নিমতলী কুঠি
ঢাকায় অবস্থিত মুঘল নিদর্শন
নিমতলী কুঠি বা নিমতলী প্রাসাদ ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের নিমতলি এলাকায় অবস্থিত একটি মুঘল আমলের প্রাসাদ। ঢাকার নায়েবে নাজিম জেসারত খানের জন্য নিমতলিতে এই প্রাসাদটি নির্মাণ করা হয়। পরবর্তীতে অন্যান্য নায়েবে নাজিমরাও এই প্রাসাদকে বাসভবন হিসাবে ব্যবহার করেছেন। নবাব গাজীউদ্দিনের মৃত্যুর পরে এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিগ্রহণ করে এবং এলাকার ভবনগুলো নিলামে বিক্রি করে দেয়। ক্রেতারা ভবনগুলির অধিকাংশই ভেঙে ফেলে। অবশিষ্ট অংশ পরবর্তীকালে ব্রিটিশ সরকার পুনরায় অধিগ্রহণ করে নেয়।[২]
নিমতলী কুঠি | |
---|---|
![]() | |
![]() | |
বিকল্প নাম | নিমতলী প্যালেস |
সাধারণ তথ্যাবলী | |
অবস্থা | ধ্বংসপ্রাপ্ত |
ধরন | বাসভবন |
শহর | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
সম্পূর্ণ | ১৭৬৬[১] |

বর্তমান অবস্থা
সম্পাদনাবর্তমানে নিমতলি কুঠির কেবলমাত্র পশ্চিম ফটকটি টিকে রয়েছে, যা নিমতলী দেউড়ি হিসেবে পরিচিত। এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের ভবনের প্রাঙ্গনে এটি অবস্থিত। দেউরি ভবনটি সংস্কার করে এখানে স্থাপন করা হয়েছে এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর।
চিত্রশালা
সম্পাদনা-
নিমতলী দেউড়ির স্তম্ভের পাদদেশ
-
নিমতলী দেউড়ি প্রবেশপথ
-
নিমতলী দেউড়ী উপরে উঠার সিড়ি
-
নিমতলী দেউড়ির অভ্যন্তর
-
নিমতলী দেউড়ির জানালা
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ শরীফ উদ্দিন আহমেদ (২০১২)। "নিমতলী প্যালেস"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ মে ১৯, ২০২৩।
- ↑ মুনতাসীর মামুন, "ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী", ৩য় সংস্করণ, ৪র্থ মূদ্রণ, জানুয়ারি ২০০৪, অনন্যা প্রকাশনালয়, ঢাকা, পৃষ্ঠা ১৪৭, আইএসবিএন ৯৮৪-৪১২-১০৪-৩।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে নিমতলী কুঠি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- আড়াইশ বছরের পুরনো নিমতলী দেওড়ী বাংলাদেশ প্রতিদিন, ২৮ এপ্রিল ২০১৮, পেছনের পৃষ্ঠা।