মান্দা উপজেলা

নওগাঁ জেলার একটি উপজেলা

মান্দা বাংলাদেশের নওগাঁ জেলার অন্তর্গত একটি উপজেলা

মান্দা
উপজেলা
মানচিত্রে মান্দা উপজেলা
মানচিত্রে মান্দা উপজেলা
স্থানাঙ্ক: ২৪°৪৪′২৪″ উত্তর ৮৮°৪৩′১২″ পূর্ব / ২৪.৭৪০০০° উত্তর ৮৮.৭২০০০° পূর্ব / 24.74000; 88.72000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলানওগাঁ জেলা
আয়তন
 • মোট৪১৩.৯৭ বর্গকিমি (১৫৯.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[]
 • মোট৪,০০,৭৮৬
 • জনঘনত্ব৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ৬৪ ৪৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

সম্পাদনা

৪১৩.৯৭ বর্গ কি.মি. আয়তন বিশিষ্ট মান্দা উপজেলার উত্তরে মহাদেবপুর উপজেলা, দক্ষিণে রাজশাহী জেলার বাগমারা উপজেলামোহনপুর উপজেলা পূর্বে নওগাঁ সদর উপজেলা, পশ্চিমে নিয়ামতপুর উপজেলা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

মান্দা উপজেলায় মোট ১৪ টি ইউনিয়ন ,২৯৯ টি মৌজা ও ২৮৬ টি গ্রাম রয়েছে।

ইউনিয়ন গুলো হলঃ

  1. ভারশোঁ ইউনিয়ন
  2. ভালাইন ইউনিয়ন
  3. পরানপুর ইউনিয়ন
  4. মান্দা ইউনিয়ন
  5. গনেশপুর ইউনিয়ন
  6. মৈনম ইউনিয়ন
  7. প্রসাদপুর ইউনিয়ন
  8. কুশুম্বা ইউনিয়ন
  9. তেতুলিয়া ইউনিয়ন, মান্দা
  10. নুরুল্লাবাদ ইউনিয়ন
  11. কালিকাপুর ইউনিয়ন, মান্দা
  12. কাঁশোপাড়া ইউনিয়ন
  13. কশব ইউনিয়ন
  14. বিষ্ণুপুর ইউনিয়ন, মান্দা

ইতিহাস

সম্পাদনা

‘মান্দা’ নামীয় কোন নির্দিষ্ট গ্রাম বা মৌজা না থাকলেও এ নামটি এখানকার কিংবদন্তিতে এক অন্যন্য স্থান জুড়ে আছে। প্রবাদ আছে যে, হিন্দু প্রধান বর্তমানের কসবা মান্দায় (নামান্তরে ঠাকুরমান্দা) যে রঘুনাথ মন্দির আছে, তার সেবাইত ছিলেন জনৈক “মানদাদেবী” এবং পুজারী ছিলেন জনৈক রঘুনাথ। এখানে বহু অলৌকিক ঘটনা ঘটে। এই মানোদা দেবীর কৃপা তথা সেবা লাভের আশায় সমবেত ভক্তগণের ভক্তি ভাবেদেয়া নামে এলাকার নাম হয় (মান্‌দা বা মান্দা)।

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

জনসংখ্যা -৪,০০,৭৮৬ জন , পুরুষ -২,০৪,৪০১ জন , মহিলা- ১,৯৬,৩৮৫ জন ।

অর্থনীতি

সম্পাদনা

মান্দার অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর।

উপজেলার ঐতিহ্য

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

যোগাযোগ সংক্রান্ত

সম্পাদনা

পাকারাস্তা-২৩১.০০ কিঃ মিঃ, অর্ধপাকারাস্তা-৩৫.০০ কিঃ মিঃ, কাঁচারাস্তা-৪৭২০.০০ কিঃ মিঃ।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে মান্দা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৮ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪ 
  2. http://manda.naogaon.gov.bd/node/343982/এক-নজরে-মান্দা[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা