তালোড়া ইউনিয়ন

বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ইউনিয়ন

তালোড়া ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার একটি ইউনিয়ন। এ ইউনিয়নের ভৌগোলিক পরিচিতি কোড (জিও কোড) হল ৫০.১০.৩৩.৬৭।[২]

তালোড়া
ইউনিয়ন
৯ নং তালোড়া ইউনিয়ন পরিষদ
তালোড়া রেলওয়ে স্টেশন
ডাকনাম: তালোড়া ইউপি
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাবগুড়া জেলা
উপজেলাদুপচাঁচিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আসনবগুড়া-৩
সরকার
 • চেয়ারম্যানমেহেরুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী)
আয়তন[১]
 • মোট২২.৯২ বর্গকিমি (৮.৮৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুসারে)[১]
 • মোট২৭,৭২৪
 • জনঘনত্ব১,২০০/বর্গকিমি (৩,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৫.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

প্রাচীনকাল হতে তালগাছের পরিমাণ বেশি থাকায় এই নামকরণ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

ভৌগোলিক অবস্থান ও আয়তন সম্পাদনা

দুপচাঁচিয়া উপজেলা সদর হতে ৬ কি.মি. দক্ষিণ দিকে অবস্থিত এ ইউনিয়নের মোট আয়তন ৫৬৬৫ একর বা ২২.৯২ বর্গকিলোমিটার।

প্রশাসনিক এলাকা সম্পাদনা

তালোড়া ইউনিয়ন মৌজা/গ্রাম নিয়ে গঠিত। মৌজা সমুহ ৯টি প্রশাসনিক ওয়ার্ডে বিভক্ত। ইউনিয়নের গ্রামসমূহ হলো গাংবেলঘড়িয়া, গাড়ীবেলঘড়িয়া, মেঘা, দোগাছি, পরানপুর, পোরাঘাটা, কইল, খানপুর ও দেবখন্ড।

জনসংখ্যা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী তালোড়া ইউনিয়নের মোট জনসংখ্যা ছিল ২৭৭২৪ জন[১], যার মধ্যে পুরুষ হল ১৩৫৮২ জন এবং নারী হল ১৪১৪২ জন।

অর্থনীতি ও যোগাযোগ সম্পাদনা

তালোড়া ইউনিয়নের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষি ভিত্তিক কিছু মাঝারি শিল্প গড়ে উঠেছে তালোড়াতে যেমন পাল্প ফাক্টরি, অটো রাইস মিলস,সিলভার ফাক্টরি।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Population & Housing Census-2011 [আদমশুমারি ও গৃহগণনা-২০১১] (পিডিএফ) (প্রতিবেদন)। জাতীয় প্রতিবেদন (ইংরেজি ভাষায়)। ভলিউম ২: ইউনিয়ন পরিসংখ্যান। ঢাকা: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। মার্চ ২০১৪। ৯ মার্চ ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "Rajshahi Division" (পিডিএফ)www.bbs.portal.gov.bd (ইংরেজি ভাষায়)। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা