দুঃশলা
মহাভারতের চরিত্র
নিম্নলিখিত নিবন্ধটির বর্তমানে "অন্য ভাষা" থেকে বাংলায় অনুবাদের কাজ চলছে। দয়া করে এটি অনুবাদ করে আমাদেরকে সহায়তা করুন। যদি অনুবাদ করা শেষ হয়ে থাকে তাহলে এই নোটিশটি সরিয়ে নিন। |
দুঃশলা (সংস্কৃত: दुश्शल) হস্তিনাপুরের রাজকন্যা এবং হিন্দু মহাকাব্য মহাভারতের রাজা ধৃতরাষ্ট্র ও রাণী গান্ধারীর একমাত্র কন্যা। এছাড়াও তিনি দুর্যোধন ও অপর কৌরবদের একমাত্র বোন। [১] তিনি তার কৌরব ভাই এবং তার পৈতৃক সৎ ভাই যুযুৎসু এর জন্মের পরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সিন্ধুর রাজা জয়দ্রথকে বিবাহ করেছেন, যিনি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের হাতে নিহত হন। দুঃশলার পুত্রের নাম সুরথ এবং মেয়ের নাম ছিল রোশনি। [২][৩]
দুঃশলা | |
---|---|
![]() অঙ্কিত দুঃশলার রঙিন চিত্র | |
পরিবার | গান্ধারী ও ধৃতরাষ্ট্র (পিতামাতা) দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ এবং অন্যান্য ৯৭ ভাই যুযুৎসু (সৎ ভাই) |
দাম্পত্য সঙ্গী | জয়দ্রথ |
সন্তান | সুরথ (পুত্র) |
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ www.wisdomlib.org (২০১৭-০৬-২৮)। "Dushshala, Duśśalā, Duśśala: 3 definitions"। www.wisdomlib.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১১-২৯।
- ↑ Mani 1975, পৃ. 263।
- ↑ "Unveiling the secret of Duhsala, the only sister of 100 Kaurava Brothers"। Detechter। ২০১৭-১০-২৪। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৬।