কেন্দ্রীয় ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক (ইংরেজি: 'Central Bank', কখনো কখনো রিজার্ভ ব্যাংক (Reserve Bank), বা আর্থিক কর্তৃপক্ষ (Monetary Authority) নামেও পরিচিত) হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা কোন একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান।দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক।কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক। বাণিজ্যিক ব্যাংকের বিপরীত কর্মপদ্ধতি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটি একচেটীয়া প্রকৃতির প্রক্রিয়া অবলম্বন করে এবং দেশের জাতীয় মুদ্রা ছাপে।কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত মুদ্রাই দেশের'বিহিত মুদ্রা'।,[] যা সাধারণত দেশের আইনত: কার্যকলাপ হিসাবে পরিচালিত হয়।[][] কেন্দ্রীয় ব্যাংকের কাজ হল মুদ্রা তৈরি করা।বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে।

বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক
ব্যাংক অব ইংল্যান্ড, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bank of Canada। "$5 and $10 Bank Note Issue"। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৩ 
  2. Sullivan, arthur; Steven M. Sheffrin (২০০৩)। Economics: Principles in action। Upper Saddle River, New Jersey 07458: Prentice Hall। পৃষ্ঠা 254। আইএসবিএন 0-13-063085-3। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "central bank – Britannica Online Encyclopedia"britannica.com। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা