দোমেনিকো বেরার্দি

ইতালীয় ফুটবলার

দোমেনিকো বেরার্দি (ইতালীয়: Domenico Berardi, ইতালীয় উচ্চারণ: [doˈmeːniko beˈrardi];[২][৩] জন্ম: ১ আগস্ট ১৯৯৪) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব সাসসুওলো এবং ইতালি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

দোমেনিকো বেরার্দি
২০২১ সালে বেরার্দি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম দোমেনিকো বেরার্দি
জন্ম (1994-08-01) ১ আগস্ট ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান কারিয়াতি, ইতালি
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সাসসুওলো
জার্সি নম্বর ২৫
যুব পর্যায়
২০০৮–২০১০ কোজেনৎসা
২০১০–২০১২ সাসসুওলো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২– সাসসুওলো ২৭২ (৯৬)
জাতীয় দল
২০১২–২০১৩ ইতালি অনূর্ধ্ব-১৯ (১)
২০১৪–২০১৭ ইতালি অনূর্ধ্ব-২১ ২৩ (৪)
২০১৮– ইতালি ১০ (৪)
অর্জন ও সম্মাননা
ফুটবল (পুরুষ)
 ইতালি-এর প্রতিনিধিত্বকারী
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
বিজয়ী ২০২০
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৮:১৯, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:১৯, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১২ সালে, বেরার্দি ইতালি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৬ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১০ ম্যাচে ৪টি গোল করেছেন।

ব্যক্তিগতভাবে, বেরার্দি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৩ সেরিয়ে বি বর্ষসেরা ফুটবলার এবং ২০১৫ সালে ব্রাভো পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, বেরার্দি এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন, যা সাসসুওলোর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

দোমেনিকো বেরার্দি ১৯৯৪ সালের ১লা আগস্ট তারিখে ইতালির কারিয়াতিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Statistiche Giocatori"। Sassuolocalcio.it। ২০১৪-১০-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০২ 
  2. See Domenico ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ জুলাই ২০২০ তারিখে and Berardi ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ জুলাই ২০২০ তারিখে in Dizionario d'ortografia e di pronunzia
  3. Luciano Canepari। "Berardi"DiPI Online (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা