তুষার চিতা
তুষার চিতা বা স্নো লেপার্ড হচ্ছে বড় বিড়াল এর একটি প্রজাতি যা মধ্য ও দক্ষিণ এশিয়ায় দেখতে পাওয়া যায়।
তুষার চিতা | |
---|---|
![]() | |
Snow leopard in the San Diego Zoo | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
উপপর্ব: | ভার্টিব্রাটা |
মহাশ্রেণী: | gnathostomata |
শ্রেণী: | স্তন্যপায়ী |
বর্গ: | মাংসাশী |
পরিবার: | Felidae |
গণ: | Panthera |
প্রজাতি: | P. uncia |
দ্বিপদী নাম | |
Panthera uncia (Schreber, 1775) | |
Subspecies | |
![]() | |
Range map | |
প্রতিশব্দ | |
বৈজ্ঞানিক নাম সম্পাদনা
Panthera uncia যা পূর্বে Uncia Unciaনামে পরিচিত ছিলো। ১৮৫৪ সালে বিজ্ঞানী Gray Uncia গন টি প্রস্তাব করেন। তারপর থেকে এটি Uncia uncia নামেই পরিচিত ছিল। এমন কি কিছুদিন আগ পর্যন্ত এর নাম ছিল Uncia uncia কিন্তু আধুনিক জিন গবেষণায় একে প্যানথেরা গনের অধিনে রাখা হয়। আর ২০০৮ সাল থেকে এর বৈজ্ঞানিক নাম হয় Panthera uncia জেনেটিক রিসার্চ এ দেখা যায়, অন্যান্য বড় বিড়াল এর তুলনায় বাঘ এর সাথে এদের সবচেয়ে বেশি জেনেটিক্যালি মিল রয়েছে। আর একে বাঘের sister species বলা হয়।
শ্রেণিবিন্যাস সম্পাদনা
আকার সম্পাদনা
প্যানথেরা গনের বাকি প্রজাতি গুলো বাঘ, সিংহ, জাগুয়ার, চিতাবাঘ এর তুলনায় আকারে ছোট। স্নো লেপার্ড এর ওজন ২৫-৬০ কেজি পর্যন্ত হয়। বড় পুরুষ দের ওজন ৭৫ কেজি পর্যন্ত হয়। তবে ছোট স্ত্রী দের ওজন ২৫ কেজিরও কম হতে পারে! এদের দেহের দৈর্ঘ্য ৭৫-১৫০ সে.মি. আর লেজের দৈর্ঘ্য ৮০-১০০ সে.মি.হয়। এদের দেহ আন্দাজে লেজ বড় হয়।
বাসস্থান সম্পাদনা
তুষার চিতা আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, কাজাখিস্তান, ভুটান, চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়। তুষার চিতা বা স্নো লেপার্ড পাকিস্তান ও আফগানিস্তান এর ন্যাশনাল হেরিটেজ এনিম্যাল।
Range Country | Habitat Area (km2) |
Estimated Population[১] |
---|---|---|
Afghanistan | 50,000 | 100–200? |
Bhutan | 15,000 | 100–200? |
China | 1,100,000 | 2,000–2,500 |
India | 75,000 | 200–600 |
Kazakhstan | 50,000 | 180–200 |
Kyrgyzstan | 105,000 | 150–500 |
Mongolia | 101,000 | 500–1,000 |
Nepal | 30,000 | 300–500 |
Pakistan | 80,000 | 200–420 |
Tajikistan | 100,000 | 180–220 |
Uzbekistan | 10,000 | 20–50 |
খাদ্য সম্পাদনা
তুষার চিতা মাংসাশী এবং সক্রিয়ভাবে তাদের শিকারের খোঁজে। তারা বিড়ালের মতো সুযোগসন্ধানী এবং গলিত মাংস ও গবাদি পশুসহ যাবতীয় মাংস খেতে পারে। তুষার চিতা তাদের ওজনের দুই থেকে চারগুন বড় পশু যেমন ভরাল, হিমালয়ান থর, ঘোড়া, উট হত্যা করতে পারে। এছাড়াও ছোট শিকার যেমন খরগোশ এবং পাখিও খায়।
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ Jackson, R., Mallon, D., McCarthy, T., Chundaway, R. A. & Habib, B. (২০০৮)। "Panthera uncia"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন।
- ↑ ওজনক্র্যাফট, ডাব্লু.সি. (২০০৫)। "Order Carnivora"। উইলসন, ডি.ই.; রিডার, ডি.এম। Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (৩য় সংস্করণ)। জন্স হপকিন্স ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা 548। আইএসবিএন 978-0-8018-8221-0। ওসিএলসি 62265494।