এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর

এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি জাদুঘর।[১][২] ২০১৯ সালের ৩রা জানুয়ারি জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। জাদুঘরটির প্রতিষ্ঠা ২০১৮ সালের ১১ অক্টোবর।[৩]

এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর
এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর
মানচিত্র
স্থাপিত১১ অক্টোবর ২০১৮ (2018-10-11)
অবস্থাননিমতলী দেউড়ি,
৫, পুরাতন সেক্রেটারিয়েট রোড, নিমতলী, ঢাকা ১০০০, বাংলাদেশ
মালিকবাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
ওয়েবসাইটasheritagemuseumbd.org

অবস্থান সম্পাদনা

এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর ঢাকা শহরের নিমতলী নামক স্থানে অবস্থিত।

উদ্দেশ্য সম্পাদনা

মোগল ও ব্রিটিশ আমলের মধ্যবর্তী সময়ে ঢাকা তথা বাংলার সমাজ, অর্থনীতি, ধর্ম, জীবন ইত্যাদি বিষয়ে ঐতিহাসিক গুরুত্ব এবং শিক্ষা, সংস্কৃতি এবং গবেষণার কেন্দ্র হিসেবে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়।

বিবরণ সম্পাদনা

 
নায়েব নাজিম নুসরত জং এর দরবার

নিমতলী প্রাসাদের ধ্বংসাবশেষ হিসেবে পরিচিত নিমতলী দেউড়ী ভবনে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। ভবনটি ১৭৬৫-৬৬ সালে তৈরি করা হয়।[৪][৫] দেউড়ী অর্থাৎ প্রবেশপথ এই ভবনের ভেতর দিয়ে তৈরি করা হয়েছে বলে এর নাম দেউড়ী ভবন। ভবনটি সাধারণ তিন তলা ভবনের সমান উঁচু। এই ভবনেই এশিয়াটিক সোসাইটির প্রথম কার্যালয় ছিলো। ১৯৫২ সালের ৩রা জানুয়ারি যাত্রা শুরু করে এশিয়াটিক সোসাইটি। সংগঠনের নানা স্মারকলিপি জাদুঘরে রাখা হয়েছে। নীচতলায় মোট ৩টি গ্যালারিতে স্মারক ছাড়াও নবাবী আমল নিয়ে ইতিহাসভিত্তিক তৈরি বিভিন্ন প্রামাণ্যচিত্র দেখানো হয়। দুই তলায় দৈর্ঘ্য-প্রস্থে সমান একটি গ্যালারি আছে এবং তিন তলায় ৪৫ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল গ্যালারি আছে। এখানে মসলিন কাপড়, ধাতব মুদ্রা, বিভিন্ন সময়ের তৈজসপত্র রাখা হয়েছে। নবাব নুসরত জং এর দরবারের ত্রিমাত্রিক উপস্থানাও আছে এই গ্যালারিতে।

সংগ্রহ সম্পাদনা

প্রাথমিকভাবে জাদুঘরের জন্য ঐতিহাসিক ৮৩টি স্মারক সংগ্রহ করা হয়েছে। এখানে মোট ৫টি গ্যালারিতে দরবারে ব্যবহৃত হুঁকা, মসলিন কাপড়, মুদ্রা, কাঁটা চামচ, চাকু, প্লেট, বাটি, স্যুপ পাত্র, বাতি, ক্যাশবাক্স, পানদান, কুরআন শরীফ, দোয়াত, ঝাড়বাতি ইত্যাদি রাখা হয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Asiatic Society Heritage Museum in Old Dhaka opens for public on Friday"Dhaka Tribune। ২০১৯-০১-০৩। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৪ 
  2. "Asiatic Society Heritage Museum drawing crowds"New Age | The Most Popular Outspoken English Daily in Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-১৪ 
  3. "এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর উন্মুক্ত"ভোরের কাগজ। ৪ জানুয়ারি ২০১৯। ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২১ 
  4. "দৃশ্যমান হবে মোগল ইতিহাস"প্রথম আলো। ২৩ জানুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  5. Yusuf, Ananta (২০১৯-০১-১৭)। "Nimtoli Deuri becomes heritage museum"The Daily Star (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৯ 

বহিঃসংযোগ সম্পাদনা