ধ্যান চাঁদ পুরস্কার

ধ্যান চাঁদ পুরস্কার (Dhyan Chand Award) ভারতের ক্রীড়া ক্ষেত্রে আজীবন কৃতিত্বের সর্বোচ্চ ক্রীড়া সম্মান ভারত সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রদান করা হয়।[১] এই পুরস্কার মহান ভারতীয় হকি খেলোয়াড় ধ্যানচাঁদের নামে নামকরণ করা হয়েছে। এই পুরস্কার ২০০২ সাল থেকে প্রবর্তন করা হয়।[১] এই পুরস্কারের সাথে নগদ ₹৫০০,০০০ টাকা, একটি মানপত্র এবং ধ্যান চাঁদ-এ হকি খেলতে থাকা একটা ট্রফি দেয়া হয়।

ধ্যান চাঁদ পুরস্কার
ধরনবেসামরিক
বিবরণভারতীয় ক্রীড়া জগতে জীবনভর অবদানের সর্বোচ্চ সম্মান
প্রথম পুরস্কৃত২০০২

পুরস্কার বিজয়ীদের তালিকা সম্পাদনা

ক্রমিক নং নাম সাল ক্রীড়াক্ষেত্র
১. অপর্ণা ঘোষ ২০০২ বাস্কেটবল
২. অশোক দেওয়ান ২০০২ হকি
৩. চাহুরাজ ব্রিজধার ২০০২ বক্সিং
৪. চার্লস কর্নেলিউস ২০০৩ হকি
৫. ধর্ম শিং মান ২০০৩ হকি
৬. অম প্রকাশ ২০০৩ ভলিবল
৭. রাম কুমার ২০০৩ বাস্কেটবল
৮. স্মিতা যাদব ২০০৩ রোয়িং
৯. হারদয়াল শিং ২০০৪ হকি
১০. লাভ শিং ২০০৪ এথলেটিক্স
১১. মেহেণ্ডেল পাশুরাম ২০০৪ এথলেটিক্স
১২. মনোজ কোঠারী ২০০৫ বিলিয়ার্ডস এবং স্নোকার
১৩. মারুটি মানে ২০০৫ মল্লযুদ্ধ
১৪. রাজিন্দার শিং ২০০৫ হকি
১৫. হারিশ্চন্দ্র ব্রিজধার ২০০৬ মল্লযুদ্ধ
১৬. নান্দী শিং ২০০৬ হকি
১৭. উদয় প্ৰভু ২০০৬ এথলেটিক্স
১৮. ৰাজেন্দ্ৰ শিং ২০০৭ মল্লযুদ্ধ
১৯. শ্বামশ্বের শিং ২০০৭ কাবাডী
২০. ভরিণ্ডার শিং ২০০৭ হকি
২১. গিয়ান শিং ২০০৮ মল্লযুদ্ধ
২২. হাকাম শিং ২০০৮ এথলেটিক্স
২৩. মুখবায়ন শিং ২০০৮ হকি
২৪. ঈশ্বর শিং দেউল ২০০৯ এথলেটিক্স
২৫. সাতবীর শিং দাহয়া ২০০৯ মল্লযুদ্ধ
২৬. সতিশ পিল্লাই ২০১০ এথলেটিক্স
২৭. অনিতা চানু ২০১০ ভারোত্তলন
২৮. কুলদ্বীপ শিং ২০১০ মল্লযুদ্ধ
২৯. শ্ববির আলী ২০১১ ফুটবল
৩০. সুশীল কোহলী ২০১১ সাঁতার
৩১. রাজকুমার বাইছলা ২০১১ মল্লযুদ্ধ
৩২. জাগরাজ শিং মান ২০১২ এথলেটিক্স
৩৩. গুনদীপ কুমার ২০১২ হকি
৩৪. বিনোদ কুমার ২০১২ মল্লযুদ্ধ
৩৫. সুখবীর শিং ২০১২ পারা-স্পোর্টস
৩৬. মেরী ডিছুজা চেকুবেইরা ২০১৩ এথলেটিক্স
৩৭. সৈয়দ আলী ২০১৩ হকি
৩৭. অনিল মান (জেষ্ঠ) ২০১৩ মল্লযুদ্ধ
৩৯. গীররাজ শিং ২০১৩ পারা-স্পোর্টস
৪০. গুরমাইল শিং ২০১৪ হকি
৪১. কে. পি. থাক্কার ২০১৪ সাঁতার
৪২. জীশান আলী ২০১৪ টেনিস
৪৩. রোমিও জেমস ২০১৫ হকি
৪৪. শিব প্রকাশ মিশ্র ২০১৫ টেনিস
৪৫. টি. পি. পি. নায়ার ২০১৫ ভলিবল
46. শংকর লক্ষ্মণ ২০১৬ হকি

তথ্যসূত্র সম্পাদনা