দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল

দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল যা পূর্বে সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশন নামে পরিচিত ছিল, হল দক্ষিণ এশীয় গেমস, দক্ষিণ এশীয় শীতকালীন গেমস ও দক্ষিণ এশীয় বীচ গেমসের নিয়ন্ত্রণ ও পরিচালনাকারী সংস্থা। দক্ষিণ এশিয়ার ৭টি দেশ এর সদস্য। সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশন দক্ষিণ এশীয় সহযোগিতা সংস্থা সার্ক এর সদস্য রাষ্ট্র সমুহের মধ্যে ক্রীড়া সম্পর্ক বৃদ্ধির জন্য গঠিত হয়েছিল।

ইতিহাস

সম্পাদনা

সাউথ এশিয়ান স্পোর্টস ফেডারেশন ১৯৮৪ সালে গঠিত হয়েছিল।[] ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এর ৩২তম সভায় নাম পরিবর্তন করে বর্তমান নামে নামকরণ করার সিদ্ধান্ত হয়েছিল।[] দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলরের সদর দপ্তর পরবর্তীতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসের স্বাগতিক শহরে থাকে এবং সংস্থার সভাপতি হন স্বাগতিক জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি। এর বর্তমান সভাপতি পাকিস্তানের আরিফ হাসান।

সভাপতিগন

সম্পাদনা

দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলের সংবিধান অনুযায়ী এর সভাপতি নির্বাচিত হন পরবর্তী দক্ষিণ এশীয় গেমসের স্বাগতিক জাতীয় অলিম্পিক কমিটির সভাপতি।

ক্র.নং. নাম দেশ মেয়াদ
১. সরদ চন্দ্র শাহ     নেপাল ১৯৮৪ – ১৯৮৪
২. হুসেইন মুহাম্মদ এরশাদ   বাংলাদেশ ১৯৮৪ – ১৯৮৫
৩. বিদ্যা চরণ শুক্লা   ভারত ১৯৮৫ – ১৯৮৭
৪. সাঈদ ওয়াজিদ আলী   পাকিস্তান ১৯৮৭ – ১৯৮৯
৫. Data Unavailable   শ্রীলঙ্কা ১৯৮৯ – ১৯৯১
৬. মুশফিকুর রহমান   বাংলাদেশ ১৯৯১ – ১৯৯১
৭. আব্দুর রউফ   বাংলাদেশ ১৯৯১ – ১৯৯১
৮. নুরুল মোমেন   বাংলাদেশ ১৯৯২ – ১৯৯২
৯. গিয়াস কামাল চৌধুরী   বাংলাদেশ ১৯৯২ – ১৯৯৩
১০. সুরেশ কালমাদি   ভারত ১৯৯৩ – ১৯৯৫
১১. গোবিন্দা রাজ জোশী     নেপাল ১৯৯৫ – ১৯৯৮
১২. রুকমা শমসের রানা     নেপাল ১৯৯৮ – ১৯৯৯
১৩. সাঈদ ওয়াজিদ আলী   পাকিস্তান ১৯৯৯ – ২০০৪
১৪. Data Unavailable   শ্রীলঙ্কা ২০০৪ – ২০০৬
১৫. মঈন ইউ আহমেদ   বাংলাদেশ ২০০৬ – ২০০৯
১৬. আবদুল মুবীন   বাংলাদেশ ২০০৯ – ২০১০
১৭. সুরেশ কালমাদি   ভারত ২০১০ – ২০১১
Acting বিজয় কুমার মালহোত্রা   ভারত ২০১১ – ২০১২
১৮. অভয় সিং চৌতালা   ভারত ২০১২ – ২০১৪
১৯. নারায়ন রামচন্দ্র   ভারত ২০১৪ – ২০১৬
২০. জিভান রাম শ্রেষ্ঠা     নেপাল ২০১৬ – ২০১৯
২১. সৈয়দ আরিফ হাসান   পাকিস্তান ২০১৯ – বর্তমান

দক্ষিণ এশিয়া উপ মহাদেশে অবস্থিত ৭টি রাষ্ট্র দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলের সদস্য:

ক্র.নং- সদস্য
১.   বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন
২.   ভুটান অলিম্পিক কমিটি
৩.   ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন
৪.   মালদ্বীপ অলিম্পিক কমিটি
৫.   নেপাল অলিম্পিক কমিটি
৬.   পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন
৭.   শ্রীলঙ্কার জাতীয় অলিম্পিক কমিটি

প্রাক্তন সদস্য

সম্পাদনা

দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিলের প্রাক্তন সদস্য হল:

ক্র.নং- সদস্য যোগদান বিদায় মন্তব্য
১.   আফগানিস্তান জাতীয় অলিম্পিক কমিটি ২০০৪ ২০১৬ আফগানিস্তান মধ্য এশীয় গেমস যোগ দেয়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "About South Asia Olympic Council"। 13SAG Nepal। ১০ নভেম্বর ২০১৯। ১৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২০ 
  2. "It will be south Asian Games"। Rediff Sports। ২ এপ্রিল ২০০৪।