তেঁতুলিয়া ইউনিয়ন, মান্দা

নওগাঁ জেলার মান্দা উপজেলার একটি ইউনিয়ন

তেতুলিয়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের নওগাঁ জেলার মান্দা উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[][]

তেতুলিয়া
ইউনিয়ন
তেতুলিয়া ইউনিয়ন পরিষদ
তেতুলিয়া রাজশাহী বিভাগ-এ অবস্থিত
তেতুলিয়া
তেতুলিয়া
তেতুলিয়া বাংলাদেশ-এ অবস্থিত
তেতুলিয়া
তেতুলিয়া
বাংলাদেশে তেঁতুলিয়া ইউনিয়ন, মান্দার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৭′১৮″ উত্তর ৮৮°২৩′৪৪″ পূর্ব / ২৪.৪৫৫০০° উত্তর ৮৮.৩৯৫৫৬° পূর্ব / 24.45500; 88.39556 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানওগাঁ জেলা
উপজেলামান্দা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ইতিহাস

সম্পাদনা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান

দর্শনীয় স্থান

সম্পাদনা

দর্শণীয় স্থান

সিন্দুরপানিয়া মহাশ্নশান

১। প্রতিষ্ঠনের নামঃ সিন্দুরপানিয়া মহাশ্নশান।

২। অবস্থানঃ নওগাঁ-রাজশাহী মহা সড়কের সিন্দুরপানিয়া সেতুর পশ্চিম পার্শে।

৩। তপশীলঃ জেলাঃ নওগাঁ, থানাঃ মান্দা, ইউনিয়নঃ ৯নং তেতুলিয়া, মৌজাঃ তেগাড়া,জে,                                                                              

এল,নং-১৮৯ আর, এস খং নং–১, দাগ নং- ২০০, পরিমানঃ ১.৪০ একর (এক একর চল্লিশ শতাংশ) রকমঃশ্বশান- হিন্দু জন সাধরনের ব্যবহার্য়্য ।

৪। স্থাপনা সমূহঃ (ক) প্রবেশ মুখে একটি সুদৃশ্য ফটক ।

           (খ) একটি পাকা জ্ঞাতি ছাউনী ।

           (গ) একটি পাকা চুল্লি (যাহাতে মৃতদেহ দাহা কারা হয়)

           (ঘ) একটি নির্মানাধীন কালী মন্দির ।

           (ঙ) কিছু সংখ্যক সমাধী সৌধ ।

           (চ) শ্বাশানটির পূর্বপ্রান্ত হইতে পশ্চিম প্রান্ত পয়র্ন্ত ৩২টি আমগাছ সহ অনান্য গাছ আছে ।

চৌজা পুরাকৃতি জামে মসজিদ

১। সভাপতিঃ মোঃ আলাউদ্দিন

২। সভাপতিঃ মোঃ আঃ হামিদ

৩। সেট্রোটারীঃ মোঃ সরুত আলী

৪। ক্যাসিয়ারঃ মোঃ সামদুল সরদার

৫। সদস্যাঃ মোবারক হোসেন

৬। সদস্যাঃ মোঃ হাইদর আলী

৭। সদস্যাঃ মোঃ বযেন উদ্দীন

৮। সদস্যাঃ মোঃ তারিকুল ইসলাম

জমির পরিমানঃ ৫০শতাংশ

আনুমানকি  প্রায় ৫০০ বছর থেকে প্রতিষ্ঠিত আছে।

দাগঃ খতিয়ান নং মি, এস, ১৬৭ আর এস, ১৪৬, এস, এ,২০৯

বাদশা হুসের শাহ আমল

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনাব এস এম মখলেছুর রহমান

বর্তমান চেয়ারম্যান, ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান-

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ এস এম মখলেছুর রহমান বর্তমান
০২
০৩
০৪
০৫
০৬
০৭

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

উপজেলা সদর হতে বাস, সি,এন,জি, অট ভ্যান ইত্যদি যোগে চলাচল করা হয়। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাই রোড এই ইউপির উপর দিয়ে বয়ে গেছে। ইউনিয়নটির ৩০% পাকা এবং ৭০% কাচাঁ।


উপজেলা সদর হতে বাস, সি,এন,জি, অট ভ্যান ইত্যদি যোগে চলাচল করা হয়। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাই রোড এই ইউপির উপর দিয়ে বয়ে গেছে। ইউনিয়নটির ৩০% পাকা এবং ৭০% কাচাঁ।


উপজেলা সদর হতে বাস, সি,এন,জি, অট ভ্যান ইত্যদি যোগে চলাচল করা হয়। এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাই রোড এই ইউপির উপর দিয়ে বয়ে গেছে। ইউনিয়নটির ৩০% পাকা এবং ৭০% কাচাঁ।

হাট ও বাজার

সম্পাদনা
হাট-বাজারের-তালিকা
শিরোনাম আয়তন চান্দিনা ভিটির সংখ্যা ইজারা মূল্য ঠিকানা
০১ঃ- নারায়নপুর হাট ৩,০০১ টাকা ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ, মান্দা, নওগাঁ।
০২ঃ-সাবাই হাট ৯,৩১,০০০ টাকা ৯ নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ, মান্দা, নওগাঁ।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "তেতুলিয়া ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০ 
  2. "মান্দা উপজেলা"বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০