নিদনপুর
নিদনপুর (অন্যনাম নিদানপুর, নিধানপুর, নিধনপুর) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি গ্রাম। এটি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত। কামরূপরাজ ভূতিবর্মণ ও ভাস্করবর্মণের বেশ কয়েকটি তাম্রশাসন আবিষ্কৃত হওয়ায় গ্রামটি বিখ্যাত।[৪]
নিদনপুর নিদানপুর, নিধনপুর, নিধানপুর | |
---|---|
গ্রাম | |
বাংলাদেশের মানচিত্রে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′১৩″ উত্তর ৯২°০৯′০৪″ পূর্ব / ২৪.৮০৩৬৫৭° উত্তর ৯২.১৫১২১৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট |
জেলা | সিলেট |
উপজেলা | বিয়ানীবাজার |
ইউনিয়ন | ৯ নং মোল্লাপুর |
ওয়ার্ড নং | ২[১] |
সরকার | |
• ওয়ার্ড কাউন্সিলর | মো. খসরু মিয়া[২] |
জনসংখ্যা [৩] | |
• মোট | ১,১১৫ |
সময় অঞ্চল | বাংলাদেশ সময় (ইউটিসি+০৬:০০) |
ইতিহাস
সম্পাদনাবর্মণ রাজত্বের সময় নিদনপুর অঞ্চল "চন্দ্রপুর" নামে পরিচিত ছিল।[৫] ১৯১২ সালের ডিসেম্বরে (১৩১৯ বঙ্গাব্দের পৌষ) তৎকালীন পঞ্চখণ্ড পরগণার নিদনপুরে মাটির স্তুপ খনন করে সাত খণ্ডের তাম্রলিপি পাওয়া যায়। যেটি নিদনপুর বা নিধানপুর তাম্রলিপি নামে পরিচিত। স্থানীয় জমিদার পবিত্রনাথ দাস তাম্রলিপিগুলো কলকাতা জাদুঘরের নিকট হস্থান্তর করেন। ভাস্করবর্মণের তাম্রশাসনে ব্রাহ্মণদের নিষ্কর ভূমি দানে বিষয়ে জানা যায়।[৫] ঐতিহাসিকদের মতে "ময়ূর শাল্মল" নামে দানকৃত জমিটি নিদনপুরেই অবস্থিত ছিল।
শ্রীহট্টের রাজা গৌড় গোবিন্দের পূর্ব পর্যন্ত পঞ্চখন্ড অঞ্চল ধর্মপালের অধীনে পাল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ১৩০৩ খ্রিষ্টাব্দে শাহ জালালের সিলেট বিজয় (১৩০৩ খৃ:) পর এই জনপদ মুসলিম শাসনে আসে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে রক্ষিত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শিলালিপিতে শাহ জালালের সফর সঙ্গী নূরুল হুদা আবুল কেরামত সাঈদী হোসেনীকে (হায়দার গাজী) এ জেলার শাসনভার দেন। এ সময় থেকে এই এলাকায় ইসলাম ধর্মের প্রভাব পড়তে থাকে।[৫]
ভৌগোলিক অবস্থান
সম্পাদনানিদনপুর বিয়ানীবাজার থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
জনউপাত্ত
সম্পাদনানিদানপুর গ্রামের মোট জনসংখ্যা ১১১৫ জন।[৩]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নিদনপুর রাস্তা নির্মাণ"। মোল্লাপুর ইউনিয়ন: জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ইউনিয়নের জনপ্রতিনিধি - মোল্লাপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার।
- ↑ ক খ "গ্রাম ভিত্তিক লোকসংখ্যা - মোল্লাপুর ইউনিয়ন"। জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০।
- ↑ University of Allahabad. Dept. of Modern Indian History, University of Kerala. Dept. of History, University of Kerala, University of Travancore (১৯৮৩)। Journal of Indian history, Volume 61। Dept. of Modern Indian History।
- ↑ ক খ গ "উপজেলার পটভূমি - বিয়ানীবাজার উপজেলা"। জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ১৫ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |