পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন
পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন ২০২৫ সালের একটি বহুভাষিক ভারতীয় তথ্যচিত্র। মায়ালীলা ফিল্মসের[১] ব্যানারে প্রযোজনা ও পরিচালনা করেছেন সুমন ঘোষ। এতে অপর্ণা সেনকে নিয়ে কথা বলেছেন শাবানা আজমি, কঙ্কণা সেনশর্মা, রাহুল বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, গৌতম ঘোষ, অঞ্জন দত্তসহ আরো অনেকে। যা ৩ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২]
অভিনয়শিল্পী
সম্পাদনা- অপর্ণা সেন
- কঙ্কনা সেন শর্মা
- শাবানা আজমি [৩]
- অঞ্জন দত্ত
- ঋতুপর্ণা সেনগুপ্ত
- রাহুল বসু
- গৌতম ঘোষ
- মন ঘোষ
- সোহাগ সেন
- কৌশিক সেন
- কল্যাণ রায়
নির্মাণ
সম্পাদনা‘বসু পরিবার’ সিনেমা বানাতে গিয়ে এই তথ্যচিত্র তৈরির পরিকল্পনা পরিচালক সুমন ঘোষের মাথায় আসে।[৪] ২০২১ সালে সুমন ঘোষ অপর্ণা সেনের সাক্ষাৎকার নেন। তখনই সিদ্ধান্ত নেন ‘রিনাদি’কে নিয়ে তথ্যচিত্র তৈরি করবেন সুমন ঘোষ। ২০২২ সালে সুমন ঘোষের নির্দেশনায় তৈরি করা হয় ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’।[৫]
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০২৫ সালের ৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
প্রদর্শনী
সম্পাদনা২০২৪ সালে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়।[২] ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হয়।[৬][৭] প্রভা খৈতান ফাউন্ডেশনের আয়োজনে সম্প্রতি আইনক্স সাউথ সিটিতে হয়ে গেল ‘পরমা: এ জার্নি উইথ অপর্ণা সেন’ ছবির বিশেষ প্রদর্শন হয়।[৮]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Aparna Sen: ডকুমেন্টারির ভাবনায় অভিনেত্রী অপর্ণা সেন, ছবি পরিচালনায় বিশিষ্ট পরিচালক সুমন ঘোষ"। durantbarta.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০।
- ↑ ক খ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। "'পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন' ঠাঁই পাচ্ছে বড় পর্দায়"। ‘পরমা: আ জার্নি উইথ অপর্ণা সেন’ ঠাঁই পাচ্ছে বড় পর্দায় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০।
- ↑ সংবাদদাতা, আনন্দবাজার অনলাইন। "আমি অপর্ণাকে খুব ভালবাসি, পরিচালক অপর্ণাও চমৎকার: শাবানা আজ়মি"। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০।
- ↑ "অপর্ণা সেনকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পাবে বড় পর্দায়, নেপথ্য ভাবনা জানালেন পরিচালক সুমন ঘোষ"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৪।
- ↑ মুখোপাধ্যায়, শুভাঙ্গি (২০২৪-১২-০৪)। "অপর্ণা সেনকে নিয়ে তথ্যচিত্র মুক্তি পেতে চলেছে বড় পর্দায় - KolkataTV" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০।
- ↑ "KIFF 2024: 'পরমা' তথ্যচিত্রে 'ব্যক্তি অপর্ণা'কে উদযাপন সুমন ঘোষের"। sangbadpratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০।
- ↑ মাঝি, সুমন (২০২৪-১২-২৬)। "আমি কখনও কাউকে অনুসরণ বা অনুকরণ করিনি"। এই সময় Online। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০।
- ↑ ডেস্ক, খবর অনলাইন (২০২৪-১২-২৩)। "কখনও ভাবতে পারিনি আমি ছবির বিষয় হব: 'পরমা…'র বিশেষ প্রদর্শনে বললেন অপর্ণা সেন" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-১২-৩০।