নারকেল মালায় পিতলের শিল্পকর্ম

নারকেল মালায় পিতলের শিল্পকর্ম হলো ভারতের কেরালার কারিগরদের নারকেলের খোলা ব্যবহার করে এক বিশেষ শিল্পকর্ম। নারকেল মালা সুন্দরভাবে খোদাই করে এবং পিতল দ্বারা সূচিকর্ম করে কাপ, ফুলদানি, নস্যদানি, বাদামের বাটি, পাউডার বাক্স এবং চামচ তৈরি করার নৈপুণ্য এটি। এই শিল্পে কারিগরদের দুর্দান্ত দক্ষতা প্রয়োজন কারণ খোলাটি অত্যন্ত শক্ত হয়।

ভৌগোলিক নিদর্শন রেজিস্ট্রি অনুসারে "কেরলের পিতল পণ্যে নারকেল শাঁসের কারুকাজ" এর লোগো

উৎপাদন কেন্দ্র সম্পাদনা

কেরালায় প্রধান উৎপাদন কেন্দ্রগুলি তিরুবনন্তপুরম এবং কালিকট জেলায় অবস্থিত।[১] যদিও গোয়া, তামিলনাড়ু, পণ্ডিচেরী, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গে নারকেল খোলার নৈপুণ্যের প্রচলন রয়েছে, তবে পিতলের সূচিকর্ম কেবল কেরালায় দেখা যায়।[২]

কম্বোডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মতো বিশ্বের অনেক দেশেই নারকেল খোলার শিল্পকলায় নৈপুণ্য প্রয়োগ করার প্রচলন রয়েছে।[২]

ভৌগোলিক নির্দেশকপ্রাপ্তি সম্পাদনা

হস্তশিল্প বিকাশ কমিশনার, ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের দায়েরকৃত একটি আবেদন অনুসারে, নারকেল মালা দিয়ে তৈরি জিনিসপত্রের "কেরালায় নারকেল মালায় পিতলের শিল্পকর্ম" কে ভৌগোলিক নির্দেশক (নিবন্ধকরণ এবং সুরক্ষা) আইন, ১৯৯৯ এর ১৩(১) অনুচ্ছেদের ২০ শ্রেণিতে নিবন্ধীকরণ করা হয়েছে, যা ৩০ নভেম্বর ২০১৫ থেকে কার্যকর হয়েছে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. A. Sreedhara Menon (২০০৮)। Cultural Heritage of Kerala। D C Books। পৃষ্ঠা 163। আইএসবিএন 9788126419036। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৬ 
  2. Debanjali Banerjee। "Coconut Shell Craft"Asia InCH Encyclopedia। Craft Revival Trust a not-for-profit NGO। ৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৬ 
  3. Government of India (৩০ নভেম্বর ২০১৫)। "Brass broidered coconut shell craft of Kerala - GI Application No. 517" (পিডিএফ): 89। ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১৬