দলছুট একটি বাংলাদেশী পপ রক ব্যান্ড দল, যেটি ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী দ্বারা ঢাকায় প্রতিষ্ঠিত হয়।

দলছুট
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনমেলো রক, সফট রক, রক ব্যালাড
কার্যকাল১৯৯৬–২০১৩, ২০১৬–বর্তমান
লেবেলজি সিরিজ, অগ্নিবীণা
সদস্য
  • বাপ্পা মজুমদার
  • ওয়াহিদুর রহমান মাসুম
  • সোহেল আজিজ
  • জন সাটন মুন্সী
  • শেখ ইমরান আহমেদ দানো
প্রাক্তন
সদস্য
  • সঞ্জীব চৌধুরী
  • হোসেন তওহিদুর রহমান রুমি
  • রাকীবুন নবি রাতুল
  • কোশরোজ মোহিত
  • শামীম আলম বুলেট
  • নাইমুল হাসান তানিম

ইতিহাস

সম্পাদনা

১৯৯৭ সালে, দলছুট তাদের ১তম অ্যালবাম বের করে আহ্

২০০০ সালে, দলছুট তাদের ২তম অ্যালবাম বের করে হৃদয়পুর

২০০২ সালে, দলছুট তাদের ৩তম অ্যালবাম বের করে আকাশ চুরি

২০০৭ সালে, দলছুট তাদের ৪তম অ্যালবাম বের করে জোছনা বিহার

২০০৮ সালে, দলছুট তাদের ৫তম অ্যালবাম বের করে টুকরো কথা[]

২০১০ সালে, দলছুট তাদের ৬তম অ্যালবাম বের করে আয় আমন্ত্রণ[]

২০১৬ সালে, দলছুট একটি নতুন সংস্কার করলেন কণ্ঠে ও লিড গিটারে বাপ্পা মজুমদার, লিড গিটারে ওয়াহিদুর রহমান মাসুম, কীবোর্ডে সোহেল আজিজ, বেস গিটারে জন সাটন মুন্সি এবং ড্রামসে শেখ ইমরান আহমেদ দানো।

২০২৪ সালে, দলছুট তাদের ৭তম অ্যালবাম বের করে সঞ্জীব[]

বর্তমান

সম্পাদনা
  • বাপ্পা মজুমদার (কণ্ঠ, গিটার) (১৯৯৬-বর্তমান)
  • ওয়াহিদুর রহমান মাসুম (গীটার) (২০১৬–বর্তমান)
  • সোহেল আজিজ (কি-বোর্ডিস্ট) (২০১৬–বর্তমান)
  • জন সাটন মুন্সী (বেস গিটার) (২০১৬–বর্তমান)
  • শেখ ইমরান আহমেদ দানো (ড্রামস) (২০১৬–বর্তমান)

ডিস্কোগ্রাফি

সম্পাদনা

আহ্ (১৯৯৭)

সম্পাদনা
গানের নাম গায়ক
গিটার বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
ভাল্লাগেনা সঞ্জীব চৌধুরী
সাদা ময়লা রঙ্গিলা বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
কাগা বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
তখন ছিল বাপ্পা মজুমদার
মনে পড়ে সঞ্জীব চৌধুরী
ইয়াসমীন সঞ্জীব চৌধুরী
চোখ সঞ্জীব চৌধুরী
সানগ্লাস সঞ্জীব চৌধুরী
ভর দুপুর বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
নিষিদ্ধ বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
দলছুট বাপ্পা মজুমদার

হৃদয়পুর (২০০০)

সম্পাদনা
গানের নাম গায়ক
গাড়ি চলে না সঞ্জীব চৌধুরী
বাজি বাপ্পা মজুমদার
নৌকা ভ্রমন বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
চাঁদের জন্য গান সঞ্জীব চৌধুরী
জলের দামে বাপ্পা মজুমদার
আমি তোমাকে বলে দেবে সঞ্জীব চৌধুরী
আমার সন্তান বাপ্পা মজুমদার
সবুজ যখন বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
গাছ সঞ্জীব চৌধুরী
বৃষ্টি পরে বাপ্পা মজুমদার
চলো বুবাইজান বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
আন্তর্জাতিক ভিক্ষা সংগীত বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী

আকাশ চুরি (২০০২)

সম্পাদনা
গানের নাম গায়ক
চাঁদের শহরে বাপ্পা মজুমদার
হৃদয়ের দাবি সঞ্জীব চৌধুরী
ফিরে চাই বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
জোর বাপ্পা মজুমদার
চুরি চিকিৎসা সঞ্জীব চৌধুরী
ভেঙে পথ বাপ্পা মজুমদার
আকাশ চুরি বাপ্পা মজুমদার
কার ছবি নেই সঞ্জীব চৌধুরী
ফেরারি সময় বাপ্পা মজুমদার
এই নষ্ট সময় সঞ্জীব চৌধুরী
অপেক্ষা বাপ্পা মজুমদার
বায়োস্কোপ বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী

জোছনা বিহার (২০০৭)

সম্পাদনা
গানের নাম গায়ক
মন ছুঁয়েছো বাপ্পা মজুমদার
হাতের পরশ সঞ্জীব চৌধুরী
সবুজ খুজি বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
চলতে চলতে সঞ্জীব চৌধুরী
জোছনা বিহার বাপ্পা মজুমদার
দিন সারা দিন বাপ্পা মজুমদারসঞ্জীব চৌধুরী
অরূপ অভিলাষী বাপ্পা মজুমদার
ভালো লাগে না সঞ্জীব চৌধুরী
চার দেয়াল বাপ্পা মজুমদার
আকুতি বাপ্পা মজুমদার
মেঘপিয়ন বাপ্পা মজুমদার
নোঙ্গরের গল্প সঞ্জীব চৌধুরী
জোছনা বিহার ২ বাপ্পা মজুমদার
ধরি মাছ না ছুঁই পানি সঞ্জীব চৌধুরী

টুকরো কথা (২০০৮)

সম্পাদনা
গানের নাম গায়ক
টুকরো কথা বাপ্পা মজুমদার

আয় আমন্ত্রণ (২০১০)

সম্পাদনা
গানের নাম গায়ক
বালিকা বাপ্পা মজুমদার
বিদ্রুপ বাপ্পা মজুমদার
শমনে দারা বাপ্পা মজুমদার
জলের প্রেমে বাপ্পা মজুমদার
উড়াল মন বাপ্পা মজুমদার
স্বপ্ন বাপ্পা মজুমদার
শূন্য বাপ্পা মজুমদার
প্রশ্ন বাপ্পা মজুমদার
বাংলাদেশে গ্রীস্ম বাপ্পা মজুমদার
তীর হারা এই ঢেউয়ের সাগর বাপ্পা মজুমদার
নতজানু বাপ্পা মজুমদার

সঞ্জীব (২০২৪)

সম্পাদনা
গানের নাম গায়ক
সঞ্জীব চৌধুরী বাপ্পা মজুমদার
তুমি যাও বাপ্পা মজুমদার
গানের শুরুটা বাপ্পা মজুমদার
তুমি আছো নাকি বাপ্পা মজুমদার
মন কারিগর বাপ্পা মজুমদার
শূন্য লাগে বাপ্পা মজুমদার
দুটো মানুষ বাপ্পা মজুমদার
মেঘ জমেছে বাপ্পা মজুমদার
তার ছায়ায় বাপ্পা মজুমদার
প্রবঞ্চনা বাপ্পা মজুমদার
মন দাবাড়ু বাপ্পা মজুমদার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Friends and well-wishers reminisce on Sanjeeb Chowdhury"The Daily Star 
  2. "সঞ্জীব চৌধুরীর জন্মদিনে 'আয় আমন্ত্রণ'"prothom-alo.com। ২০২০-০২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১০-০৪ 
  3. "সঞ্জীব আমাদের সঞ্জীব চৌধুরীর আকাঙ্ক্ষা"newagend.net। ২২ এপ্রিল ২০২৪। 

বহিঃসংযোগ

সম্পাদনা