাতে সক্ষম।[]

পাইওনিয়ার ফুটবল লিগ
স্থাপিত১৯৮১; ৪৩ বছর আগে (1981)
দেশবাংলাদেশ
কনফেডারেশনএএফসি
দলের সংখ্যা৪৬
লিগের স্তর৪ (১৯৮১–১৯৯২)
৫ (১৯৯৩–২০১১)
৬ (২০১২–বর্তমান)
উন্নীতঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগ
বর্তমান চ্যাম্পিয়নবরিশাল একাডেমি
(২০২১–২২)
ওয়েবসাইটwww.bff.com.bd

ইতিহাস

সম্পাদনা

লিগ অনানুষ্ঠানিকভাবে ২৯ এপ্রিল ১৯৮০ সালে শুরু হয়। মোট ১৬০টি দল বাছাইপর্বে অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ৮০টি দল চূড়ান্ত পর্বে সুযোগ পেয়েছিল। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল নির্ধারণ না করায় টুর্নামেন্টটি নিবন্ধিত হয়নি। পাইওনিয়ার লিগ আনুষ্ঠানিকভাবে ১৯৮১ সালে শুরু হয়েছিল। এর প্রথম সংস্করণে জাতীয় পরিষদের স্পিকার (এমএনএ) শামসুল হুদা চৌধুরী এই লিগের উদ্বোধন করেন।[]

এক বছর পর, ২৪ সেপ্টেম্বর, ১৯৮৩ তারিখে, তৎকালীন ফিফা সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম লিগটির উদ্বোধন করেন। পরের কয়েক সংস্করণে প্রধানমন্ত্রী খালেদা জিয়াশেখ হাসিনা লিগ উদ্বোধন করেন।[]

বিন্যাস

সম্পাদনা
২০২১–২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
  • মোট ৪৬টি দলকে পাঁচটি জোনে বিভক্ত করা হয়েছিল - মধ্য, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ।
  • পল্টন আউটার স্টেডিয়াম, গোপীবাগ ব্রাদার ইউনিয়ন মাঠ, মিরপুর গোলরটেক মাঠ, উত্তরা ১৪ নম্বর সেক্টর মাঠ ও ফতুল্লা আলীগঞ্জ মাঠ এই পাঁচটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ভেন্যুতে ২টি গ্রুপ থাকবে।
  • সুপার লিগে প্রতিটি জোন থেকে দুটি করে মোট ২০টি দল খেলবে। সুপার লিগে চারটি গ্রুপে ২০টি দল খেলবে।
  • চার গ্রুপের চ্যাম্পিয়নরা খেলবে সেমিফাইনাল। এই চার সেমি-ফাইনালিস্ট ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগে উঠবে।
স্তর লিগ/বিভাগ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ১০/১২টি ক্লাব - ২টি অবনমিত
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ১০/১২টি ক্লাব - ২টি উন্নীত, ২টি অবনমিত
ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগ ১৪টি ক্লাব - ২টি উন্নীত, ৩টি অবনমিত
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ১৮টি ক্লাব, ২টি গ্রুপে বিভক্ত – ৩টি উন্নীত, ২টি অবনমিত৷

ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগ ১৮টি ক্লাব, ২টি গ্রুপে বিভক্ত – ৫টি উন্নীত, ২টি অবনমিত

বাংলাদেশ পাইওনিয়ার ফুটবল লিগ সীমাহীন সংখ্যক ক্লাব - ৪টি উন্নীত

চ্যাম্পিয়ন্স

সম্পাদনা
মৌসুম চ্যাম্পিয়ন্স রানার-আপ তৃতীয়স্থান চতুর্থস্থান সূত্র
২০১২ খিলগাঁও ফুটবল একাডেমি মাতুয়াইল উদয়ন সংসদ নাসরিন ফুটবল একাডেমি কোনোটিই নয় []
২০১৩-২০১৪ নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব আরাফ স্পোর্টিং ক্লাব কল্লোল সংঘ কোনোটিই নয় []
২০১৪-১৫ বাংলাদেশ আনসার টাঙ্গাইল এফএ ফকিরেরপুল সূর্য তরুন সংঘ কোনোটিই নয় []
২০১৬ আরামবাগ এফ.এ গাজীপুর সিটি এফএ বসুন্ধরা কিংস কোনোটিই নয় []
২০১৭ কিংস্টার স্পোর্টিং ক্লাব সিটি ক্লাব আসাদুজ্জামান এফএ ওয়াজেদ মিয়া কেসি [১০]
২০১৯-২০ ইলিয়াস আহমেদ চৌধুরী এসএস এফসি উত্তরবঙ্গ এফসি ব্রাহ্মণবাড়িয়া গ্রিন ওয়েলফার সেন্টার মুন্সীগঞ্জ [১১]
২০২১-২২ বরিশাল একাডেমি [১২] গ্রিন ভয়েস কিশোর বাংলা ক্লাব প্রান্তিক জুনিয়র ফেনী স্পোর্টস একাডেমি [১৩]

স্বতন্ত্র পুরস্কার

সম্পাদনা

সর্বোচ্চ গোলদাতা

সম্পাদনা
মৌসুম খেলোয়াড় ক্লাব গোল সূত্র
২০১৪-১৫ মোহাম্মদ জুয়েল বাংলাদেশ আনসার ২২ []
২০১৯-২০ মাহফুজ আহমেদ ইস্কাটন সবুজ সংঘ ক্লাব ২০ [১১]
২০২১-২২ মেহেদী হাসান মিনার স্কাইলার্ক ফুটবল ক্লাব ১৫ [১৪]

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়

সম্পাদনা
মৌসুম খেলোয়াড় ক্লাব সূত্র
২০২১-২২ রায়হান মিয়া বরিশাল একাডেমি [১২]

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়

সম্পাদনা
মৌসুম খেলোয়াড় ক্লাব সূত্র
২০২১-২২ আকাশ ইসলাম বরিশাল একাডেমি [১২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Reporter, Senior। "মনসুর স্পোর্টিংকে নিয়েই মাঠে গড়াচ্ছে 'নতুন' পাইওনিয়ার"dhakapost.com 
  2. "Bashundhara Kings, from Pioneer League to BCL champion"Dhaka Tribune। নভেম্বর ৪, ২০১৭। 
  3. "Pioneer League from today"দ্য ডেইলি স্টার। এপ্রিল ২৫, ২০০৮। 
  4. "Club registration for Pioneer Football League begins |"BFF 
  5. আলম, মাসুদ। "আরও মনোযোগ দরকার, আরও যত্ন"দৈনিক প্রথম আলো 
  6. "পাইওনিয়ার দল শেষ পর্যন্ত পুরস্কৃত হয়"Dhaka Tribune। মে ৩০, ২০১৩। জুলাই ১৬, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. Nation, The New। "নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব চ্যাম্পিয়ন"The New Nation। জুলাই ২৭, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।  Alt URL
  8. প্রতিবেদক, নিজস্ব (এপ্রিল ২৭, ২০১৫)। "পাইওনিয়ার ফুটবলে চ্যাম্পিয়ন আনসার"দৈনিক প্রথম আলো। জুলাই ১৬, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  9. Reporter, Sports (এপ্রিল ৯, ২০১৬)। "আরামবাগ এফএ শিরোপা জিতেছে"দ্য ডেইলি স্টার 
  10. "পাইওনিয়ার লিগে কিং স্টার চ্যাম্পিয়ন"Bangla Tribune 
  11. "Award blunder exposes negligence | New Age"www.newagebd.net। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৪ 
  12. Report, Star Sports (জুলাই ৮, ২০২২)। "পাইওনিয়ার লিগের শিরোপা জিতেছে বরিশাল একাডেমিইউআরএল=https://www.thedailystar.net/sports/football/news/barishal-academy-win-pioneer-league-title-3067146"। দ্য ডেইলি স্টার  |title= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য);
  13. "Pioneer U-15 Football League final Friday"unb.com.bd 
  14. "পাইওনিয়ার লিগের চ্যাম্পিয়ন বরিশাল ফুটবল একাডেমি | কালের কণ্ঠ"Kalerkantho। জুলাই ৮, ২০২২।