নীল চিতা

উদ্ভিদের প্রজাতি

নীল চিতা (ইংরেজি: blue plumbago, Cape plumbago বা Cape leadwort), (বৈজ্ঞানিক নাম: Plumbago auriculata হচ্ছে Plumbaginaceae পরিবারের একটি উদ্ভিদ। এটি দক্ষিণ আফ্রিকার স্থানীয় উদ্ভিদ।[][] এই গাছটি প্রায় ৬ ফুট পর্যন্ত উচ্চতা বিশিষ্ট হতে পারে। এটি সাদা রঙেও দেখা যায়।

নীল চিতা
Plumbago auriculata
Plumbago auriculata
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Caryophyllales
পরিবার: Plumbaginaceae
গণ: Plumbago
প্রজাতি: P. auriculata
দ্বিপদী নাম
Plumbago auriculata
Lam.
 
নীল চিতা

এর ফুল সারা বছর ফোটে রোদে ফুল ফোটে সবচেয়ে বেশি। তবে কম আলোতেও এর ফুল ফোটে।থোকায় থোকায় ফুল ফোটে।এবং এ ফুলের সৌন্দর্য সকলকেই মুগ্ধ করে।সাদা চিতার ফুলই শুধু ঔষধিগুণ সম্পন্ন।তবে সব চিতা গাছই বিষাক্ত[]

বর্ণান

সম্পাদনা
 
নীল চিতা

গাছটি চিরসবুজ এবং ঝোপালো হয়ে থাকে।প্রায়শই এটি লতা হিসেবে উথ্থিত হয়। সারা বছর ফুল দেয়।গাছের পাতা চকচকে সবুজ এটি প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা(২ইঞ্চি)[]। কাণ্ড দীর্ঘ এবং পাতলা। ফুলের পঁচটি পাপড়ি। রং ফ্যাকাশে নীল,নীল অথবা বেগুনি[]। সাদা(P. auriculata var. alba), গাঢ় নীল(P. auriculata 'Royal Cape') এর ডিম্বাশয় উচ্চতর প্রকৃতির।ফুল সম্পূর্ণ এবং নিখুত।

চিত্রশালা

সম্পাদনা
 
নীল চিতা
 
নীল চিতা
 
নীল চিতা
 
নীল চিতা
 
নীল চিতা

চাষাবাদ

সম্পাদনা

এটা তুষারপাতমুক্ত নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালো জন্মে।তবে তুষারপাত হয় এমন এলাকায় এ উদ্ভিদ জন্মায় না তা নয়।সেখানে কাচের ঘরে এর চারা বসানো হয়।এটি গ্রীন হাউজ পদ্ধতি। আলোতেই এ গাছ জন্মে সবচেয়ে ভালো জন্মে।তবে আলো-ছায়াতেও জন্মে।

এই প্রজাতি  [] এবং সাদা ফুলের (P. auriculata f. alba ) [] উভয় অর্জন করেছেন রয়েল হর্টিকালচারাল সোসাইটি এর গার্ডেন অফ মেরিট অ্যাওয়ার্ড[]

গ্রীষ্মে বীজ,কাটিং আর অরক্ষিত যৌন প্রজনেনের এর মাধ্যমে এর বংশ বিস্তার হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Botanica. The Illustrated AZ of over 10000 garden plants and how to cultivate them", p 691. Könemann, 2004. আইএসবিএন ৩-৮৩৩১-১২৫৩-০
  2. Nico Vermeulen:"The Complete Encyclopedia of Container Plants", p. 216. Rebo International, Netherlands, 1998. আইএসবিএন ৯০-৩৬৬-১৫৮৪-৪
  3. "ফুলের নাম-নীল চিতা"। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. নীল চিতা। "ফুলের নাম-"। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  5. নীল চিতা। "পুষ্প কথন" 
  6. "Plumbago auriculata" 
  7. Plumbago auriculata f. alba". (Retrieved 23 February 2020)। ""RHS Plant Selector-"  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  8. Plumbago auriculata। "School of Horticulture Plant Database"  line feed character in |শিরোনাম= at position 23 (সাহায্য)