নিকেলোডিয়ন (স্ক্যান্ডিনেভিয়া)

নিকেলোডিয়ন ডেনমার্ক, নরওয়ে, এবং ফিনল্যান্ডে সম্প্রচারিত একটি শিশুতোষ টেলিভিশন চ্যানেল। এটি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রভিত্তিক একইরকমভাবে ব্র্যান্ড করা চ্যানেলের থেকে অনুষ্ঠানসমূহ প্রচারিত করে, সাথে কিছু স্থানীয় অনুষ্ঠানও প্রচারিত করে।

নিকেলোডিয়ন
উদ্বোধন১ ফেব্রুয়ারি ১৯৯৭; ২৭ বছর আগে (1997-02-01)[১]
দেশনেদারল্যান্ডস
ভাষাইংরেজি
ডেনীয়
নরওয়েজীয়
ফিনীয়
প্রচারের স্থানডেনমার্ক
নরওয়ে
ফিনল্যান্ড
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
নিক জুনিয়র
নিকটুন্স

ইতিহাস সম্পাদনা

অ্যানালগ ভিয়াস্যাট প্যাকেজের অংশে নিকেলোডিয়ন স্ক্যান্ডিনেভিয়া ১৯৯৬ সালে সম্প্রচার করা শুরু করে। এটি শুধু সকালে সম্প্রচার করতো, সিরিয়াস ১ (পূর্বে মার্কোপোলো ১) এ জিটিভির সাথে একটি ট্রান্সপন্ডার এবং টিভি স্যাট ২৩+ এবং অন্যান্য ডেনীয় চ্যানেলের সাথে আর একটি ট্রান্সপন্ডার ভাগ করতো।[২] প্রাতিষ্ঠানিকভাবে চ্যানেলটি ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারিতে সম্প্রচার শুরু করেছে।[৩] প্রথমত এটি সকাল ৭টার থেকে দুপুর ১টার পর্যন্ত ছয় ঘণ্টার জন্য সম্প্রচার করেছিল। কিছু সাল পর এটি আর একটি ট্রান্সপন্ডারে স্থানান্তর হয়, যা সকাল ৬টার থেকে সন্ধ্যা ৬টার পর্যন্ত সম্প্রচার করার অনুমতি দেয়।

২০০১ সালে নিকেলোডিয়ন একটি ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেল হিসেবে সুইডেনে সম্প্রচার শুরু করে, এবং ২০০৭ সালের ১ সেপ্টেম্বরে ফিনল্যান্ডেও সম্প্রচার শুরু করে।

২০০৮ সালের ১৮ জুনে সুইডেনের জন্য একটি আলাদা চ্যানেলের উদ্বোধন হয়। সারাদেশে নিকেলোডিয়ন সুইডেন প্যান-নর্ডীয় চ্যানেলটিকে প্রতিস্থাপন করেছে। প্যান-নর্ডীয় চ্যানেলটি ডেনমার্ক, ফিনল্যান্ড, এবং নরওয়েতে সম্প্রচার করতে থাকে।

২০০৮ সালের মার্চে একটি ডেনীয় সংস্করণ, নিকেলোডিয়ন ডেনমার্ক, এর উদ্বোধন হয়।[৪][৫] এটি ভিএইচ১ ডেনমার্কের সাথে সম্প্রচার শুরু করেছে, যা ছয় ঘণ্টার জন্য নিকেলোডিয়ন প্রচার করেছে। ডেনীয় স্যাটেলাইট দর্শকরা এখনো প্যান-নর্ডীয় সংস্করণটি দেখতে পারবে।

তখন ডেনমার্ক এবং ফিনল্যান্ডে উপলব্ধ হয়েও ২০১১ সালে চ্যানেলটি নরওয়েজীয়তে বিজ্ঞাপন প্রচারিত করা শুরু করে।[৬]

২০১৩ সালের ৭ জানুয়ারিতে ভায়াকম নিক জুনিয়রের একটি ফিনীয় সংস্করণ উদ্বোধন করেছে যা ফিনল্যান্ডের কেবল এবং টেরেস্ট্রিয়াল টেলিভিশনে নিকেলোডিয়ন স্ক্যান্ডিনেভিয়াকে প্রতিস্থাপন করে।[৭][৮] ফিনল্যান্ডে নিকেলোডিয়ন স্ক্যান্ডিনেভিয়া স্যাটেলাইটে সম্প্রচার করতে থাকে।

সম্প্রচার সম্পাদনা

বেশিরভাগ কার্টুন অনুষ্ঠান স্থানীয় ভাষায় ডাব করা, এবং স্যাটেলাইটে আলাদা ভাষার অডিও ট্র্যাক উপলব্ধ আছে। লাইভ-অ্যাকশন অনুষ্ঠান যা জ্যেষ্ঠ দর্শকদের লক্ষ্য করে স্থানীয় সাবটাইটেল সহ ইংরেজিতে প্রচারিত হয়।

সীমিত সম্প্রচার ঘন্টার অর্থ হল চ্যানেলটি সাধারণত অন্যান্য চ্যানেলের সাথে ব্যান্ডউইথ ভাগ করে যারা সন্ধ্যা এবং রাতে সম্প্রচার করবে। ভিয়াস্যাটে ভিয়াস্যাট নেচার, ভিয়াস্যাট ক্রাইম, এবং প্লেবয় টিভির সাথে একই চ্যানেলে সম্প্রচার করতো, কিন্তু ২০০৭ সালে সেটি বদলে গেছে, যখন ভিয়াস্যাট নেচার দিনের বেলায় সম্প্রচার করা শুরু করে, এবং নিকেলোডিয়ন পরিবর্তে ভিএইচ১ এর সাথে টাইমশেয়ার করা শুরু করে। অনেকগুলো কেবল সিস্টেমসমূহ ভিয়াস্যাট ফিডটি গ্রহণ করে।

কানাল ডিজিটালে ভিএইচ১ ক্লাসিকের ইউরোপীয় সংস্করণ ডাউনটাইমে সম্প্রচার করেছিল, এবং সুইডীয় ডিটিটিতে (বক্সার)। একই সময়ে স্টার! দেখানো হয়েছিল।

চ্যানেলটি পূর্বে যুক্তরাজ্য থেকে সম্প্রচার করা হয়েছিল, কিন্তু ২০০৮ সালে এটির যুক্তরাজ্য লাইসেন্স ফিরিয়ে দেয় এবং পরিবর্তে নেদারল্যান্ডস থেকে সম্প্রচার করা শুরু করে।[৯][১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ ফেব্রুয়ারি ২০০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০০৫ 
  2. এসএস নিউজ খণ্ড 01 96.09.27
  3. "Nick International"। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২ 
  4. "Viacom Q1 2008 Earnings Call Transcript" 
  5. "PULSE First Quarter" (পিডিএফ)। ভায়াকম। ১৯ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  6. "Norwegian commercials on Nickelodeon"। লুমোটিভি। ১৬ সেপ্টেম্বর ২০১১। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২ 
  7. "Helmikuun bonuskatselussa Nick Jr."। প্লাসটিভি। ১ জানুয়ারি ২০১৩। ২৪ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২ 
  8. "Nickelodeon changed name into Nick Jr."। লুমোটিভি। ৯ জানুয়ারি ২০১৩। 
  9. "Ontheffingsverzoek oorspronkelijk Nederlands- of Friestalige programmaonderdelen"। ২৪ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. "Television Broadcast Licensing Update July 2008"। অফকম। ৫ মে ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ সম্পাদনা