দেবীনগর ইউনিয়ন
দেবীনগর ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
দেবীনগর | |
---|---|
ইউনিয়ন | |
দেবীনগর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে দেবীনগর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৩৬′৩″ উত্তর ৮৮°১৬′১″ পূর্ব / ২৪.৬০০৮৩° উত্তর ৮৮.২৬৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | চাঁপাইনবাবগঞ্জ জেলা |
উপজেলা | চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও সীমানা
সম্পাদনাইতিহাস
সম্পাদনা- দেবীনগর চরাঞ্চলের স্কুলের_ইতিহাস: আলোকায়নের শুরু
. দেবীনগর চরাঞ্চলের প্রথম স্কুল ছিল সাবেক দেবীনগর ইউনিয়নে। সেটি ছিল বর্তমানের বাগানপাড়া গ্রামে। এখানে তৎকালিন সরকারের রাজস্ব আদায়ের জন্য কাচারি ঘর ছিল। জমি সংক্রান্ত সকল কার্যক্রম এই কাচারি ঘর থেকেই হত। বর্তমানের এই কাচারি ঘর ইসলামপুর ইউনিয়নে অবস্থিত। . পরে নদী ভাংগনের কারণে সাবেক দেবীনগর ইউনিয়ন ভেংগে যায়। পরবর্তীতে #মোমিনটোলা গ্রামে একটি প্রাথমিক স্কুল এবং #আহমদ_আলী_বিশ্বাসের টোলায় একটি প্রাথমিক স্কুল প্রতিষ্ঠিত হয়। মোমিন টোলার স্কুলে জ্যেষ্ঠতম শিক্ষক ছিলেন #যোগেন্দ্র পন্ডিত এবং আহমদ আলী বিশ্বাসের টোলার স্কুলে জ্যেষ্ঠতম শিক্ষক ছিলেন #পাতানি_হাজি_পন্ডিত। ধুলাউড়ির মাদ্রাসাটি কিছুদিন শিক্ষকের অভাবে বন্ধ ছিল। সে সময় আহমদ আলী বিশ্বাসের টোলার প্রাথমিক স্কুলটি ধুলাউড়িতে আনা হয়। এই স্কুলের প্রথম সভাপতি ছিলেন আনিসুর রহমান বিশ্বাস এবং সেক্রেটারি ছিলেন সোলেমান মন্ডল, যিনি ছিলেন কশিমুদ্দিন স্যারের পিতা। . মূলত মাদ্রাসার একটি ঘর এবং সোলেমান মন্ডলের একটি বৈঠকখানায় প্রথম স্কুলটি চালু করা হয়। .
প্রথম দিকে ছিল এটি প্রাথমিক স্কুল। চতুর্থ শ্রেণি পর্যন্ত এতে পাঠদান করা হত। সে সময় দ্বিতীয় ও চতুর্থ শ্রেণিতে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হত। #হাজী_পাতানি_পন্ডিত ছিলেন সে সময় প্রাথমিক স্কুলের জ্যেষ্ঠতম শিক্ষক। তাঁর হাত ধরেই অন্যান্য পন্ডিতদের শিক্ষার হাতেখড়ি হয়েছিল।
পঞ্চম ও ষষ্ঠ শ্রেণি নিয়ে জুনিয়র মাদ্রাসা। পরে ক্লাস এইট পর্যন্ত জুনিয়র স্কুল করা হয়। আর, পঞ্চম শ্রেণিকে পাকিস্তান আমলে প্রাথমিকের অন্তর্ভুক্ত করা হয়। .#দেবীনগরের_অতীত_রাজনৈতিক_ইতিহাস:
- প্রেসিডেন্ট প্রথা। বর্তমানে চেয়ারম্যান শব্দের পরিবর্তে প্রেসিডেন্ট বলা হত।
- দেবীনগর ইউনিয়ন ছিল ৩টি ওয়ার্ড নিয়ে গঠিত। ইসলামপুর, আলাতুলি ও দেবীনগর এই ৩টি ওয়ার্ড ছিল। ১নং ওয়ার্ড ছিল ইসলামপুর, ২নং ওয়ার্ড ছিল দেবীনগর এবং ৩ নং ছিল আলাতুলি ওয়ার্ড।
- সে সময় (পাকিস্তান পিরিয়ডে) চেয়ারম্যানদের পদবী ছিল #প্রেসিডেন্ট। সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন বোর্ডপাড়ার আব্দুর রহমান বিশ্বাস। তার আগে ছিলেন আনিসুর রহমান বিশ্বাস। তিনি দীর্ঘ ১২ বছর প্রেসিডেন্ট ছিলেন। এরপরই আসে স্বাধীন দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিস্টেম।
- চরাঞ্চলের_অতীত_স্বাস্থ্যসেবার_ইতিহাস
দেবীনগরের তথা চরাঞ্চলের চিকিৎসা ব্যবস্থা নিয়ে বলেছেন জনাব মো শাহজাহান বিশ্বাস। কেমন ছিল চিকিৎসা ব্যবস্থা, কারা ছিলেন ডাক্তার, চিকিৎসার অভাবে কি সমস্যার সম্মুখীন হত মানুষরা। বর্তমান প্রজন্মের অজানা অনেক তথ্য উঠে এসেছে এই সাক্ষাতকারে।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন
১৬ বর্গমাইল
ইউনিয়নের মোট জনসংখ্যা:-২৪৪৬৪জন।
(ক) পুরুষ:-১২৪৫৪জন।
(খ) মহিলা:-১২০১০জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার :
শিক্ষা প্রতিষ্ঠান
ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান মোট:-৩১টি
(ক) কলেজ:-০১টি
(খ) উচ্চ বিদ্যালয়:-০২টি
(গ) প্রাঃ বিদ্যালয়:-০৫টি
(ঘ) বেঃ প্রাঃ বিদ্যালয়:-১৭টি
(ঙ) উচ্চ বালিকা বিদ্যালয়:-১টি
(চ) মাদ্রাসা:-
(১) দাখিল মাদ্রাসা:-২টি
(২) হাফেজিয়া মাদ্রাসা:-১টি
(৩) ইসলামীয়া মাদ্রাসা:-৩টি
দর্শনীয় স্থান
সম্পাদনা১/ মহানন্দা ও পদ্মা নদী। যেখানে আপনি প্রকৃতির সতেজ নিশ্বাস নিতে পারবেন।
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান-
১।মোঃহাফিজুর রহমান
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দেবীনগর ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২০।
- ↑ "চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |