নোবেল চোর

সুমন ঘোষ পরিচালিত ২০১২-এর চলচ্চিত্র

নোবেল চোর হল ২০১২ সালের একটি বাংলা ভাষার ভারতীয় চলচ্চিত্র।[১][২] এটি পরিচালনা করছেন সুমন ঘোষ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, সৌমিত্র চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়। ছবিটি আনুষ্ঠানিকভাবে বিএফআই চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল।[৩]

নোবেল চোর
প্রাচারণা পোস্টার
পরিচালকসুমন ঘোষ
প্রযোজকঅশ্বনী শর্মা
রচয়িতাসুমন ঘোষ
শ্রেষ্ঠাংশেমিঠুন চক্রবর্তী
সৌমিত্র চট্টোপাধ্যায়
রূপা গঙ্গোপাধ্যায়
শাশ্বত চট্টোপাধ্যায়
সুরকারবিক্রম ঘোষ
চিত্রগ্রাহকবরুন মুখোপাধ্যায়
মুক্তি
  • ২০ ফেব্রুয়ারি ২০১২ (2012-02-20)
স্থিতিকাল১০০ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

পটভূমি সম্পাদনা

প্রথম এশীয় নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে একজন চিহ্নিত সম্মানিত ব্যক্তি। ২০০৪ সালে ২৪ মার্চ বাংলার শান্তিনিকেতন থেকে তার নোবেল পদক চুরি হয়, যেখানে এটি তার বাসভবন যাদুঘরে পরিণত হয়েছিল । পরবর্তীকালে, দেশব্যাপী ক্ষোভ শুরু হয় এবং দোষীদের খুঁজে বের করার জন্য ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত মেডেল পাওয়া যায়নি এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ২০১০ সালে মামলাটি বাদ দিয়েছিল। এর পটভূমিতে একজন দরিদ্র কৃষক ভানু (একটি কাল্পনিক চিত্রায়ণ) "নোবেল চোর" হিসেবে পরিস্থিতিগতভাবে জড়িত হন। চুরিতে তিনি জয়ের শহর কলকাতায় যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেন - তার নিজের জীবনযাত্রার পাশাপাশি তার দরিদ্র গ্রামের উন্নতির লক্ষ্যে পুরস্কারটি ফেরত বা বিক্রি করতে।

সে পুরো গ্রামের ভরসা হয়ে ওঠে। শহরে আসার পর, ভানু দুর্বৃত্ত, অদ্ভুত স্মৃতিচিহ্ন সংগ্রহকারী, উদ্যোক্তাদের সাথে অগণিত অভিজ্ঞতার সম্মুখীন হয় যারা দরিদ্র লোকটিকে শোষণ করতে চায়। যার কেবলমাত্র তার ছেলেকে একটি উন্নত ভবিষ্যত দিতে এবং তার দরিদ্র গ্রামের অবস্থাকে উন্নত করার স্বপ্ন ছিল। নোবেল চোর হল এই যাত্রার গল্প যার মাধ্যমে চলচ্চিত্রটি সমসাময়িক ভারতকে সম্পূর্ণরূপে অন্বেষণ করে – বিশ্বায়নের আগ্রাসন, গ্রামীণ-শহুরে বিভাজন এবং ভারতের গ্রামগুলির রাজ্য। আরও গুরুত্বপূর্ণভাবে এটি আধুনিক ভারতে ঠাকুরের দর্শনের প্রাসঙ্গিকতার একটি প্রশস্ত অন্বেষণ হিসেবে ধরা হয়।

অভিনয়শিল্পী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mithunda in Suman's 'Nobel Chor'"The Times of India। ১০ নভে ২০১০। ১১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-০৩ 
  2. "The Tagore Effect in Suman Ghosh's NOBEL CHOR"। washingtonbanglaradio.com। ১৪ জুলাই ২০১১। ২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-০৩ 
  3. "'Nobel Chor' has been invited at the 16th BIFF"The Times of India। ১৭ জুলাই ২০১০। ১৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১১-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা