দীনেশ দেববর্মা (১৯১৮, সালেমা - ২৮ নভেম্বর ২০০৭, আগরতলা) [১] ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের একজন কমিউনিস্ট রাজনীতিবিদ। ১৯৭৭ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর সময় দেববর্মা প্রথম দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[২] তিনি ১৯৭৭ থেকে ১৯৯৩ পর্যন্ত টানা তিনবার নির্বাচনে জয়ী হন।[৩][৪][৫] তিনি ১৯৭৮ ও ১৯৮৩ সালে দুই মেয়াদে মন্ত্রী ছিলেন।[১]

দীনেশ দেববর্মা
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী
কাজের মেয়াদ
১৯৭৮ – ১৯৮৮
ত্রিপুরা বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৭৭ – ১৯৯৩
উত্তরসূরীপ্রশান্ত দেববর্মা
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯১৮ (1918)
সালেমা, কমলপুর
মৃত্যু২৮ নভেম্বর ২০০৭(2007-11-28) (বয়স ৮৮–৮৯)
জিবিপি হাসপাতাল, আগরতলা
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)

কর্মজীবন সম্পাদনা

দেববর্মার জন্ম কমলপুর মহকুমার মহারানীতে এক অনগ্রসর আদিবাসী গ্রামে।[১] রাজার শাসনামলে দশরথ দেব কর্তৃক সূচিত জনশিক্ষা আন্দোলনে তিনি নিমজ্জিত হন। ১৯৫০ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন, তিনি রাজ্যে গঠনের পর থেকে পার্টির রাজ্য কাউন্সিলের সদস্য ছিলেন।[১] তিনি ১৯৪৮ সালে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৬৪ সালে পার্টিতে বিভক্ত হয়ে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর পক্ষে ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিপিআই(এম) এর রাজ্য কমিটির সদস্য ছিলেন। তিনি ত্রিপুরায় প্রথম বামফ্রন্ট সরকারের সময় পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী ছিলেন, তাঁর আমলে রাজ্যে প্রথমবারের মতো পঞ্চায়েত নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়েছিল।[১] ছয় বছরেরও বেশি সময় তিনি মাটির নিচে কাটিয়েছেন।

আরো দেখুন সম্পাদনা

  • দশরথ দেব
  • ত্রিপুরা জনশিক্ষা সমিতি
  • গণমুক্তি পরিষদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. People's Democracy. Comrade Dinesh Debbarma Passes Away ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে
  2. "Tripura Assembly Election Results in 1977"www.elections.in। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০ 
  3. "Salema Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency"resultuniversity.com। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০ 
  4. "Tripura Assembly Election Results in 1983"www.elections.in। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০ 
  5. "Tripura Assembly Election Results in 1988"www.elections.in। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০২০