গৌড় গোবিন্দ
গৌড় গোবিন্দ ১৩০০ শতকের শ্রীহট্ট অঞ্চলের খণ্ড রাজ্য গৌড়ের শাসক। তার নাম গোবিন্দ; এর সাথে রাজ্যের নাম গৌড় সংযুক্ত হয়ে তিনি 'গৌড় গোবিন্দ' নামে অভিহিত হন। রাজা গৌর গোবিন্দ ছিলেন কট্টর হিন্দু। শ্রীহট্টের ইতিহাসে তিনি খ্যাত। হযরত শাহ জালাল (রহ.) সিলেট অভিযানে মুসলিম সৈন্যবাহিনীর গৌর জয় হলে রাজা গৌড় গোবিন্দ ছেড়ে যান এবং সিলেট মুসলিমদের শাসনাধীন হয়।[১][২]
গৌড় গোবিন্দ | |||||
---|---|---|---|---|---|
গৌড়ের রাজা | |||||
রাজত্ব | ১২৬০-১৩০৩ | ||||
পূর্বসূরি | রাজা গোবর্ধন | ||||
উত্তরসূরি | উজির সিকান্দার খান গাজী (সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ-এর অধীনস্থ) | ||||
প্রধানমন্ত্রী | মনোরঞ্জন রায় | ||||
প্রধান সেনাপতি | চক্রপাণি দত্ত | ||||
জন্ম | গোবিন্দ ফেঞ্চু ১৩-শ শতাব্দি ব্রহ্মাচল রাজ্য (দক্ষিণ সিলেট) | ||||
মৃত্যু | ১৪-শ শতাব্দি কামরূপ রাজ্য | ||||
স্ত্রী | হীরাবতীনারায়ণ | ||||
বংশধর | নির্বাণ গোবিন্দ | ||||
| |||||
পিতা | শ্রীনন্দ জয়ানন্দ | ||||
মাতা | অন্নপূর্ণা জৈন্তিয়া | ||||
ধর্ম | হিন্দু |
ঐতিহাসিক ঘটনা ও গৌড় গোবিন্দ
সম্পাদনাঐতিহাসিক বর্ণনা অনুসারে তুর্কিদের বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে শ্রীহট্টে মুসলিম জনবসতি গড়ে ওঠে ছিল। সিলেটের টুলটিকর মহল্লায় ও হবিগঞ্জের তরফে তৎকালে মুসলিমরা বসতি গড়েছিলেন। এ সময় শ্রীহট্টের গৌড় রাজ্যে গৌড় গোবিন্দ রাজা ছিলেন। গৌড় রাজ্যের অধিবাসী বোরহান উদ্দীন নামে জনৈক মুসলিম নিজ ছেলের জন্ম উপলক্ষে গরু আকিকা করেন। এই খবর জানার পর রাজা গৌড় গোবিন্দ রেগে যান। কারণ হিন্দুধর্মে গোহত্যা পাপ। এর শাস্তি হিসেবে রাজা বোরহান উদ্দীনের নিষ্পাপ ছেলেকে ধরে নিয়ে হত্যা করে ও বোরহান উদ্দীনের ডান হাত কেটে দেয়।[৩] এই ঘটনার ভিত্তিতে হযরত শাহ জালাল (রহ.) সিলেটে আগমন করার পর রাজা গৌড় গোবিন্দের পতন ঘটে।[২]
পূর্বসূরী রাজা গোবর্ধন |
গৌড়ের রাজা ১২৬০-১৩০৩ |
উত্তরসূরী সিকান্দার খান গাজী (সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ-এর অধীনস্থ) |
পূর্বসূরী জয়দেব রায় |
ব্রহ্মাচলের শাসক ১২৬০-১৩০৩ |
উত্তরসূরী সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ শ্রীহট্টে ইসলাম জ্যোতি, মুফতি আজহারুদ্দীন সিদ্দিকি, উৎস প্রকাশন ঢাকা, প্রকাশকাল সেপ্টেম্বর ২০০২, পরিদর্শনের তারিখ: ২৮ জুন ২০১১
- ↑ ক খ শ্রীহট্টের ইতিবৃত্ত পূর্বাংশ, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় অধ্যায়, দরবেশ শাহজালাল অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি; প্রকাশক: মোস্তফা সেলিম; উৎস প্রকাশন, ২০০৪।
- ↑ EB, Suharwardy Yemani Sylheti, Shaikhul Mashaikh Hazrat Makhdum Ghazi Shaikh Jalaluddin Mujjarad, in Hanif, N. "Biographical Encyclopaedia of Sufis: Central Asia and Middle East. Vol. 2". Sarup & Sons, 2002. p.459