নুরুল ইসলাম (অর্থনীতিবিদ)

বাংলাদেশী অর্থনীতিবিদ

নুরুল ইসলাম (মৃত্যু: ৯ মে ২০২৩) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ।[][] সত্তরের দশকের গোড়ার দিকে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেবার পাশাপাশি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ও আইন গঠনে তাঁর নেতৃত্বের ভূমিকার জন্য নুরুল ইসলাম উল্লেখযোগ্য। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নিকটতম পরামর্শদাতা। রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের বহু বাংলাদেশীর (ফখরুদ্দিন আহমেদ এবং মুহাম্মদ ইউনূস সহ) পরামর্শদাতা ছিলেন তিনি।

নুরুল ইসলাম
নুরুল ইসলাম
মৃত্যু৯ মে ২০২৩
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পেশাঅর্থনীতিবিদ

তিনি ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের উপ-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

নুরুল ইসলাম স্বাধীনতা সংগ্রামের সময় পশ্চিম পাকিস্তান সরকারকে উপস্থাপন করা -৬-দফা কর্মসূচির প্রাথমিক অবদানকারী ১৯৭১ সালে,[] ইসলাম, রেহমান সোবহান এবং হাবিবুর রেহমান পশ্চিম ও পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছিলেন।

তাত্ত্বিক এবং প্রায়োগিক উন্নয়ন অর্থনীতিতে অবদানের জন্য তিনি বাংলাদেশ ব্যাংক পুরস্কার (২০০৯) পেয়েছিলেন।[] তিনি মোট ২৯ টি বই রচনা করেছেন।

পটভূমি এবং শিক্ষা

সম্পাদনা

নুরুল ইসলাম চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া পৌর সদরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব আবদুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ। বড়ভাই জিয়া সরকারের পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি চট্টগ্রামে বড় হয়েছেন।[] তিনি চট্টগ্রাম কলেজ থেকে আইএ পাস করেছেন।[] প্রেসিডেন্সি কলেজ, কলকাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে তিনি ১৯৫৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন।[]

ইসলাম ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে যোগদান করেন।[] ১৯৬৫ সালে তিনি বিশ্ববিদ্যালয় ছেড়ে পাকিস্তান ইনস্টিটিউট অফ ডেভলপমেন্ট ইকোনমিক্স[] (পরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ) এর পরিচালক এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের প্রধান হিসাবে সরকারের মন্ত্রী হয়েছিলেন। ১৯৬৯ সালে তিনি ঢাকায় ফিরে আসেন।

লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নফিল্ড ফাউন্ডেশনের সহযোগী ছিলেন ইসলাম।[] তিনি নেদারল্যান্ডস স্কুল অফ ইকোনমিক্সের রকফেলার সহকর্মী হিসাবেও কাজ করেছেন এবং অক্সফোর্ডের সেন্ট অ্যান্টনি কলেজের সহযোগী ছিলেন।

ইসলাম খাদ্য ও কৃষি সংস্থার অর্থনৈতিক ও সামাজিক নীতি বিভাগের (এফএও) সহকারী মহাপরিচালক এবং ১৯৭২-–– চলাকালীন বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশন মন্ত্রকের উপ-চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন।[]

ওয়ার্কস

সম্পাদনা
  • বাংলাদেশের উন্নয়ন কৌশল (১৯৭৮)
  • বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা: রাজনৈতিক অর্থনীতিতে একটি গবেষণা (১৯৭৯)
  • উন্নয়নশীল দেশগুলিতে খাদ্যশস্যের দাম স্থিতিশীলকরণ: এশিয়াতে সমস্যা এবং অভিজ্ঞতা (১৯৯৬)
  • উন্নয়ন ইস্যুতে অন্বেষণ: নুরুল ইসলামের নির্বাচিত নিবন্ধসমূহ (২০০৩)
  • মেকিং অব এ নেশন, বাংলাদেশ: একজন ইকোনমিস্টের টেল (২০০৩)[][]
  • একটি ওডিসি: আমার জীবনের যাত্রা (২০১৭)[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

২০১৯ হিসাবে, ইসলাম তার স্ত্রী রোশনের সাথে পোটোম্যাক, মেরিল্যান্ড এবং ওয়াশিংটন, ডিসিতে বাস করেন[১০]

তিনি অর্থনীতিবিদ রাউমিন ইসলাম এবং উদ্যোক্তা নাঈম ইসলামের পিতা। তার নাতনি লায়লা ইসলাম স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অফ বিজনেসের ছাত্রী।

পুরস্কার

সম্পাদনা
  • বাংলাদেশ ব্যাংক পুরস্কার (২০০৯)[]
  • বিডিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড (২০১৩)[][১১]

মৃত্যু

সম্পাদনা

নুরুল ২০২৩ সালের ৯ মে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মৃত্যুবরণ করেন।[১২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Professor Nurul Islam's Odyssey"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০৫-১৮। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  2. "Don't manipulate economic data for political upper hand"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-১১-০৯। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  3. "In conversation with Professor Rehman Sobhan"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৪-০৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  4. "Professor Nurul Islam" (ইংরেজি ভাষায়)। Bangladesh Development Initiative। ২০২০-১২-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  5. Express, The Financial। "Nurul Islam: The accidental economist"The Financial Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  6. "Economist digs deep into rich-poor gap"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১০-০৪-০১। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  7. "Prof Nurul gets BDI Lifetime Achievement Award 2013"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-১০-৩০। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  8. "A Prime Minister and his house"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৯-০৪-১৯। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  9. "A nation finding its way . . ."The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১১-০৬-০৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  10. "Memoirs of a fervent patriot"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৮-০১-২৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  11. "Conference on Bangladesh's development held in US"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-১২। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-৩০ 
  12. "অর্থনীতিবিদ নুরুল ইসলাম আর নেই"অর্থসংবাদ। ৯ মে ২০২৩। সংগ্রহের তারিখ ৯ মে ২০২৩ 

আরও পড়ুন

সম্পাদনা