দ্বিতীয় পুরুষ (চলচ্চিত্র)
দ্বিতীয় পুরুষ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি বাংলা ভাষার থ্রিলার চলচ্চিত্র। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এ চলচ্চিত্রটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত বাইশে শ্রাবণ চলচ্চিত্রের পরবর্তী ধাপ বা স্পিন অফ।[৩] ২৩ জানুয়ারি ২০২০ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়।[৪][৫]
দ্বিতীয় পুরুষ | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | সৃজিত মুখোপাধ্যায় |
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
রচয়িতা | সৃজিত মুখোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | পরমব্রত চট্টোপাধ্যায় রাইমা সেন ঋতব্রত মুখোপাধ্যায় অনির্বান ভট্টাচার্য |
সুরকার | অনুপম রায় |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
আয় | ৪ কোটি [১][২] |
২২ শে শ্রাবণের ঘটনার পর অভিজিৎ পাকড়াশী বেশ কলকাতা পুলিশ অফিসার বেশ আলোচিত একজন পুলিশ অফিসার, হঠাৎ এ শহরে একের পর এক বীভৎস খুন হচ্ছে, যেই খুনের প্যাটার্ন এর সাথে মিল পাওয়া যায় ২৫ বছর আগের কিছু খুনের ঘটনায়, একসময় শহরে আবির্ভাব ঘটে ২৫ বছর আগে হারিয়ে যাওয়া সিরিয়াল কিলার খোকার, কিন্তু শেষ পর্যন্ত সেই বীভৎস ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে ধরতে পারবে তো অভিজিৎ পাকড়াশী নাকি ঘটবে ভিন্ন কোন ঘটনা?
অভিনয়ে সম্পাদনা
- অভিজিৎ পাকড়াশী চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়
- অমৃতা মুখার্জী চরিত্রে রাইমা সেন[৬]
- আবীর চট্টোপাধ্যায় (অতিথি আবির্ভাব)
- খোকা চরিত্রে অনির্বান ভট্টাচার্য[৭]
- রজত চরিত্রে গৌরব চক্রবর্তী
- ঋতব্রত মুখোপাধ্যায়
- ঋদ্ধিমা ঘোষ
- বাবুল সুপ্রিয় (অতিথি আবির্ভাব)
- কমলেশ্বর মুখোপাধ্যার (অতিথি আবির্ভাব)
সঙ্গীত সম্পাদনা
দ্বিতীয় পুরুষ | |
---|---|
অনুপম রায় কর্তৃক সঙ্গীত | |
শব্দধারণের সময় | ২০১৯ |
ঘরানা | চলচ্চিত্রের গান |
ভাষা | বাংলা |
সঙ্গীত প্রকাশনী | এসভিএফ-মিউজিক |
বাইশে শ্রাবণ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়।
সংগীত তালিকা | |||
---|---|---|---|
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "যে কটা দিন (নতুনভাবে)" | অনুপম রায়, ইমান চক্রবর্তী | |
২. | "আবার ফিরে এলে" | অরিজিৎ সিং | |
৩. | "আমি আছি" | রূপম ইসলাম |
প্রযোজনা সম্পাদনা
নির্মাণ সম্পাদনা
বাইশে শ্রাবণের স্পিন অফ হিসেবে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এটা দ্বিতীয় কিস্তি বা সিক্যুয়াল না।[৮] ভেঙ্কটেশের প্রধান মাহেন্দ্র সোনি নতুন এই চলচ্চিত্রের সাফল্যর ব্যাপারে আশাবাদী।[৮]
বাইশে শ্রাবণের পরের ছবি হওয়ায় চলচ্চিত্রে কিছু পুরনো চরিত্রদের পাওয়া যাবে। প্রবীর রায়চৌধুরী ও নিবারণ চক্রবর্তীর মৃত্যু হয়েছিল আগের চলচ্চিত্রে, সেই হিসেবে চলচ্চিত্রে তারা আর ফিরবে না। নতুন চরিত্র হিসেবে অনির্বাণ ভট্টাচার্য গুরুত্বপূর্ণ চরিত্রে এসেছে।[৯]
দৃশ্যায়ন সম্পাদনা
১৭ অক্টোবর, ২০১৯ খ্রিস্টাব্দে কলকাতা শহরে দ্বিতীয় পুরুষ-এর দৃশ্যায়ন শুরু করে সৃজিত।[১০] পরবর্তীতে ১৫ ডিসেম্বর ২০১৯ সালে ২ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলার মুক্তি পায়। ট্রেলারের শুরুতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় কণ্ঠস্বর ছিল।[১১] এর পূর্বে মুক্তিপ্রাপ্ত টীজারে টিজারে বাইশে শ্রাবণের বিখ্যাত সংলাপ 'ফিরিবার পথ নাহি, দূর হতে দেখ চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়' বাক্যটি শোনা যায়।[১২]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ https://www.telegraphindia.com/entertainment/dwitiyo-purush-hitting-the-bo-jackpot/cid/1745244
- ↑ https://in.bookmyshow.com/movies/box-office/bhobishyoter-bhoot-box-office-collections/EG00068397
- ↑ "রহস্যের পরত সরিয়ে...এক্সক্লুসিভ লুক"। আনন্দবাজার পত্রিকা। ১৩ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ "Here's when camera will start rolling for 'Dwitiyo Purush' - Times of India"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৮।
- ↑ SpotboyE। "Baishe Srabon: Parambrata Is Excited For Srijit Mukherji's Next Film Dwitiyo Purush"। www.spotboye.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৮।
- ↑ "থ্রিলারে সৃজিত'ই মাস্টার, 'দ্বিতীয় পুরুষ' সেরেই সার্টিফিকেট রাইমার"। এই সময় পত্রিকা। ১৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ "বছরের শুরুতেই খোকার আবির্ভাব, সৃজিতের দ্বিতীয় পুরুষে তোলপাড় নেটপাড়া!"। এই সময় পত্রিকা। ১৫ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "২২শে শ্রাবণেই রহস্যের চৌকাঠ পেরোলেন সৃজিত, হাজির দ্বিতীয় পুরুষ!"। এই সময় পত্রিকা। ৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ "রহস্যে জমজমাট সৃজিতের 'দ্বিতীয় পুরুষ'"। ইন্ডিয়ান এক্সপ্রেস। ১৭ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ "সৃজিত-অনির্বাণ: ষষ্ঠবার"। এই সময় পত্রিকা। ১২ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;ট্রেলার
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "আসছে সৃজিতের দ্বিতীয় পুরুষ, রহস্য-রোমাঞ্চের প্রথম ঝলক!"। এই সময় পত্রিকা। ১৪ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২০।