নিকাশ ঘর

আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা

নিকাশ ঘর (English: Clearing house) হলো আর্থিক বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যকার একটি মনোনীত মধ্যস্থতাকারী।[১] এটি কেন্দ্রীয় ব্যাংকের নির্দিষ্ট একটি ঘর বা ব্যবস্থা যেখানে বসে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করা হয়। অর্থাৎ, নিকাশ ঘর হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো নির্দিষ্ট অঞ্চল বা দেশের তালিকাভুক্ত ব্যাংকসমূহ তাদের পরস্পরের মধ্যকার দেনাপাওনা নিষ্পত্তিকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট কোনো স্থানে নির্দিষ্ট সময়ে একত্রিত হয় এবং কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনাপাওনা নিষ্পত্তি করে।[২] বর্তমানে, আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে নিকাশ কার্যক্রমের জন্য নির্দিষ্ট কোন ঘরে একত্রিত হতে হয় না, বরং ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে এই কার্যক্রম সম্পূর্ণ করা হয়। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিকাশ কার্যক্রম বা আন্তঃব্যাংকিং দেনাপাওনা নিষ্পত্তির এই ব্যবস্থাকে বলা হয় স্বয়ংক্রিয় নিকাশ ঘর বা অটোমেটেড ক্লিয়ারিং হাউজ।

ইতিহাস সম্পাদনা

জানা যায় ১৬৩৫ সালে ইংল্যান্ডে সর্বপ্রথম নিকাশ ব্যবস্থা চালু হয়। তবে ১৭৭০ সালে অবধি শুধুমাত্র লন্ডনের ব্যাংকসমূহ নিজেদের মধ্যে চেকগুলির অনানুষ্ঠানিক বিনিময় করতো। ধারণা করা হয়, মধ্যযুগের শেষের দিকে ইউরোপীয় ব্যাংকারগণ কোন নির্ধারিত সময়ে কোন নির্দিষ্ট ঘরে বসে তাদের মধ্যে উদ্ভূত পারস্পরিক দেনাপাওনার নিষ্পত্তি করে নিত এবং তখন হতেই নিকাশ ঘর শব্দ দুটির যুগল ব্যবহার আরম্ভ হয়।[৩]

১৯ শতকের শেষ দিকে চেক ক্লিয়ারিংয়ের জন্য লন্ডনের লুববক ব্যাংক সর্বপ্রথম একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালু করে যেখানে লন্ডনের ব্যাংকগুলি একটি নির্দিষ্ট কক্ষ বা ঘরে মিলিত হয়ে আন্তঃব্যাংকিং দেনাপাওনা নিষ্পত্তি করতো। ১৮১৮ সালে যুক্তরাষ্ট্রের বস্টনে সাফলক ব্যাংক প্রথম নিকাশ ঘর চালু করে।[৪]

কার্যপ্রণালী সম্পাদনা

নিকাশ ঘরের মাধ্যমে সাধারণত গ্রাহকের পক্ষে ব্যাংক অন্য ব্যাংকের চেক নিষ্পত্তি করে। যখন কোন ব্যাংক গ্রাহক তার নামে ইস্যুকৃত অন্য কোন ব্যাংকের চেক তার নিজের ব্যাংকে জমা করে, তখন ব্যাংক গ্রাহকের হিসাবে উক্ত চেক জমা করে। পরবর্তীতে, ব্যাংক সেই চেক নিকাশ ঘরের মাধ্যমে ইস্যুকারি ব্যাংকের কাছ থেকে চেক উল্লেখিত নির্দিষ্ট অর্থ আদায় করে। চেক ইস্যুকারি ব্যাংক চেকের খুঁটিনাটি পরীক্ষা করে হিসাবধারীর হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সাপেক্ষে অর্থ পরিশোধ করে। তবে চেক সর্বদা পরিশোধ হয় না; হিসাবধারীর হিসাবে পর্যাপ্ত টাকা না থাকা, অর্থ পরিশোধ না করতে গ্রাহকের নির্দেশনা, নকল চেক বা চেকের পরিশোধের ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা পরিপালিত না হলে চেক প্রত্যাখ্যাত হয়।[৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ganti, Akhilesh (20 July 2021)। "Clearinghouse"Investopedia। সংগ্রহের তারিখ 01 November 2021  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১০ 
  3. Matthews, Philip W. (১৯২১)। The bankers' clearing house, what it is and what it does। Robarts - University of Toronto। London, Sir I. Pitman। 
  4. U.S. House of Representatives Banking and Currency Reform Hearings of the Subcommittee of the Committee on Banking and Currency, January 7, 1913, Part 1, Statements of A. Barton Hepburn, Victor Morawetz and Paul M. Warburg (1913) Washington, D.C.: Government Printing Office, p.388
  5. "Clearing House - Definition, Functions, and Importance"Corporate Finance Institute (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১০