পহরডাঙ্গা ইউনিয়ন

নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি ইউনিয়ন

পহরডাঙ্গা ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের নড়াইল জেলার কালিয়া উপজেলার একটি প্রশাসনিক অঞ্চল।[] এটি ৪৯.০৫ কিমি২ (১৮.৯৪ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এবং ২০১১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১২,৬৫৩ জন।[]

পহরডাঙ্গা ইউনিয়ন
ইউনিয়ন
পহরডাঙ্গা ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলানড়াইল জেলা
উপজেলাকালিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৪৯.০৫ বর্গকিমি (১৮.৯৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,৬৫৩
 • জনঘনত্ব২৬০/বর্গকিমি (৬৭০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটpahordangaup.narail.gov.bd

ভৌগোলিক অবস্থান

সম্পাদনা

ভৌগোলিক অবস্থান অনুযায়ী ইউনিয়নটিরউত্তরে- মধুমতি নদী, দক্ষিণে- বাগেরহাট জেলা, পূর্বে- গোপালগঞ্জ জেলা, পশ্চিমে- বাঐসোনা ইউনিয়ন অবস্থিত।

গ্রামসমূহ

সম্পাদনা
  1. পাখীমারা
  2. ডর-বল্লাহাটি
  3. কচুয়াডাঙ্গা
  4. সরসপুর
  5. পহরডাঙ্গা
  6. বাগুডাঙ্গা
  7. মূলশ্রী
  8. চাপাইল
  9. চর-মধুপুর
  10. চর-সিংগাতী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "পহরডাঙ্গা ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-১৬