ঋতব্রত মুখোপাধ্যায়
ঋতব্রত মুখোপাধ্যায় হলেন একজন ভারতীয় অভিনেতা,[২] যিনি মূলত বাংলা চলচ্চিত্র এবং মঞ্চে কাজের জন্য পরিচিত। তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন এবং দ্রুতই তাঁর অভিনয় দক্ষতার জন্য প্রশংসিত হন। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্র এবং ওয়েব ধারাবাহিকে তাঁর পরিপক্ব অভিনয় তাঁকে বাংলা বিনোদন জগতে একটি বিশেষ স্থান এনে দিয়েছে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ওপেন টি বায়োস্কোপ (২০১৫), জেনারেশন আমি (২০১৮) এবং গোয়েন্দা জুনিয়র (২০১৯)।
ঋতব্রত মুখোপাধ্যায় | |
---|---|
জন্ম | [১] | ১৩ অক্টোবর ১৯৯৯
জাতীয়তা | ভারতীয় |
শিক্ষা | কম্প্যারেটিভ লিটারেচার |
মাতৃশিক্ষায়তন | যাদবপুর বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১২ - বর্তমান |
পিতা-মাতা |
|
কর্মজীবন
সম্পাদনা২০১২ সালে সুজয় ঘোষ পরিচালিত কাহানি সিনেমায় একটি ছোট্ট ভূমিকায় অভিনয়ে ঋতব্রতের অভিনয় জীবন শুরু হয়েছিলো।[৩][৪][৫] তার পরবর্তী চলচ্চিত্র ছিল অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পরিচালনায় ওপেন টি বায়োস্কোপ। দুর্গা সহায় এবং দ্য ওয়াটারফল ছোট ছবিটিতেও ঋতব্রত কেঁদ্রগত চরিত্রে অভিনয় করেছিল।[৬]
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০১২ | কাহানি | বিষ্ণু | সুজয় ঘোষ | বিশেষ উপস্থিতি |
২০১৫ | ওপেন টি বায়োস্কোপ | কচুয়া | অনিন্দ্য চট্টোপাধ্যায় | অভিষিক্ত চলচ্চিত্র |
২০১৭ | দুর্গা সহায় | ভৃগু | অরিন্দম শীল | |
২০১৮ | রংবেরঙের কড়ি | জোগা | রঞ্জন ঘোষ | |
পর্ণমোচী | আনোল | কৌশিক কর | ||
কিশোর কুমার জুনিয়র | ঋষি ঘোষ | কৌশিক গাঙ্গুলি | ||
জেনারেশন আমি | অপু | মৈনাক ভৌমিক | ||
২০১৯ | গোয়েন্দা জুনিয়র | বিক্রম | মৈনাক ভৌমিক | |
ঘরে বাইরে আজ | অমূল্য দত্ত | অপর্ণা সেন | ||
২০২০ | দ্বিতীয় পুরুষ | খোকা | সৃজিত মুখার্জি | |
রক্ত রহস্য | বাবাই | সৌকর্য ঘোষাল | ||
২০২৩ | প্রজাপতি | সুখেন | সুব্রত সেন | |
২০২৪ | বিজয়ার পরে | - | অভিজিৎ শ্রীদাস | |
সাদা রঙের পৃথিবী | রাজর্ষি দে | |||
তিলোত্তমা | সৌম্যজিৎ আদক | |||
হেমন্তের অপরাহ্ন | অশোক বিশ্বনাথন | |||
আবার আসিব ফিরে | প্রদ্যুত | দেবপ্রতিম দাশগুপ্ত | ||
আসন্ন | নীতি শাস্ত্র | টিবিএ | অরুণাভা খাসনবীস | |
রবীন্দ্র কাব্য রহস্য | টিবিএ | সায়ন্তন ঘোষাল | ||
বিচ্ছুরণ | নিখিল সেন | শাশ্বত মুখার্জি |
শর্ট ফিল্ম এবং ওয়েব সিরিজ
সম্পাদনাবছর | শিরোনাম | পরিচালক | প্ল্যাটফর্ম | বিন্যাস |
---|---|---|---|---|
২০১৭ | বাম্পার | ঋতব্রত মুখোপাধ্যায় | শর্ট ফিল্ম (পরিচালক হিসেবে) | |
২০১৮ | জলপ্রপাত | লিপিকা সিং দারাই | শর্ট ফিল্ম | |
২০১৯ | গুপি গায়েন | রাজদীপ ঘোষ | জি বাংলা সিনেমা | জি বাংলা সিনেমা অরিজিনালস |
২০২০ | উৎসবের পরে | অভিনন্দন দত্ত | আড্ডাটাইমস | ওয়েব সিরিজ |
২০২১ | বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড | শুভঙ্কর পাল | হইচই | ওয়েব সিরিজ |
একটা মিডনাইট টেম্পেস্ট | অবন্তী চক্রবর্তী | শর্ট ফিল্ম | ||
বোধন | সায়ান বসু চৌধুরী | ক্লিক | শর্ট ফিল্ম | |
২০২২ | শুভ ভালোবাসা দিবস | অভিনন্দন দত্ত | প্ল্যাটফর্ম ৮ | ওয়েব অরিজিনাল ফিল্ম |
২০২৩ | সাবাশ ফেলুদা | অরিন্দম শীল | জি৫ | ওয়েব সিরিজ |
২০২৪ | দাদুর কীর্তি | রাহুল মুখার্জি | হইচই | ওয়েব সিরিজ |
থিয়েটার
সম্পাদনাবছর | শিরোনাম | পরিচালক |
---|---|---|
২০১৯ | আর্কিমিডিস এর মৃত্যু | চন্দন সেন |
অপবিত্র | চন্দন সেন | |
২০২০ | অমি বা আমরা | শান্তিলাল মুখোপাধ্যায় |
যুগনায়ক | চন্দন সেন | |
২০২১ | দেশর নামে | ঋতব্রত মুখোপাধ্যায় |
দারোগা হল ম্যানেজার | শান্তিলাল মুখোপাধ্যায় | |
২০২৩ | দিল্লী চলো | চন্দন সেন |
পুরস্কার এবং মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | শ্রেণী | ফিল্ম | ফলাফল |
---|---|---|---|---|
২০১৮ | তেলেঙ্গানা বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-আয়না | সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) | রংবেরঙের কড়ি | বিজয়ী |
২০১৯ | পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার | মোস্ট প্রতিশ্রুতিশীল অভিনেতা | জেনারেশন আমি | বিজয়ী |
আহান আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল | সেরা পরিচালক | বাম্পার | বিজয়ী | |
২০২২ | ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব | পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা (পুরুষ) | দ্বিতীয় পুরুষ | মনোনীত |
বেঙ্গল অনার অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড | সেরা অভিনেতা | হ্যেপি ভ্যালেন্টাইন ডে | বিজয়ী |
ব্যক্তিগত জীবন
সম্পাদনামুখোপাধ্যায়ের বাবা শান্তিলাল মুখোপাধ্যায়ও বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের একজন অভিনেতা।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rwitobroto Mukherjee turns 20! | Entertainment - Times of India Videos"। timesofindia.indiatimes.com (ইংরেজি ভাষায়)। ১৫ অক্টোবর ২০১৯।
- ↑ "ঋদ্ধিকে আমি হিংসে করি"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।
- ↑ "কহানি'র লাস্ট শটের পর বিদ্যা বালন জড়িয়ে ধরেছিলেন"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।
- ↑ ক খ "কাহানির সেই গরম জলের কেটলি নিয়ে ঘোরা ছেলেটিকে মনে আছে? সে এখন চিত্র পরিচালক!"। ABP Live। ১৩ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।
- ↑ "Kahaani boy to make short film, Open Tee gang part of cast!"। The Times of India। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।
- ↑ "ঋদ্ধিকে আমি হিংসে করি"। anandabazar.com। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৮।