দৌলতপুর ইউনিয়ন, বানিয়াচং
দৌলতপুর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার একটি ইউনিয়ন।[১][২]
দৌলতপুর | |
---|---|
ইউনিয়ন | |
৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে দৌলতপুর ইউনিয়ন, বানিয়াচংয়ের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৯′৩৩.৯৯৮″ উত্তর ৯১°২২′০.৯৯৮″ পূর্ব / ২৪.৬৫৯৪৪৩৮৯° উত্তর ৯১.৩৬৬৯৪৩৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | হবিগঞ্জ জেলা |
উপজেলা | বানিয়াচং উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মন্জু কুমার দাস |
আয়তন | |
• মোট | ২,৭৫৮ হেক্টর (৬,৮১৬ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৩০,২০৪ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৭.২৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৩৬ ১১ ৩৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাবানিয়াচং উপজেলা হতে ২৫ কিলোমিটার উত্তরে দৌলতপুর ইউনিয়ন অবস্থিত। দৌলতপুর ইউনিয়ন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার উত্তর দিকে অবস্থিত একটি ইউনিয়ন। দৌলতপুর ইউনিয়নের উত্তরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ০৯নং কুলঞ্জ ইউনিয়ন এবং শাল্লা উপজেলার ০২নং হবিবপুর ইউনিয়ন, পূর্বে ৬ং কাগাপাশা ইউনিয়ন ও নবীগঞ্জ উপজেলার ০১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন, পশ্চিমে আজমিরীগঞ্জ উপজেলার ০২নং বদলপুর ইউনিয়ন, এবং দক্ষিণে ০৬নং কাগাপাশা ইউনিয়ন ও আজমিরীগঞ্জ উপজেলার ০২নং বদলপুর ইউনিয়ন অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাহবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রত্যন্ত হাওর অঞ্চলের একটি গ্রাম দৌলতপুর। হবিগঞ্জ শহর থেকে প্রায় ৫০ কি.মি. দূরে অবস্থিত গ্রামের অধিকাংশ পরিবারই এক সময় অসচ্ছল ছিল।
ব্রিটিশ শাসনামলে আনুমানিক ১৯৪৩ সালে প্রথম হবিগঞ্জ মহকুমার অধীনে ১৬ টি গ্রাম নিয়ে দৌলতপুর ইউনিয়ন গঠিত হয়। ঐ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রাম প্রেসিডেন্ট বলা হতো। ১৯৫০ সালে পাকিস্তান শাসনামলে গ্রাম প্রেসিডেন্ট এর পদকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদবী ঘোষনা করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পরবর্তী সময়ে ডা. ঋতুমোহন দাশ, আলহাজ্ব আয়ূব আলী, শেখ আব্দুল হাই, আব্দুল মুনিম, আবু তাহের, মনজু কুমার দাশ, লুৎফুর রহমান, বর্তমানে মনজু কুমার দাশ পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেন।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাগ্রাম সমূহ:
দৌলতপুর, চন্ডীপুর, দমারগাঁও, শাখাইতি, নোয়াগাঁও, ইছিপুর, আলতাবপুর, হিলালনগর, তেলঘড়ি, কালীপুর, কাদিরগঞ্জ, মুরাদপুর, উমরপুর, আড়িয়ামুগুর, করচা, কবিরপুর, রতনপুর, আনন্দপুর, নল্লা।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন– ২৭.৬১ বর্গ কিঃ মিঃ। জনসংখ্যা– ৩১,৪৯৮ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ১০০%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান
- সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৭১টি
- উচ্চ বিদ্যালয়- ৩০ টি
- মাদ্রাসা- ৭টি
- কলেজ- ২টি
দর্শনীয় স্থান
সম্পাদনাকুশিয়ারা নদী
ঐতিহ্যবাহী মার্কুলী বাজার
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান- মঞ্জু কুমার দাস
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দৌলতপুর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩০ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "বানিয়াচং উপজেলা"। বাংলাপিডিয়া। ৮ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনাক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ ডাঃ ঋতু মোহন দাস এমবিবিএস | ||
০২ জনাব আলহাজ্ব আয়ুব আলী | ||
০৩ জনাব আব্দুল হাই | ||
০৪ জনাব আব্দুল হাই | ||
০৫ জনাব আব্দুল মুনিম | ||
০৬ জনাব আব্দুল হাই | ||
০৭ জনাব মোঃ আবু তাহের | ||
০৮ জনাব আব্দুল হাই | ||
০৯ মঞ্জু কুমার দাস | ||
১০ মোঃ লুৎফুর রহমান | ||
১১ মঞ্জু কুমার দাস |
বানিয়াচং থানা |
|
---|
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |