ধলাপাড়া জামে মসজিদ

ধলাপাড়া জামে মসজিদ (ধলাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নামেও পরিচিত) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় অবস্থিত একটি সাত গম্বুজ বিশিষ্ট মসজিদ। ১৯১৭ সালে স্থানীয় জমিদার ছমির উদ্দিন চৌধুরী মসজিদটি প্রতিষ্ঠা করেন।[১]

ধলাপাড়া জামে মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাটাঙ্গাইল জেলা
অবস্থান
অবস্থানধলাপাড়া, ঘাটাইল উপজেলা
স্থাপত্য
স্থাপত্য শৈলীমুঘল স্থাপত্য
প্রতিষ্ঠাতাছমির উদ্দিন চৌধুরী
প্রতিষ্ঠার তারিখ১৯১৭

অবস্থান ও অবকাঠামো সম্পাদনা

মসজিদটি ঘাটাইল উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরত্বে ধলাপাড়া বাজারের ধলাপাড়া চৌধুরীবাড়ীতে অবস্থিত।[২] মসজিদটির পূর্বপাশের ফলকের তথ্যানুসারে ১৩২৩ বঙ্গাব্দ বা ১৯১৭ সালে চৌধুরীবাড়ীর তৎকালীন জমিদার ছমির উদ্দিন চৌধুরী মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির মূল ভবনের উপরে তিনটি বড় গম্বুজ ও বারান্দার ছাদে আরো ছোট চারটিসহ মোট সাতটি গম্বুজ রয়েছে।[১]

মসজিদটির মূল ভবনের দৈর্ঘ্য ৬০ ফুট ও প্রস্থ ৪০ ফুট এবং বারান্দার দৈর্ঘ্য ৬০ ফুট ও প্রস্থ ৩০ ফুট।[৩] এতে একসাথে ৫০০ জন নামাজ পড়তে পারেন। মসজিদের মূল ভবন ও বারান্দায় লোহার খাঁজকাটা পাঁচটি করে দরজা রয়েছে।[৪] এটি নির্মাণে চুন, সুরকি ও সাদা সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এর পূর্ব পাশে রয়েছে সুউচ্চ মিনার। পুরো মসজিদ কমপ্লেক্সটি ২ একর ৫০ শতাংশ জায়গা নিয়ে প্রতিষ্ঠিত যার মধ্যে রয়েছে একটি পুকুর ও ঈদগাহ মাঠ।[৩]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "শতবর্ষে ধলাপাড়া জামে মসজিদ"মানবজমিন। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯ 
  2. "কালের সাক্ষী ঘাটাইলের ধলাপাড়া জামে মসজিদ"ভোরের কাগজ। ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯ 
  3. "ধলাপাড়া বাজার কেন্দ্রীয় (সাতগম্বুজ) জামে মসজিদ"ধলাপাড়া ইউনিয়ন। ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯ 
  4. "শত বছরের পুরনো ধলাপাড়া মসজিদ"কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৯