নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি
নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি।[১][২]
নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি | |
---|---|
সাধারণ তথ্য | |
ধরন | বাসস্থান |
অবস্থান | লাকসাম উপজেলা |
শহর | লাকসাম উপজেলা, কুমিল্লা জেলা |
দেশ | বাংলাদেশ |
খোলা হয়েছে | অজানা |
স্বত্বাধিকারী | ফয়জুন্নেসা চৌধুরানী |
কারিগরী বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
তলার সংখ্যা | দ্বিতল |
ইতিহাস
সম্পাদনাভারতবর্ষের একমাত্র মহিলা নবাব ফয়জুন্নেসা চৌধুরানী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি সভ্রান্ত এক মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বিয়ে করেন আরেক জমিদার গাজী চৌধুরীকে। কিন্তু পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আর ঐ বিবাহ বিচ্ছেদের সময় পাওয়া দেনমোহরের এক লক্ষ এক টাকা দিয়ে তিনি নিজে একটি বাড়ি তৈরি করেন। ঐসময় জমিদারীর প্রশিক্ষণ নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত সাফল্যের সাথে জমিদারী পরিচালনা করতে থাকেন। তার জমিদারীর আওতায় প্রায় হোমনাবাদ পরগণার বর্তমান সময়ের কুমিল্লা জেলার মোট ১৪টি মৌজা ছিল। ১৪টি মৌজাতে রাজস্ব আদায়ের জন্য ১৪টি কাছারিঘর ছিল। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী জমিদার। বিশেষ করে নারীদের শিক্ষার ক্ষেত্রে। তার জমিদারীর অধিকাংশ আয় এই নারী শিক্ষার পিছনে ব্যয় করতেন। তার এই সাহসী উদ্যোগ ও সাফল্যের কারণে তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়া তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে "নওয়াব" উপাধিতে ভূষিত করেন। যা পুরো ভারত উপমহাদেশে একমাত্র মহিলা হিসেবে তিনি এই উপাধি পান।[৩][৪][৫]
অবকাঠামো
সম্পাদনাএই জমিদার বাড়িটি ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। বাড়িটিতে একটি প্রবেশদ্বার, বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট্য ভবন, একটি কাছারিঘর, বাগানবাড়ি, মসজিদ ও কবরস্থান রয়েছে।[৬]
বর্তমান অবস্থা
সম্পাদনাকিছুদিন আগেও এই ঐতিহাসিক বাড়ি অযত্ন ও অবহেলার কারণে প্রায় নষ্ট হতে চলেছিল। ভবনের দেয়ালে শ্যাওলা ও গাছগাছালি জন্মাচ্ছিল এবং দেয়ালের আস্তর খসে পড়ে ইট দেখা যাচ্ছিল। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাড়িটির সংস্কার করেন।[৭][৮]
চিত্রশালা
সম্পাদনা-
নবাবের ঘরের দরজা
-
নবাব_ফয়জুন্নেসার কাঠের বিছানা
-
নবাব_ফয়জুন্নেসার ঘরের ঘড়ি
-
নবাব ফয়জুন্নেসার প্রাচীন সিরামিক ও লোহার রান্নাপাত্র
-
নবাব ফয়জুন্নেসার কবর
-
নবাব ফয়জুন্নেসার ঘরের ভিতর
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নওয়াব ফয়জুন্নেসার বাড়ির পলেস্তারা খসে পড়ছে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৯।
- ↑ "লাকসামে নওয়াব ফয়জুন্নেছার বাড়িতে উন্মুক্ত জাদুঘর"। দৈনিক নয়াদিগন্ত। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৯।
- ↑ "নওয়াব ফয়জুন্নেসার বাড়ি ধ্বংসের পথে"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৯।
- ↑ "নারী জাগরণের অগ্রদূত নওয়াব ফয়েজুন্নেসা চৌধুরানী"। দৈনিক সংগ্রাম। ২০২০-০৫-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৯।
- ↑ "নবাব ফয়জুন্নেছা চৌধুরানীএশিয়ার মহীয়সী নারী | মহিলা অঙ্গন"। archive1.ittefaq.com.bd। ২০১৯-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৯।
- ↑ "চৌধুরানী, নবাব ফয়জুন্নেসা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৯।
- ↑ "নওয়াব ফয়জুন্নেছার বাড়ি হবে উন্মুক্ত জাদুঘর"। সমকাল (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৯।
- ↑ "'কুমিল্লাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে' | banglatribune.com"। বাংলা ট্রিবিউন। ২০১৯-০৭-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-১৯।