নান্দেড় হলো ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি শহর। এটি রাজ্যের দশম বৃহত্তম শহর এবং ভারতের সত্তরতম জনবহুল শহর। এটি মারাঠওয়াড়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি নান্দেড় জেলার জেলা সদর।

নান্দেড়
নগর
উপর থেকে, বাম থেকে ডানে: স্বামী রামানন্দ তীর্থ মারাঠওয়াড়া ইউনিভার্সিটি, কালেশ্বর মন্দির, হাজুর সাহিব, ছত্রপতি শিবাজী মহারাজ ভাস্কর্য, আম্বেদকর ভাস্কর্য, স্বাধীন ভাস্কর্য এবং গোদাবরী নদী
ডাকনাম: নন্দীটাটা, নন্দীগ্রাম, কবিদের শহর, গুরুদুয়ারার শহর
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/India3" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র India3" দুটির একটিও বিদ্যমান নয়।
স্থানাঙ্ক: ১৯°০৯′ উত্তর ৭৭°১৮′ পূর্ব / ১৯.১৫° উত্তর ৭৭.৩০° পূর্ব / 19.15; 77.30
দেশ ভারত
রাজ্যমহারাষ্ট্র
বিভাগমারাঠওয়াড়া
জেলানান্দেদ জেলা
প্রতিষ্ঠাতানন্দ সাম্রাজ্য
নামকরণের কারণগুরুদ্বার
সরকার
 • ধরনমহানগর পালিকা
 • শাসকনান্দেদ-ওয়াগহালা মিউনিসিপাল কর্পোরেশন
 • মেয়রশূণ্য
 • মিউনিসিপাল কমিশনার
 • এমএলএ
 • নগর পুলিশ কমিশনার
আয়তন
 • মোট৬৩.২২ বর্গকিমি (২৪.৪১ বর্গমাইল)
উচ্চতা৩৬২ মিটার (১,১৮৮ ফুট)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৫,৫০,৪৩৯
 • ক্রম২য় (মারাঠওয়াড়া)
৭৯তম (ভারত)
 • জনঘনত্ব৮,৭০০/বর্গকিমি (২৩,০০০/বর্গমাইল)
বিশেষণনান্দেদকার
ভাষা
 • সরকারিমারাঠি
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
পিআইএন কোড৪৩১৬০১ হতে ৬০৬
টেলিফোন কোড০২৪৬২
আইএসও ৩১৬৬ কোডআইএন-এমএইচ
যানবাহন নিবন্ধনএমএইচ-২৬
স্থূল অভ্যন্তরীণ উৎপাদনআইএনআর ২১,২৫৭.০০ কোটি (২০১৩)[২]
মুম্বাই হতে দূরত্ব৫৭৫ কিলোমিটার (৩৫৭ মা) পূর্বে (ভূমিতে)
হায়দ্রাবাদ হতে দূরত্ব২৯৩ কিলোমিটার (১৮২ মা) উত্তর-পশ্চিম (ভূমিতে)
ঔরঙ্গাবাদ হতে দূরত্ব২৫৫ কিলোমিটার (১৫৮ মা) দক্ষিণ-পূর্ব (ভূমিতে)
ওয়েবসাইটwww.nanded.nic.in

শেষ শিখ গুরু গুরু গোবিন্দ সিং তার জীবনের শেষ দিনগুলি নান্দেড়ে কাটিয়েছিলেন এবং ১৭০৮ সালে এখানেই তার মৃত্যুর আগে পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে তার উত্তরাধিকারী হিসাবে মনোনিত করেন।[৩]

অবস্থান সম্পাদনা

নান্দেড় পশ্চিম-মধ্য ভারতের গোদাবরী নদীর তীরে অবস্থিত। নান্দেড় জেলার পশ্চিমে লাতুর জেলা, পারভানি জেলাহিঙ্গোলি জেলা; উত্তরে ইয়াভাতমাল জেলা; পূর্বে তেলেঙ্গানা রাজ্যের নিজামবাদ জেলা, কামারেডি জেলা, নির্মল জেলাআদিলাবাদ জেলা এবং দক্ষিণে কর্ণাটক রাজ্যের বিদার জেলা

নান্দেড়ের দুটি অংশ রয়েছে: ২০.৬২ বর্গকিলোমিটার (৭.৯৬ মা) আয়তনের পুরাতন নান্দেড় গোদাবরী নদীর উত্তর তীর দখল করে আছে; ৩১.১৪ বর্গকিলোমিটার (১২.০২ মা) আয়তনের নতুন নান্দেড় নদীর দক্ষিণের ওয়াঘালা এবং আশেপাশের এলাকাগুলিকে ঘিরে রয়েছে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nanded Waghala City Census 2011 data"। Indian Census 2011। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৫ 
  2. Records, knoema। "District Gross Domestic Product of Maharashtra 2011-12 to 2019-20" 
  3. "Nanded"maharashtra government। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগ সম্পাদনা