দন্তবক্র
দন্তবক্র (সংস্কৃত: दन्तवक्र) ছিলেন চেদী রাজ্যের দক্ষিণে অবস্থিত করূষ রাজ্যের রাজা বৃদ্ধশর্মা এবং বসুদেব ও কুন্তীর ভগিনী শ্রুতদেবার পুত্র৷ [১] দ্বারকায় গদাযুদ্ধের সময়ে কৃষ্ণ তাঁর কৌমোদকী দ্বারা দন্তবক্রকে হত্যা করেন৷ করূষ রাজ্যের রাজবংশের সন্তান হওয়ার দরুন দন্তবক্র বাকা কৌরূষ্য নামেও পরিচিত ছিলেন৷
দন্তবক্র | |
---|---|
পরিবার | বৃদ্ধশর্মা (পিতা) শ্রুতদেবা (মাতা) |
দন্তবক্র ছিলেন তার পিতা মাতার জ্যেষ্ঠ সন্তান, অন্যান্যরা হলেন, নীল, বহন্ত, বসুদন এবং বিদুরথ৷ জন্মের পর থেকেই তার দাঁতের পাটি বাঁকা থাকার জন্য তার নাম রাখা হয় "দন্তবক্র"৷
দন্তবক্র এবং তার মাসতুতো ভ্রাতা শিশুপাল[২][৩] উভয়কে গোলোকধামে শ্রীবিষ্ণুর দুই দ্বাররক্ষী জয় ও বিজয়ের মর্তলোকে তৃতীয় ও শেষ জন্ম বলে মনে করা হয়৷ কৃৃষ্ণের হাতে উভয়ে মৃৃত্যুবরণ করে ও পাপস্খলন করে তাঁরা আবার বিষ্ণুনিবাস বৈকুণ্ঠে প্রবেশ করার অনুমতি পান৷
মহাভারতে উল্লেখ
সম্পাদনাহিন্দুদের মহাকাব্য মহাভারত অনুসারে দ্রৌপদীর স্বয়ম্বর সভাতে উপস্থিত ছিলেন করূষদেশের রাজপুত্র দন্তবক্র৷ [৪] বৃদ্ধশর্মা সন্যাস গ্রহণ করলে তার জ্যেষ্ঠপুত্র রাজসিংহাসনে বসেন৷ তখন পূর্ব ভারতে জরাসন্ধ নিজের আধিপত্য বিস্তার করতে শুরু করেন মগধ অঞ্চল থেকে৷ অধিক শক্তিশালী হতে ও নিজের রাজ্য বাঁচাতে দন্তবক্র জরাসন্ধের সহিত মিত্রতাপত্র পাঠালে তিনি তা গ্রহণ করে নেন৷ পরে তাঁর বিবাহের সময়ে রাজকুমারী ভদ্রা ও বিশালার সাথে তাঁর বিবাহ ঠিক হলে চৈদ্য শিশুপাল ভণিতা করে দুজনকেই অপহরণ করলে দন্তবক্র যথেষ্ট রুষ্ট হন৷
পদ্মপুরাণের ষষ্ঠ অধ্যায়ের ২৭৪ নং শ্লোক অনুসারে তিনি চৈদ্য রাজকুলেরই সন্তান ছিলেন৷[৫] রাজ্যে রাজ্যাভিষেকের পরে জরাসন্ধ ছাড়াও কংস, শল্ব ও পুণ্ড্রকের সহিত সন্ধি করেন৷ [৬]
যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সময়ে তিনি সহদেবকে দক্ষিণদেশে প্রেরণ করলে সহদেব করূষ রাজ্য দখলে অগ্রসর হন৷ দন্তবক্রের মুখোমুখি হলে তিনি যুদ্ধের আহ্বান দেন ফলে সহদেব ও তার সৈন্যদল তাঁকে পরাস্ত করেন ও ইন্দ্রপ্রস্থতে রাজকর দিতে বাধ্য করেন৷ পরে সহদেব দন্তবক্রকে আবার করূষের চুক্তবদ্ধ রাজা হিসাবে নিয়োজিত করেন৷ যেহেতু পাণ্ডবরা তার মিত্র জরাসন্ধকে হত্যা করে তাই তিনি তাদের আমন্ত্রণ গ্রহণ করে ইন্দ্রপ্রস্থে রাজসূয় যজ্ঞে উপস্থিত ছিলেন না৷
শিশুপাল ছিলেন শল্বরাজার মিত্র৷ কৃষ্ণ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের সভাস্থলেই সুদর্শন চক্র দিয়ে শিশুপালের শিরোচ্ছেদ করলে মিত্রবদ্ধ শল্বরাজ কৃৃষ্ণকে আক্রমণ করেন৷ কিন্তু শল্ব কৃষ্ণের হাতে নিহত হয়৷ মিত্র শল্বরাজের কৃষ্ণ দ্বারা হত্যার কথা সহ্য করতে না পেরে প্রায় অপ্রস্তুত হয়েই বিনা রথে চড়ে একটি মাত্র গদা নিয়ে দন্তবক্র হাজির হন তাঁর রাজধানী দ্বারকা নগরীতে৷ তিনি কৃষ্ণকে বলেন যদিও কৃষ্ণ তার ভ্রাতা তবুও মিত্রের মৃত্যুর জন্য তিনি দ্বারকায় কৃষ্ণকে শাস্তি দিতে এসেছেন৷ তৎকালীন যুদ্ধবিধি পালন করে কৃষ্ণও রথারোহিত না হয়ে শুধুমাত্র গদাযুদ্ধে দন্তবক্রকে প্রত্যাহ্বান জানান৷ দন্তবক্র তার গদা দিয়ে কৃষ্ণর মাথায় আঘাত করলে কৃৃষ্ণের ইশারায় তার কৌমোদকীর ধারালো অংশ দ্বারা দন্তবক্রের হৃদয় বিদারিত করলে তার হৃৎপিণ্ড দ্বিখণ্ডিত হয় এবং বমন করতে করতে চক্রদন্ত ভূপতিত হন৷ [৭]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Śrīmad-Bhāgavatam10. - Chapter 78. The Killing of Dantavakra, Vidūratha and Romaharṣaṇa - The Sattvic Spirit Veda Pages"। ৫ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
- ↑ "The Hare Krsnas - Krsna's Later Pastimes with Demons - Dantavakra and Viduratha"।
- ↑ Law, B.C. (1973). Tribes in Ancient India, Bhandarkar Oriental Series No.4, Poona: Bhandarkar Oriental Research Institute, pp.87-9
- ↑ https://www.wattpad.com/amp/236373442
- ↑ Pargiter, F.E. (1972) [1922]. Ancient Indian Historical Tradition, Delhi: Motilal Banarsidass, pp.118-9.
- ↑ "The Hare Krsnas - Krsna's Later Pastimes with Demons - King Salva"।
- ↑ "kasarabada.org"।
- en:Kisari Mohan Ganguli, The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa Translated into English Prose, 1883-1896.