তেঁতুলিয়া ইউনিয়ন, তেঁতুলিয়া

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন
(তেতুলিয়া ইউনিয়ন, তেতুলিয়া থেকে পুনর্নির্দেশিত)

তেতুলিয়া ইউনিয়ন বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার সদর ইউনিয়ন।

তেতুলিয়া
ইউনিয়ন
৩নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ
তেতুলিয়া রংপুর বিভাগ-এ অবস্থিত
তেতুলিয়া
তেতুলিয়া
তেতুলিয়া বাংলাদেশ-এ অবস্থিত
তেতুলিয়া
তেতুলিয়া
বাংলাদেশে তেঁতুলিয়া ইউনিয়ন, তেঁতুলিয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২৬°২৯′৫৩″ উত্তর ৮৮°২০′১৪″ পূর্ব / ২৬.৪৯৮০৬° উত্তর ৮৮.৩৩৭২২° পূর্ব / 26.49806; 88.33722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাতেঁতুলিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ মাসুদ করিম সিদ্দিকী
আয়তন
 • মোট২৫.৫৪ বর্গকিমি (৯.৮৬ বর্গমাইল)
জনসংখ্যা
 • মোট২৩,৬২০
 • জনঘনত্ব৯২০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০৩০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

তেতুলিয়া ইউনিয়ন তেতুলিয়া উপজেলার আওতাধীন ৩নং তেতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম তেতুলিয়া থানা অধীন। এটি জাতীয় সংসদের ১নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

  • রনচন্ডি
  • গোয়াবাড়ি
  • ভাদ্রুবাড়ি
  • সরকার পাড়া
  • হাপিজোত
  • বুড়িমুটকী
  • কারারাম জোত
  • মহল্লাল জোত
  • সরদার পাড়া
  • কৃষ্ণকান্ত জোত
  • বার ঘরিয়া
  • সাহেব জোত
  • চান্দামারি
  • গড়িয়া গছ
  • খালপাড়া
  • মুলুক চান গছ
  • বিড়ালী জোত
  • পানিহাকা
  • বাবুরাম জোত
  • মাথাফাটা
  • বোচাগছ
  • কোম্পানি জোত
  • আজিজ নগর
  • ডাংগা পাড়া
  • ছিদ্দিক নগর
  • মমিন পাড়া
  • তেলি পাড়া
  • খুনিয়া ভিটা
  • কলোনী পাড়া
  • শতদল আর্দশ গুচ্ছ গ্রাম
  • মাগুড়া
  • উত্তর দর্জ্জিপাড়া
  • দর্জ্জিপাড়া
  • চিমন জোত
  • শারিয়াল জোত
  • প্রেম চরন জোত
  • কানকাটা

প্রাক্তন চেয়ারম্যান

সম্পাদনা
  • মরহুম আব্দুস সাত্তার মোল্লা
  • মরহুম চাঁদ মামুদ মিঞা
  • মোঃ আবুল কালাম আজাদ
  • মোঃ নজরুল ইসলাম
  • মোঃ জাহাঙ্গীর আলম মিঞা
  • মোঃ কাজী আনিছুর রহমান

               

জনসংখ্যা

সম্পাদনা

জনসংখ্যা ২৩,৬২০ জন। নারী ১১,৫২৮ জন, পুরুষ ১২,০৯২ জন।

শিক্ষা

সম্পাদনা

এই ইউনিয়নে শিক্ষার হার ৪৩%।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
 
খালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

তেতুলিয়া ইউনিয়নের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো:

তেতুলিয়া ইউনিয়নে তিনটি নদী প্রবাহিত: বেরং নদী, গোবরা নদী, মহানন্দা নদী

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

তেতুলিয়া ইউনিয়নের যোগাযোগের প্রধান রাস্তা হচ্ছে ঢাকা-বাংলাবান্ধা এন৫ (বাংলাদেশ) জাতীয় মহাসড়ক। এই ইউনিয়নে ১৩.১৬ কিলোমিটার পাকা রাস্তা আছে। ইউনিয়নের প্রায় প্রতিটি রাস্তা পাকা। ইজিবাইক, ভ্যান ও মোটর সাইকেল প্রধান বাহন।

তথ্যসূত্র

সম্পাদনা