যৌন প্রজনন (ইংরেজি: Sexual reproduction) হল বিবর্তনগতভাবে উন্নত প্রাণী এবং উদ্ভিদের প্রজনন পদ্ধতি[]। কিছু মনেরা, প্রোটিস্টা এবং ছত্রাকও অযৌন জননের পাশাপাশি এই পদ্ধতিতে প্রজনন ক্রিয়া সম্পন্ন করে। যৌন প্রজননকারী জীবগণ দুটি আলাদা যৌনতা বা লিঙ্গবিশিষ্ট হয়। যথাঃ স্ত্রীপুরুষ। তবে কিছু উভলিঙ্গী (hermaphrodite) জীবদের একই দেহে স্ত্রী এবং পুরুষ গ্যামেট তৈরি হয়। যেমনঃ কুমড়ো গাছ। স্ত্রী ফুলের ডিম্বাণু পুরুষ ফুলের পরাগ রেণু দ্বারা নিষিক্ত হয়ে ফল উৎপন্ন হয় । এই প্রক্রিয়াটি বেশ কিছু ধাপে সম্পন্ন হয়।

যৌন জননের প্রথম ধাপে জনিতৃ কোষ মিওসিস প্রক্রিয়ায় ডিপ্লয়েড (2n) থেকে হ্যাপ্লয়েড (n) সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। যৌন জননের দ্বিতীয় ধাপ, নিষেকের সময়ে হ্যাপ্লয়েড গ্যামেটদ্বয় মিলিত হয়ে পুনরায় ডিপ্লয়েড জাইগোটে পরিণত হয়।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Otto, Sarah P.; Lenormand, Thomas (১ এপ্রিল ২০০২)। "EVOLUTION OF SEX: RESOLVING THE PARADOX OF SEX AND RECOMBINATION"। Nature Reviews Genetics3 (4): 252–261। ডিওআই:10.1038/nrg761 

বহিঃসংযোগ

সম্পাদনা