দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

দিনাজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ দিনাজপুর শহর হইতে ৭

দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
দিনাজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
অবস্থান
মানচিত্র
,
৫২০০

তথ্য
নীতিবাক্যশিক্ষা,স্বাস্থ্য,প্রগতি
প্রতিষ্ঠাতাব্রিটিশ সরকার
ইআইআইএন১৩২২৭১
অধ্যক্ষজনাব মোঃ ওসমান গনি
শিক্ষকমণ্ডলী৫০
ভাষাবাংলা
ক্যাম্পাস১টি
শিক্ষায়তন১৩.২৩ একর (৫৩,৫০০ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল

কিলোমিটার উত্তরে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইতে ১ কিলোমিটার দক্ষিণে ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ৫০০ মিটার দক্ষিণে অবস্থিত [১]। দিনাজপুর-রংপুর অভিমুখী মহা সড়ক সংলগ্ন রানীগঞ্জ মোড়ে প্রতিষ্ঠানটির প্রধান ফটক অবস্থিত। বিদ্যালয়টির বিপরীত পার্শ্বে ইসলামিক ফাউণ্ডেশন ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। [২]

প্রতিষ্ঠাকাল

২০০১ সালে দিনাজপুর ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (D-VTI) নামে স্থাপিত হয়। পরবর্তীতে ২০০৩ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে দিনাজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ দেওয়া হয়।


ডিপার্টমেন্ট সমূহঃ


১। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস

২। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার-কন্ডিশনিং

৩। আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস

৪। অটোমোবাইল অ্যান্ড অটো-ইলেকট্রিক বেসিকস


শিক্ষার্থী সংখ্যাঃ প্রায় ১ হাজার


তথ্যসূত্র

  1. দিনাজপুর জেলার তথ্যবাতায়ন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Nilphamari Govt High School reunion Dec 11"। ২২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

টেমপ্লেট:দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান