নিয়ামতি ইউনিয়ন
বরিশাল জেলার অন্তর্গত বাকেরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন
নিয়ামতি বাংলাদেশের বরিশাল জেলার অন্তর্গত বাকেরগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন।
নিয়ামতি | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে নিয়ামতি ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৩০′৫″ উত্তর ৯০°১৪′৩০″ পূর্ব / ২২.৫০১৩৯° উত্তর ৯০.২৪১৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | বরিশাল জেলা |
উপজেলা | বাকেরগঞ্জ উপজেলা ![]() |
আয়তন | |
• মোট | ২,৯৮২ হেক্টর (৭,৩৬৮ একর) |
জনসংখ্যা | |
• মোট | ২৪,০৭৩ |
• জনঘনত্ব | ৮১০/বর্গকিমি (২,১০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ০৬ ০৭ ৮১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনানিয়ামতি ইউনিয়নের আয়তন ৭,৩৬৮ একর।[১]
প্রশাসনিক কাঠামো
সম্পাদনানিয়ামতি ইউনিয়ন বাকেরগঞ্জ উপজেলার আওতাধীন ১৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম বাকেরগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ১২৪নং নির্বাচনী এলাকা বরিশাল-৬ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- মধ্যম মহেশপুর
- মহেশপুর
- পূর্ব মহেশপুর
- খাস মহেশপুর
- রামনগর
- চামটা
- চালিতাতলা
- নতুন বাজার
- কাফিলা
- ছোট পুইয়াউটা
- পূর্ব কৃষ্ণনগর
- পশ্চিম কৃষ্ণনগর
- পোড়াচিনা
- হাসান নগর
- রূপাঝোর
- ঢালমারা
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নিয়ামতি ইউনিয়নের মোট জনসংখ্যা ২৪,০৭৩ জন। এর মধ্যে পুরুষ ১১,২১৮ জন এবং মহিলা ১২,৮৫৫ জন। মোট পরিবার ৫,৬৮৪টি।[১]
গ্রামভিত্তিক লোকসংখ্যা
ক্র.নং | গ্রামের নাম | খানার সংখ্যা | জনসংখ্যা |
১ | মধ্যম মহেশপুর | ৩৭৩ | ১৫৮৫ |
২ | কাফিলা | ৪৮৪ | ২০২৭ |
৩ | পূর্ব কৃষ্ণনগর | ১২০ | ৫১০ |
৪ | মহেশপুর | ১৭০ | ৬২৮ |
৫ | খাস মহেশপুর | ২৪৫ | ১০৩০ |
৬ | নিয়ামতি | ১৬৭৯ | ৭২৮৮ |
৭ | নিয়ামতি | ১১৩৪ | ৪৯৫৭ |
৮ | চামটা | ৫৪৫ | ২৩৩১ |
৯ | পশ্চিম কৃষ্ণনগর | ৩৯৮ | ১৩৩৩ |
১০ | ছোট পুউয়াউটা | ১০৭ | ৪৩৬ |
১১ | পোড়াচিনা | ৮৭ | ৩৭৯ |
১২ | পূর্ব মহেশপূর | ৩৫৩ | ১৫৪৭ |
১৩ | রামনগর | ১৫০০ | ৬৫৭৭ |
১৪ | রামনগর | ৯৮৯ | ৪২৭৪ |
১৫ | ঢালমারা | ১৯৯ | ৯৩৮ |
১৬ | রূপাঝোড় | ৩১২ | ১৩৬৫ |
১৭ | টেংরাখালী | ১৬৮ | ৭৩৩ |
তথ্য সূত্র- আদমশুমারী ২০১২ প্রতিবেদন।
শিক্ষা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী নিয়ামতি ইউনিয়নের সাক্ষরতার হার ৬৬.১%।[১]
ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের তালিকা
সম্পাদনাক্রমিক নং | মুক্তিযোদ্ধা
উনাদের নামের তালিকা |
পিতা/ স্বামীর নাম | ওয়ার্ড নং | গ্রাম/ মহল্লার নাম |
---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ |
1. | মোঃ ইউছুফ আলী হাং | মৃত কাশেম আলী হাং | ০৬ | মহেশপুর |
2. | এ,বারেক জমাদ্দার | মৃত সেরাজ উদ্দিন জমাদ্দার | ০৬ | মহেশপুর |
3. | নুরুন নেছা | মৃত ইউছুফ আলী হাং | ০৮ | নিয়ামতি |
4. | মোঃ খায়রুল আলম | মৃত খবির উদ্দিন হাং | ০৭ | নিয়ামতি |
5. | মোসাঃ সালেহা বেগম | মৃত সরদার নুর আলম | ০৬ | মহেশপুর |
6. | শেখ নেছার উদ্দিন | মৃত শেখ মেনাজ উদ্দিন | ০৩ | রামনগর |
7. | মোসাঃ ছাহেরা | স্বাঃমৃতঃ আঃ হক সিকদার | ০৮ | নিয়ামতি |
8. | মোসাঃ জাহানারা বেগম | মৃত মোঃ মোস্তফা সিকদার | ০৭ | চামটা |
9. | শ্রী অজিত কুমার দে | মৃত শ্রী ননী গোপাল | ০৪ | কৃষ্ণনগম |
10. | মোঃ মকবুল আলী খান | মৃত রহিম উদ্দিন খান | ০১ | কাফিলা |
11. | কোহিনুর বেগম | মৃত মোঃ মুসলিম আলী হাং | ০৮ | নিয়ামতি |
12. | মোঃ আব্দুর রাজ্জাক | মৃত কদম আলী হাং | ০৮ | নিয়ামতি |
13. | মোঃ হাবিবুর রহমান | মৃত আদম আলী হাওলাদার | ০১ | কাফিলা |
14. | অনিল চন্দ্র দে | মৃত যদু নাথ দে | ০১ | কাফিলা |
15. | এম,এ বারী তালুকদার | মৃত ওয়াহেদ আলী তালুকদার | ০৩ | রামনগর |
16. | মোঃ আব্দুল বারী মিয়া | মৃত তোজম্বল হোসেন | ০৬ | মহেশপুর |
17. | মোঃ হাসান আহম্মেদ | মৃত মোঃ রহম আলী বিশ্বাস | ০৫ | মধ্যম মহেশপুর |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |