ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) বাংলাদেশের একটি বামপন্থী রাজনৈতিক দল।
ইতিহাস
সম্পাদনা১৯৬৭ সালের ৩০ নভেম্বর ন্যাশনাল আওয়ামী পার্টি দুটি ভিন্ন অংশে ভেঙে ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) প্রতিষ্ঠিত হয়। মস্কোপন্থী অংশটি হয় ন্যাশনাল আওয়ামী পার্টি (ওয়ালি), যার নেতৃত্বে ছিলেন খান আব্দুল ওয়ালী খান, এবং বেইজিংপন্থীকে বলা হত ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী), যার নেতৃত্বে ছিলেন আবদুল হামিদ খান ভাসানী । ১৯৭৪ সালের ১৭ নভেম্বর, দলের দুই নেতা, কাজী জাফর আহমেদ এবং রাশেদ খান মেনন, ইউনাইটেড পিপলস পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। এই বিভক্তির পর ভাসানী দলের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। [১]
আব্দুল্লাহ আল মাহমুদ মজুমদার (ভাসান)
(সভাপতি)
ন্যাশনাল আওয়ামী পার্টি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ রণজিৎ কুমার দাস (২০১২)। "ন্যাশনাল আওয়ামী পার্টি"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।
- ↑ ""I am only making a modest contribution to the struggle of my people""। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।