দানিয়েল পাসারেয়া
দানিয়েল আলবের্তো পাসারেয়া (স্পেনীয়: Daniel Alberto Passarella, জন্ম ২৫ মে ১৯৫৩) একজন প্রাক্তন আর্জেন্টিনীয় ফুটবল সেন্টার ব্যাক এবং আর্জেন্টিনা ও উরুগুয়ে জাতীয় দলের প্রাক্তন ম্যানেজার। তিনি ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, যারা সেবার শিরোপা জিতে। তিনি ৪ বছর যাবত রিভার প্লেতের প্রেসিডেন্ট ছিলেন। ২০০৯ সালের ডিসেম্বরে নির্বাচনে জয় লাভ করে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।[১]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | দানিয়েল আলবের্তো পাসারেয়া | |||||||||||||
জন্ম | ২৫ মে ১৯৫৩ | |||||||||||||
জন্ম স্থান | চাকাবুকো, আর্জেন্টিনা | |||||||||||||
উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | |||||||||||||
মাঠে অবস্থান | সেন্টার ব্যাক / সুইপার. | |||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||
বর্তমান দল | রিভার প্লেত (প্রেসিডেন্ট) | |||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||
১৯৭১–১৯৭৩ | সারমিয়েন্তো | ৩৬ | (৯) | |||||||||||
১৯৭৪–১৯৮২ | রিভার প্লেত | ২২৬ | (৯০) | |||||||||||
১৯৮২–১৯৮৬ | ফিওরেন্তিনা | ১০৯ | (২৬) | |||||||||||
১৯৮৬–১৯৮৮ | ইন্তারনাজিওনালে | ৪৪ | (৯) | |||||||||||
১৯৮৮–১৯৮৯ | রিভার প্লেত | ৩২ | (৯) | |||||||||||
মোট | ৪৪৭ | (১৪০) | ||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||
১৯৭৪–১৯৮৬ | আর্জেন্টিনা | ৭০ | (২২) | |||||||||||
পরিচালিত দল | ||||||||||||||
১৯৮৯–১৯৯৪ | রিভার প্লেত | |||||||||||||
১৯৯৪–১৯৯৮ | আর্জেন্টিনা | |||||||||||||
১৯৯৯–২০০১ | উরুগুয়ে | |||||||||||||
২০০১ | পার্মা | |||||||||||||
২০০২–২০০৪ | মন্তেরেই | |||||||||||||
২০০৫ | করিন্থিয়ান্স | |||||||||||||
২০০৬–২০০৭ | রিভার প্লেত | |||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২১ অক্টোবর ২০০৫ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২১ অক্টোবর ২০০৫ তারিখ অনুযায়ী সঠিক। |
পাসারেয়াকে সর্বকালের অন্যতম সেরা অ্যাটাকিং সেন্ট্রাল ডিফেন্ডার মনে করা হয়। একজন রক্ষণভাগের খেলোয়াড় হওয়া সত্ত্বেও তিনি তার ক্যারিয়ারে ৪৫১ খেলায় ১৩৪ গোল করেন, যা তাকে ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে গড়ে তোলে। (পরবর্তীতে ডাচ রক্ষণভাগের খেলোয়াড় রোনাল্ট কুমান তার এই রেকর্ড ভেঙ্গে ফেলেন)।[২] ২০০৪ সালে, ফিফার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১২৫ বিখ্যাত জীবিত ফুটবলারদের তালিকায় তার নামও ঘোষণা করা হয়।[৩]
সম্মাননা
সম্পাদনাখেলোয়াড় হিসেবে
সম্পাদনা- রিভার প্লেত
- প্রিমেরা দিবিসিওন আর্জেন্টিনা (৬): ১৯৭৫ মেত্রোপলিতানো ও নাসিওনাল, ১৯৭৭ মেত্রোপলিতানো, ১৯৭৯ মেত্রোপলিতানো ও নাসিওনাল, ১৯৮১ নাসিওনাল
- আর্জেন্টিনা
- ফিফা বিশ্বকাপ (২):১৯৭৮, ১৯৮৬
ম্যানেজার
সম্পাদনা- রিভার প্লেত
- প্রিমেরা দিবিসিওন আর্জেন্টিনা (৩): ১৯৮৯–৯০, আপের্তুরা ১৯৯১, আপের্তুরা ১৯৯৩
- মন্তেরেই
- প্রিমেরা দিবিসিওন দে মেক্সিকো (১): ২০০৩
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Passarella becomes new River Plate President after controversial election"। ইনসাইড ওয়ার্ল্ড ফুটবল। ৭ ডিসেম্বর ২০০৯। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৪।
- ↑ "The World's most successful Top Division Goal Scorers of all time among defensive players"। আইএফএফএইচএস। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৪।
- ↑ "Pele's list of the greatest"। বিবিসি স্পোর্ট। ৪ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৪।