দিওয়ানে হুয়ে পাগল

হিন্দি ভাষার চলচ্চিত্র

দিওয়ানে হুয়ে পাগল হল ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ভারতীয় হিন্দি রোম্যান্টিক অ্যাকশন কমেডি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেন বিক্রম ভট্ট এবং প্রযোজনা করেন ফিরোজ এ. নাদিয়াদওয়ালা। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন অক্ষয় কুমার, শাহিদ কপূর, সুনীল শেট্টি, রিমি সেনপরেশ রাওয়ালআফতাব শিবদাসানিবিবেক ওবেরয় এই ছবিতে অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেন।

দিওয়ানে হুয়ে পাগল
থিয়েট্রিক্যাল রিলিজ পোস্টার
পরিচালকবিক্রম ভট্ট
প্রযোজকফিরোজ এ. নাদিয়াদওয়ালা
চিত্রনাট্যকারকিরণ কোটরিয়াল
শ্রেষ্ঠাংশেঅক্ষয় কুমার
শাহিদ কপূর
সুনীল শেট্টি
রিমি সেন
পরেশ রাওয়াল
বর্ণনাকারীবিবেক ওবেরয়
সুরকারঅনু মালিক
চিত্রগ্রাহকপ্রবীণ ভট্ট
সম্পাদকদিবাকর পি. ভোঁসলে
বীরেন্দ্র ঘরসে
পরিবেশকবেস ইন্ডাস্ট্রিজ গ্রুপ
মুক্তি২৫ নভেম্বর ২০০৫ (2005-11-25)
দৈর্ঘ্য১৫৭ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়২০ কোটি টাকা[১]
আয়২৬.৫ কোটি টাকা[১]

২০০৫ সালের ২৫ নভেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবিটি বক্স অফিসে ফ্লপ ঘোষিত হয়। ছবির কাহিনি ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত দেয়ার’স সামথিং অ্যাবাউট মেরি নামক মার্কিন কমেডি চলচ্চিত্র থেকে অনুকৃত।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. https://boxofficeindia.com/movie.php?movieid=402
  2. "Deewane Hue Paagal: Good fun"www.rediff.com। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-২৯ 

বহিঃসংযোগ সম্পাদনা