নামা চান্দা

মাছের প্রজাতি

নামা চান্দা (বৈজ্ঞানিক নাম: Chanda nama) (ইংরেজি: Elongate glassy perchlet) হচ্ছে Ambassidae পরিবারের Chanda গণের একটি স্বাদুপানির মাছ

নামা চান্দা
Elongate glassy perchlet
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii
বর্গ: Perciformes
পরিবার: Ambassidae
গণ: Chanda
F. Hamilton, 1822
প্রজাতি: C. nama
দ্বিপদী নাম
Chanda nama
F. Hamilton, 1822

বর্ণনা সম্পাদনা

 
চাঁদা মাছ বা নামা চান্দা, পশ্চিমবঙ্গ, ভারত

বিস্তৃতি সম্পাদনা

এই মাছ বাংলাদেশ, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং ভারতে পাওয়া যায়। বাংলাদেশে বর্ষাকালে এ মাছ প্রচুর পাওয়া যায়।

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে এখনও আশংকাজনক বলে চিহ্নিত।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ওহাব, মোঃ আব্দুল (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২১৯। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)