দেবীডুবা ইউনিয়ন
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন
দেবীডুবা ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার একটি ইউনিয়ন।
দেবীডুবা | |
---|---|
ইউনিয়ন | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | পঞ্চগড় জেলা |
উপজেলা | দেবীগঞ্জ উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
অবস্থান ও আয়তন সম্পাদনা
৭,৯৩৪ একর আয়তনের দেবীডুবা ইউনিয়নটি রংপুর বিভাগের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত।[১] দেবীগঞ্জ উপজেলা ১০টি ইউনিয়ন মধ্যে এটি ৯ নং দেবীডুবা ইউনিয়ন হিসাবে পরিচিত। এর পূর্বে দেবীগঞ্জ সদর, পশ্চিমে পামুলী ইউনিয়ন, উত্তরে টেপ্রীগঞ্জ ইউনিয়ন এবং দক্ষিণে সুন্দরদীঘি ইউনিয়ন।[১]
জনসংখ্যা উপাত্ত সম্পাদনা
পুরুষ- ১২১৫৯ জন + মহিলা- ১১০৯২জন =এই জেলার মোট লোকসংখ্যা ২৩২৫১ জন; এর মধ্যে পুরুষ ১২১৫৯ জন এবং মহিলা ১১০৯২জন।[১]
ইউনিয়ন পরিষদ সম্পাদনা
এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হলেন, পরেশ চন্দ্র রায় প্রধান। তিনি চেয়ারম্যানের দায়িত্ব গ্ৰহণ করেন, ২৪-০২-২০২২ ।
আরো দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ গ "জাতীয় তথ্য বাতায়ন"। ২৪ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৫।
বহিঃসংযোগ সম্পাদনা
- দেবীডুবা ইউনিয়ন - জাতীয় তথ্য বাতায়ন।