তানিশা মুখার্জী

ভারতীয় অভিনেত্রী

তানিশা মুখার্জী (জন্ম: ৩ মার্চ ১৯৭৮) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি প্রধানত বলিউড, এবং কিছু তেলুগু ও তামিল চলচ্চিত্রে তার কাজের জন্য পরিচিত। তিনি মুখার্জী-সমর্থ পরিবারের একজন সদস্য। তিনি হচ্ছেন চলচ্চিত্র নির্মাতা শমু মুখার্জীঅভিনেত্রী তনুজার মেয়ে এবং জনপ্রিয় অভিনেত্রী কাজলের বোন। তিনি ২০০৩ সালে হিন্দি চলচ্চিত্র শসসস...-এর মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। ২০০৫ সালে রাম গোপাল বর্মার পরিচালিত সরকারে অভিনয় করেছেন, যেটি হচ্ছে তার সর্বপ্রথম ব্যবসাসফল চলচ্চিত্র। উক্ত চলচ্চিত্র তিনি অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের সাথে অভিনয় করেছেন।[] ২০১৩ সালে, তিনি জনপ্রিয় আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান বিগ বসের ৭ম আসরে প্রতিযোগিতা করেন, যেখানে তিনি ২য় স্থান অর্জন করেন, যখন গওহর খান বিজয়ী হয়।

তানিশা মুখার্জী
২০১২ সালে তানিশা মুখার্জী
জন্ম (1978-03-03) ৩ মার্চ ১৯৭৮ (বয়স ৪৭)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০২-বর্তমান
উচ্চতা১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
পিতা-মাতা
আত্মীয়আরও দেখুন মুখার্জী-সমর্থ পরিবার

প্রারম্ভিক জীবন ও পরিবার

সম্পাদনা

তানিশা ৩ মার্চ ১৯৭৮ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি বাঙালি চলচ্চিত্র পরিচালক শমু মুখার্জী এবং তার মারাঠি স্ত্রী, প্রবীণ অভিনেত্রী তনুজার পরিবারে জন্ম নেন। তিনি বলিউড অভিনেত্রী কাজলের ছোট বোন।[] তিনি বিগ বস ৭-এর সহপ্রতিযোগী আরমান কোহলির সাথে এক বছরের সম্পর্কে ছিলেন, তবে ২০১৪ সালের অক্টোবরে তাদের সম্পর্ক শেষ হয়ে যায়।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'Gangs of Haseepur' has something for all: Mandira Bedi"IBNLive। ২১ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "Tanishaa Mukerji reveals how her 'amazing' family feels about her being unmarried at 43"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ১৮ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২১ 
  3. "Tanishaa Mukerji breaks her silence on her split with Armaan"The Times of India (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা