নেওয়াশী ইউনিয়ন
৭নং নেওয়াশী ইউনিয়ন বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একটি ইউনিয়ন পরিষদ।[১]
নেওয়াশী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
৭নং নেওয়াশী ইউনিয়ন পরিষদ | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | নাগেশ্বরী উপজেলা |
আয়তন | |
• মোট | ১৮ বর্গকিমি (৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২৬,১৪৭ |
• জনঘনত্ব | ১,৫০০/বর্গকিমি (৩,৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
সম্পাদনানেওয়াশী মৌজা ও গ্রামের নামানুসারে ইউনিয়নের নাম রাখা হয় নেওয়াশী ইউনিয়ন।
অবস্থান
সম্পাদনানেওয়াশী ইউনিয়নটি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অবস্থিত। নেওয়াশী ইউনিয়নের পূর্ব দিকে নাগেশ্বরী পৌরসভা, পশ্চিমে ফুলবাড়ী থানা, উত্তরে সন্তোষ্পুর ইউনিয়ত পরিষদ, দক্ষিনে হাসনাবাদ ইউনিয়ন এরমাঝা নেওয়াশী ইউইয়ন অবস্থিত। [২]
সাধারণ তথ্য
সম্পাদনা- মৌজা-৬টি, যথা-
- গ্রাম-৩৬টি। যথা-মোক্তারকুটি, মন্ডলটারী, বলদিটারী, পূর্বগ্রাম, ব্যাংদোলা, নাতকুড়ারপাড়, পন্তাবাড়ী, হিরারভিটা, বালাটারী, ঘরজেয়াটারী, ঠকটারী, মেরুয়ারপাড়, পশ্চিম সুখাতী, সুখাতী বোর্ড ঘর, উজানটারী , ঝাকুয়াটারী, কৈয়াপাড়া, গিরাইরপাড়, চাকেরকুটি, কাশিরডারা, এগারমাথা, জয়মঙ্গল, উত্তর সুখাতী, পানাকুড়ি, নেওয়াশী, মোল্লাপাড়া, বুড়িরছাড়া,
মাগুরমুরারপাড়, কানিপাড়া, হাজীপাড়া, একতাপাড়া, ফকিরেরহাট, মসলিয়ারপাড়, তেলিপাড়া ও সরকারপাড়া
- কমিউনিটি ক্লিনিক = ৩ টি
- হাট বাজার -২টি। যথা-এগারমাথা বাজার ও ফকিরের হাট
- এনজিও-৭টি
- কবরস্থান-৫টিি
- ঈদগাহ-১২টি
- ক্রীড়া সংগঠন-৪টি, যথা-১. একতা ক্রীড়া সংগঠন ২। জুয়েল স্মৃতি ক্রীড়া সংগঠন ৩। মাসুদ স্পটিং ক্লাব ৪। সুখাতী তরুন সংঘ ।
- সাংস্কৃতিক সংগঠন-১টি।
- মসজিদ = ১৩ টি
- মন্দির = ০৪ টি।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- প্রাথমিক বিদ্যালয়ঃ ১৫টি।
- মাধ্যমিক বিদ্যালয়ঃ ৫টি।
- নিম্নমাধ্যমিক বিদ্যালয়ঃ ২টি।
- মাদ্রাসাঃ ৪টি।
- কলেজঃ ১টি।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা বাসষ্ট্যান্ট হতে সোজা পূর্ব-উত্তর কোনে ওয়াবদা বাজার যাওয়ার পথে হাতের বামে সুদৃর্শ্যমান এ ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে । নেওয়াশী ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার হাস্পাতাল রোডের পশ্চিমে প্রায় ৪ কি.মি. দূরে অবস্থিত । [২]
নদ-নদী
সম্পাদনানেওয়াশী ইউনয়নে নদী সমুহ= সাতকুড়া নদী, বুডিরছড়া নদী, পানাকুড়ি নদী, কাশীরডারা নদী । খাল সমুহ= রুয়ার বিল, সুখাতী বিল ।।[২]
দর্শনীয়
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ উপজেলা, নাগেশ্বরী (২৮ জুলাই,২০২১)। "নাগেশ্বরী উপজেলা"। নাগেশ্বরী উপজেলা। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই, ২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ ক খ গ ঘ ইউনিয়ন, নেওয়াশী (২৮ জুলাই, ২০২১)। "নেওয়াশী ইউনিয়ন"। নেওয়াশী ইউনিয়ন। ২৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই, ২০২১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)