ধলঘাটা ইউনিয়ন

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি ইউনিয়ন

ধলঘাটা বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলার একটি ইউনিয়ন

ধলঘাটা
ইউনিয়ন
২নং ধলঘাটা ইউনিয়ন পরিষদ
ধলঘাটা চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ধলঘাটা
ধলঘাটা
ধলঘাটা বাংলাদেশ-এ অবস্থিত
ধলঘাটা
ধলঘাটা
বাংলাদেশে ধলঘাটা ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২১°৪০′২১″ উত্তর ৯১°৫২′১৮″ পূর্ব / ২১.৬৭২৫০° উত্তর ৯১.৮৭১৬৭° পূর্ব / 21.67250; 91.87167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
উপজেলামহেশখালী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানআহছান উল্লাহ বাচ্চু (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২২.৩০ বর্গকিমি (৮.৬১ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২০,০০০
 • জনঘনত্ব৯০০/বর্গকিমি (২,৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৫.৪০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭১০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

নামকরণ সম্পাদনা

আজ থেকে প্রায় ৩৫৪ বছর পূর্বে ১৬৫৯ সালে পর্যটন নগরীর কক্সবাজারের অত্যন্ত সস্ভাবনাময় নান্দনিক ইউনিয়ন ধলঘাটার দ্বীপটি প্রতিষ্ঠা লাভ করে। বঙ্গোপসাগরের উত্তাল মোহনা ও খরস্রোতা দক্ষিণ বঙ্গোপ সাগরের কুলে গড়ে ওঠা, কূহেলীর তীরে অবস্থিত এই উপকুল একটি প্রাচীন জনপদ। সমুদ্র-নদীর অপরূপ মিলন মেলায় মহাসৌন্দর্যে গড়া উঠা এই কূহেলীয়া নদী আর সেই কূহেলীয়া নদীর সাপমারার ডেইল ঘাটে একটি নৌকা নদীর বেলাভূমিতে আটকে গেলে তখনকার নাম করা বলী স্থানীয় ধলাবলী নিজে একা নৌকাটি বেলাভূমি থেকে নদীতে নামিয়ে ভাসিয়ে দেয় আর তখন থেকে এই ধলাবলীর নামানুরারে এই ইউনিয়নের নাম করণ করা হয় ধলঘাটা ইউনিয়ন। এ যেন এক উপত্যাক। কালের আবর্তে প্রকৃতির পরির্বতনের ফলে ধীরে ধীরে ভূখন্ডের আয়াতন বাড়তে থাকে,গডে উঠে বিরাট উপকুল। এখানকার নাম করা রমনী কূহেলীর নামের সাথে মহান আল্লাহর গড়া রূপালী নদীর নাম হচ্ছে কূহেলীয়া নদী। মানব সভ্যতার ক্রমো বিকাশের সাথে স্থানীয় ধলাবলীর নামানুসারে নামটি পরির্বতন জনপদের মানব মনে আসন করে নেয়। দক্ষিণ পশ্চিম বঙ্গোপ সাগরের কূল ঘেসে গড়ে উঠা এ ইউনিয়ন এ কাল চক্রের আর্বতে নামের অপভ্রংশ ধলঘাটা। [১]

আয়তন সম্পাদনা

ধলঘাটা ইউনিয়নের আয়তন ৫৫১১ একর (২২.৩০ বর্গ কিলোমিটার)।[২] এটি আয়তনের দিক থেকে কক্সবাজার জেলার সবচেয়ে ছোট ইউনিয়ন।[৩]

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ধলঘাটা ইউনিয়নের লোকসংখ্যা ২০,০০০ জন। এর মধ্যে পুরুষ ১১,৫৬৪ জন এবং মহিলা ৯,৪৩৬ জন।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

মহেশখালী উপজেলার উত্তর-পশ্চিমাংশে ধলঘাটা ইউনিয়নের অবস্থান। এটি উপজেলার মূল ভূখণ্ড থেকে আলাদা। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে মাতারবাড়ী ইউনিয়ন; পূর্বে কোহেলিয়া নদীকালারমারছড়া ইউনিয়ন এবং দক্ষিণে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

ধলঘাটা ইউনিয়ন মহেশখালী উপজেলার আওতাধীন ২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মহেশখালী থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।[১]

ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড উত্তর মুহুরীঘোনা, নাছির মোহাম্মদ ডেইল
২নং ওয়ার্ড পানির ছড়া, দক্ষিণ মুহুরীঘোনা
৩নং ওয়ার্ড হামিদখালী, বনজামিরাঘোনা
৪নং ওয়ার্ড শরইতলা
৫নং ওয়ার্ড সুতরিয়া, সিকদারপাড়া
৬নং ওয়ার্ড সুতরিয়া
৭নং ওয়ার্ড দক্ষিণ সুতরিয়া, খাতুরপাড়া, নাপিতপাড়া
৮নং ওয়ার্ড পণ্ডিতের ডেইল, বেগুনবুনিয়া
৯নং ওয়ার্ড সাপমারার ডেইল

[৪]

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

ধলঘাটা ইউনিয়নের সাক্ষরতার হার ৩৫.৪০%।[২] এ ইউনিয়নে ১টি আলিম মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ১টি কওমি মাদ্রাসা ও ৪টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাদ্রাসা

[৫]

মাধ্যমিক বিদ্যালয়

[৬]

প্রাথমিক বিদ্যালয়
  • মুহুরীঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • শরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সাপমারার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুতরিয়ার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

[৭]

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

ধলঘাটা ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল মহেশখালী-বদরখালী-ধলঘাটা সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম ট্যাক্সি বা রিক্সা। এছাড়া নৌপথেও এ ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা রয়েছে।

অর্থনীতি সম্পাদনা

অর্থনৈতিক ভাবে ধলঘাটা ততটা সমৃদ্ধ না হলেও এখানকার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে এ অঞ্চল অতি সম্ভাবনাপূর্ণ। বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত ধলঘাটার সমুদ্রে ১২ প্রকার চিংড়ি পাওয়া যায়। তাছাড়া, এই অঞ্চলে প্রচুর পরিমাণে লবণ উৎপাদিত হয়, যা দেশে লবণের চাহিদা মিটিয়ে বিদেশে ও রপ্তানি করতে সহায়তা করে।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

ধলঘাটা ইউনিয়নে ৪৬টি মসজিদ ও ১টি মন্দির রয়েছে।[১]

খাল ও নদী সম্পাদনা

ধলঘাটা ইউনিয়নের পূর্ব দিকে কোহেলিয়া নদী এবং দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর। এছাড়াও দক্ষিণের ভারতঘোনায় বাটামনি খাল, সাপমারার ডেইল গ্রামের উত্তরে উলাখালী ঘোনায় উলাখালী খাল এবং পশ্চিমে শরইতলা ঘোনায় নয়াখাল রয়েছে।[৮]

হাট-বাজার সম্পাদনা

ধলঘাটা ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল সুতরিয়া বাজার, সাপমারার ডেইল বাজার এবং মুহুরীঘোনা বাজার।[৯]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • শরইতলা সমুদ্র সৈকত
  • শরইতলা বেড়িবাঁধ
  • হাঁসের চর
  • ঝাউ বাগান
  • লবণের চাষ

[১০]

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: আহছান উল্লাহ বাচ্চু [১১]

পূর্বতন চেয়ারম্যানবৃন্দ সম্পাদনা

  • জনাব আবদুর রহিম চৌধুরী ১৯৫৯-১৯৬৪ইং[১২]
  • জনাব মোক্তার আহমদ চৌধুরী (প্রতিষ্টাতা চেয়ারম্যান) ১৯৭৩-১৯৭৭ইং
  • জনাব মোক্তার আহমদ চৌধুরী ১৯৭৭-১৯৮৩ইং
  • জনাব মৌলভী মকবুল আহমদ ১৯৮৩-১৯৮৮ইং
  • জনাব মৌলভী মকবুল আহমদ ১৯৮৮-১৯৯২
  • জনাব মোক্তার আহমদ চৌধুরী ১৯৯২-১৯৯৭ইং
  • জনাব জহিরুল ইসলাম ১৯৯৭-২০০২ইং
  • জনাব মৌ: মকবুল আহমদ ২০০২-২০১১ইং
  • জনাব আহছান উল্লাহ বাচ্চু ২০১১-২০১৬ ইং

জনাব আহছান উল্লাহ বাচ্চু ২০২৩ ইং

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে ধলঘাটা ইউনিয়ন - ধলঘাটা ইউনিয়ন - ধলঘাটা ইউনিয়ন"dhalghataup.coxsbazar.gov.bd। ৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  2. "মহেশখালী উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  3. https://web.archive.org/web/20151208044832/http://www.bbs.gov.bd/WebTestApplication/userfiles/Image/National%20Reports/Union%20Statistics.pdf
  4. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - ধলঘাটা ইউনিয়ন - ধলঘাটা ইউনিয়ন"dhalghataup.coxsbazar.gov.bd। ৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  5. "মাদ্রাসা - ধলঘাটা ইউনিয়ন - ধলঘাটা ইউনিয়ন"dhalghataup.coxsbazar.gov.bd। ৭ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  6. "মাধ্যমিকবিদ্যালয় - ধলঘাটা ইউনিয়ন - ধলঘাটা ইউনিয়ন"dhalghataup.coxsbazar.gov.bd 
  7. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41202&union=01[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "খাল ও নদী - ধলঘাটা ইউনিয়ন - ধলঘাটা ইউনিয়ন"dhalghataup.coxsbazar.gov.bd। ৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  9. "হাট বাজারের তালিকা - ধলঘাটা ইউনিয়ন - ধলঘাটা ইউনিয়ন"dhalghataup.coxsbazar.gov.bd। ৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  10. "দর্শনীয়স্থান - ধলঘাটা ইউনিয়ন - ধলঘাটা ইউনিয়ন"dhalghataup.coxsbazar.gov.bd। ৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  11. "কামরুল হাসান - ধলঘাটা ইউনিয়ন - ধলঘাটা ইউনিয়ন"dhalghataup.coxsbazar.gov.bd। ৩১ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৭ 
  12. টেমপ্লেট:Https://web.archive.org/web/20180407170612/http://dhalghataup.coxsbazar.gov.bd/site/page/a77549a3-2144-11e7-8f57-286ed488c766

বহিঃসংযোগ সম্পাদনা