নজদ সালতানাত
নজদ সালতানাত ছিল ইবনে সৌদ কর্তৃক রিয়াদ আমিরাতের রূপান্তরের পরবর্তী রাষ্ট্রব্যবস্থা। ১৯২১ সালে তিনি নিজেকে নজদ ও এর অধিকারভুক্ত অঞ্চলের সুলতান ঘোষণা করেন।[১] ১৯২৬ সালে নজদ সালতানাত বিজিত হেজাজ অঞ্চলে প্রসারিত হয়। ফলে নজদ ও হেজাজ রাজতন্ত্র নামে নতুন রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়। আবদুল আজিজ ইবনে সৌদ এর রাজা হন।
নজদ সালতানাত | |||||
سلطنة نجد Sulṭanat Najd | |||||
| |||||
বিংশ শতাব্দীর প্রথমভাগে আরব উপদ্বীপ। সর্ববৃহৎ বেগুনি-নীল রঙযুক্ত মধ্যভাগের এলাকা।
| |||||
রাজধানী | রিয়াদ | ||||
ভাষাসমূহ | আরবি ফার্সি উসমানীয় তুর্কি | ||||
ধর্ম | ইসলাম | ||||
সরকার | পূর্ণ রাজতন্ত্র | ||||
নজদের সুলতান | |||||
- | ১৯২১–১৯২৬ | ইবনে সৌদ | |||
ঐতিহাসিক যুগ | যুদ্ধকালীন সময় | ||||
- | সংস্থাপিত | ১৯২১ | |||
- | নজদ ও হেজাজ রাজতন্ত্র প্রতিষ্ঠা | ৮ জানুয়ারি ১৯২৬ | |||
সতর্কীকরণ: "মহাদেশের" জন্য উল্লিখিত মান সম্মত নয় |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Madawi Al-Rasheed. A History of Saudi Arabia. Cambridge, England, UK: Cambridge University Press, 2002. Pp. 63.