দোজখের ওম
দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াস রচিত বাংলা ছোটগল্প সংকলন, এটি ১৯৮৯ সালে ঢাকার প্রতীক প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়। সংকলনে চারটি গল্প সংকলিত হয়েছে, যেগুলি হল: কীটনাশকের কীর্তি, যুগলবন্দি, অপঘাত এবং দোজকের ওম।[১]
লেখক | আখতারুজ্জামান ইলিয়াস |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরন | ছোটগল্প সংকলন |
প্রকাশক | প্রতীক প্রকাশনা সংস্থা |
প্রকাশনার তারিখ | ১ ফেব্রুয়ারি ১৯৮৯ |
মিডিয়া ধরন | ছাপা (শক্তমলাট) |
পৃষ্ঠাসংখ্যা | ১১৮ (প্রথম সংস্করণ) |
আইএসবিএন | ৯৮৪৪৪৬০৩৫২ প্রতীক প্রকাশনা সংস্থা সংস্করণ |
ওসিএলসি | ১৯৮৮৫৩৩২ |
এলসি শ্রেণী | MLCSA 89/00336 (P) |
পূর্ববর্তী বই | দুধভাতে উৎপাত (১৯৮৫) |
পরবর্তী বই | জাল স্বপ্ন, স্বপ্নের জাল (১৯৯৭) |
গল্পসমূহ
সম্পাদনাকীটনাশকের কীর্তি
সম্পাদনাঅহিমুন্নেসা নামের গ্রামের একটি বালিকার মৃত্যুকে কেন্দ্র করে গল্পের কাহিনী। এই মৃত্যুর মাধ্যমে শোষক শ্রেণির শোষণচিত্র দেখানো হয়েছে এই গল্পে।[২] অহিমুন্নেসার ভাই রমিজালী বোনের বিষপানে আত্মহত্যার খবর শুনে বিষাদগ্রস্ত হয়ে জ্ঞানহারা কার্যকলাপ করতে থাকে। আপনজন হারানোর মর্মযন্ত্রণায় চিত্র উঠে এসেছে এই গল্পে।[১] সে ঢাকার এক বিত্তবান ব্যক্তির বাসায় কাজ করে। বোনের আত্মহত্যার খবর পেয়ে নিজের বাড়িতে যাবার সিদ্ধান্ত নেবার পরও রমিজ মালিকের কাছে তার সে কথা বলতে ব্যর্থ হয়।[২]
যুগলবন্দি
সম্পাদনাঅভাবের কারণে কিভাবে ধনী মালিককে ঠকিয়ে ও একই সাথে কিভাবে সমৃদ্ধির স্থান কিছু মানুষ অবলিলায় আত্মসাৎ করে নেয় তাই এ গল্পের উপজীব্য।
অপঘাত
সম্পাদনাএক যোদ্ধা ছেলের মৃত্যু সংবাদে শোকার্ত বুলুর বাবার কাছে তার ছেলের মৃত্যু নিছক অপঘাত হয়ে উঠে।
দোজখের ওম
সম্পাদনাএটি এই গল্পগ্রন্থের নামগল্প।[১] পুরান ঢাকা আর সেখানকার মানুষের জীবনচিত্রের স্পষ্ট বয়ান রয়েছে এই গল্পে।[৩] দীর্ঘদিন ধরে রোগগ্রস্ত শয্যাশায়ী বৃদ্ধ কামালউদ্দিনের যন্ত্রণাময় করুণ আর্তি ও অসহনীয় জ্বালা যন্ত্রণার স্বরূপ এটি। পেশায় কামালউদ্দিন ছিল একজন দর্জি। তার ছোট ছেলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হন। জীবনের পাওয়া না পাওয়ার হিসাবে মৃত্যু শয্যায় তার মন নাড়া দিতে থাকে।[২] সমালোচকের মতে, ইহকাল এবং পরকালের মধ্যে যে সূক্ষ্ম মিল-অমিলের অস্তিত্ব লুকিয়ে থাকে তা শৈল্পিকভাবে এ গল্পে উঠে এসেছে।[৪][৫][৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "দোজখের ওম আখতারুজ্জামান ইলিয়াস"। কালের খেয়া। দৈনিক সমকাল। ১৯ আগস্ট ২০২২। ৯ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ ক খ গ উল্লাহ, মেহেদী (৪ জানুয়ারি ২০১৬)। "ইলিয়াসের গল্প: আড়মোড় ভেঙে সব মধ্যবিত্ত জাগে"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৪ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ মুনিম, রিফাত (১৬ জুন ২০২২)। "Dhaka and Akhtaruzzaman Elias"। ঢাকা ট্রিবিউন। ৩১ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ রণি, রফিকুজ্জামান (৪ জানুয়ারি ২০১৭)। "দোজখের ওম কিংবা ইলিয়াসের দীর্ঘশ্বাস"। বাংলা ট্রিবিউন। ৯ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ ইশতিয়াক, আহমেদ (১২ ফেব্রুয়ারি ২০২৩)। "আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্প"। সারাবাংলা। ৬ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
- ↑ ইশতিয়াক, আহমেদ (৩ মে ২০২২)। "আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পে ভাষারীতি ও সমাজ বাস্তবতা"। সারাবাংলা। ৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩।
বহি:সংযোগ
সম্পাদনা- গ্রন্থাগারে (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগ) দোজখের ওম
- গুডরিড্সে দোজখের ওম