দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

দিনাজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ দিনাজপুর শহর হইতে ৭ কিলোমিটার উত্তরে, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইতে ১ কিলোমিটার দক্ষিণে ও দিনাজপুর শিক্ষা বোর্ডে ৫০০ মিটার দক্ষিণে অবস্থিত [১]। দিনাজপুর-রংপুর অভিমুখী মহা সড়ক সংলগ্ন প্রতিষ্ঠানটির প্রধান ফটক অবস্থিত। বিদ্যালয়টির বিপরীত পার্শ্বে ইসলামিক ফাউণ্ডেশন ও ইমাম প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। [২]

দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ
দিনাজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
অবস্থান
মানচিত্র
,
৫২০০

তথ্য
নীতিবাক্যশিক্ষা,স্বাস্থ্য,প্রগতি
প্রতিষ্ঠাতাব্রিটিশ সরকার
ইআইআইএন১৩২২৭১
অধ্যক্ষজনাব মোঃ ওসমান গনি
শিক্ষকমণ্ডলী৫০
ভাষাবাংলা
ক্যাম্পাস১টি
শিক্ষায়তন১৩.২৩ একর (৫৩,৫০০ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
ক্রীড়াফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল

প্রতিষ্ঠাকাল সম্পাদনা

২০০১ সালে দিনাজপুর ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (D-VTI) নামে স্থাপিত হয়। পরবর্তীতে ২০০৩ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে দিনাজপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ দেওয়া হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. দিনাজপুর জেলার তথ্যবাতায়ন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Nilphamari Govt High School reunion Dec 11"। ২২ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:দিনাজপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠান