তালোড়া পৌরসভা

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার পৌরসভা

তালোড়া পৌরসভা বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার অন্তর্গত 'গ' শ্রেণির একটি পৌরসভা। ২১ এপ্রিল ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। তালোড়া পৌরসভায় এ পর্যন্ত তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০১৩ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী মোঃ আব্দুল জলিল খন্দকার নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী মোঃ আমিরুল ইসলাম বকুল নির্বাচিত হন এবং সর্বশেষ ২০২৩সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় বার নির্বাচিত হন মোঃ আব্দুল জলিল খন্দকার। তালোড়া পৌরসভার অর্থনীতি শিল্প বাণিজ্য এবং কৃষি নির্ভর।

তালোড়া পৌরসভা
পৌরসভা
তালোড়া পৌরসভা কার্যালয়
ডাকনাম: তালোড়া
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাদুপচাঁচিয়া উপজেলা
২০১১ সালে প্রতিষ্ঠিত।২০১১
আসন১০ টি (মেয়র সহ)
সরকার
 • মেয়রআব্দুল জলিল খন্দকার (স্বতন্ত্র প্রার্থী)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫৮৮১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও সীমানা সম্পাদনা

মোট আয়তন ১১.৮৩ বর্গকিলোমিটার।এর পূর্বে কাহালু উপজেলা, পশ্চিমে কুন্দগ্রাম ইউনিয়ন পরিষদ, উত্তরে দুপচাঁচিয়া উপজেলা এবং দক্ষিণে দূর্গাপুর ইউনিয়ন পরিষদ।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

  • ওয়ার্ড: ৯টি
  • মৌজা: ৯ টি

অর্থনীতি সম্পাদনা

তালোড়া পৌরসভা নাগর নদের তীরে অবস্থিত হওয়ায় বৃটিশ সরকারের আমল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান এবং কলকারখানা স্থাপিত হয়েছে। স্থাপিত কলকারখানার মধ্য উল্লেখযোগ্য এ্যালুমিনিয়াম, অটো ফ্লাওয়ার মিল, অটো রাইচ মিল, ইট ভাটা, সাধারণ রাইচ মিল, বিজ্ঞানাগারে পরীক্ষার কাজে ব্যবহুত কাঁচের যন্ত্রাংশের প্রতিষ্ঠান সহ ছোটখাটো অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং সকল শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম বর্তমানে চালু আছে।

জনসংখ্যা সম্পাদনা

মোট জনসংখ্যাঃ ৩০,৪৭৫ জন (২০১১ সালের আদমশুমারি)

শিক্ষা সম্পাদনা

তালোড়া পৌরসভার গড় সাক্ষরতা হার ৮৩.৩%। তার মধ্যে নারী শিক্ষার হার ৫২.৬% এবং পুরুষ শিক্ষার হার ৫৮.২%।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

  1. তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়।
  2. তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
  3. সরকারি শাহ এয়তেবারিয়া কলেজ।
  4. দেবখণ্ড রিয়াজুল ইসলাম উচ্চ বিদ্যালয়।
  5. তালোড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  6. তালোড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  7. খাড়িয়ানিশিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  8. ধানপূজা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  9. স্বর্গপুর নূরানী মাদরাসা।
  10. তালোড়া আদর্শ কেজি স্কুল।
  11. কে জেড জেড ইন্টারন্যাশনাল স্কুল।
  12. খন্দকার আবুল কাশেম উচ্চ বিদ্যালয়।
  13. সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  14. খন্দকার আবুল কাশেম উচ্চ বিদ্যালয়।
  15. সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  16. সরঞ্জাবাড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়।

জনপ্রতিনিধি সম্পাদনা

তালোড়া পৌরসভার বর্তমান মেয়র আব্দুল জলিল খন্দকার

প্যানেল মেয়র- সৈয়দ আজাদ।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি

বহিঃসংযোগ সম্পাদনা