তানজিম হাসান সাকিব

বাংলাদেশী ক্রিকেটার

তানজিম হাসান সাকিব (জন্ম: ২০ অক্টোবর ২০০২) একজন বাংলাদেশী ক্রিকেটার[১] ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৮-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের হয়ে ২৭ মার্চ ২০১৯ সালে লিস্ট এ ক্রিকেটে স্থান অর্জন করেছিলেন।[২] ২০২৩ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশের দলে বদলি হিসেবে নাম দেওয়া হয়। ২০২৩ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে তার ওডিআই অভিষেক হয়।[৩][৪]

তানজিম হাসান সাকিব
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-10-20) ২০ অক্টোবর ২০০২ (বয়স ২১)
তিলকচাঁনপুর, বালাগঞ্জ, সিলেট, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাবোলিং
সম্পর্ক
  • গৌছ আলী (পিতা)
  • সেলিনা বেগম (মাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৪৫)
১৫ সেপ্টেম্বর ২০২৩ বনাম ভারত
শেষ ওডিআই১৫ সেপ্টেম্বর ২০২৩ বনাম ভারত
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা প্রথম-শ্রেণী লিস্ট এ
ম্যাচ সংখ্যা
রানের সংখ্যা ৪৪ ৬০
ব্যাটিং গড় ২২.০০ ১০.০০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩৩ ১৭
বল করেছে ১৩৮ ৩৬৬
উইকেট ১১
বোলিং গড় ৪৩.৫০ ২৪.২৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ২/৬৩ ৪/৩৬
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৩/–
উৎস: ক্রিকইনফো, ২১ জুলাই ২০২১
পদকের তথ্য
পুরুষদের ক্রিকেট
 বাংলাদেশ-এর প্রতিনিধিত্বকারী
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
বিজয়ী ২০২০

প্রাথমিক জীবন সম্পাদনা

তানজিম হাসান সাকিব ২০ অক্টোবর ২০০২ সালে সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলকচাঁনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গৌছ আলী ও মাতার নাম সেলিনা বেগম।[৫] ৩ বোন ও ১ ভাইয়ের মধ্যে সাকিব তৃতীয়। তিনি বালাগঞ্জের আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি নিয়ে বালাগঞ্জ সরকারি ডিএন মডেল উচ্চবিদ্যালয়ে ভর্তি হন।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

তানজিম হাসান সাকিব অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় অনূর্ধ্ব-১৩ জাতীয় দল গঠনের লক্ষ্যে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে বাছাইয়ে উত্তীর্ণ হয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ মাসের বোলিং কোর্স সম্পন্ন করে বিকেএসপিতে ভর্তি হন।

বিকেএসপিতে অনুশীলনে থাকা অবস্থায় তিনি বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের হয়ে ২০১৬ সালে ভারত এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ড ও শ্রীলংকায় ত্রিদেশীয় সিরিজ খেলতে যান।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৮-১৯ টুর্নামেন্টে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ক্রিকেট দলের হয়ে ২৭ মার্চ ২০১৯ সালে লিস্ট এ ক্রিকেটে স্থান অর্জন করেছিলেন।

২০২৩ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশের দলে বদলি হিসেবে নাম দেওয়া হয়। ২০২৩ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১৫ সেপ্টেম্বর ২০২৩ সালে তার ওডিআই অভিষেক হয়।

বিতর্ক সম্পাদনা

২০২৩ সালের সেপ্টেম্বরে ওডিআই অভিষেকের পর, তানজিম হাসান তার ফেসবুকের পাতায় নারীদের নিয়ে লেখা পুরনো পোস্টের জন্য ব্যাপক আলোচিত-সমালোচিত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তার পোস্টের জন্য ক্ষমা চান এবং বলেন যে কাউকে আঘাত করার উদ্দেশ্যে এরকম পোস্ট করেননি এবং যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা চান। তিনি নিজেকে নারীবিদ্বেষী হিসেবে অস্বীকার করে বলেন, "আমার মা একজন নারী, তাই আমি কখনই নারীবিদ্বেষী হতে পারি না।"[৬][৭][৮][৯][১০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Tanzim Hasan Sakib"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ 
  2. "34th Match, Dhaka Premier Division Cricket League at Fatullah, Mar 27 2019"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৯ 
  3. "ওডিআই অভিষেক হলো তানজিম সাকিবের"কালবেলা | বাংলা নিউজ পেপার। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৮ 
  4. "অভিষেক ম্যাচের দ্বিতীয় বলেই তানজিমের সাফল্য"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৮ 
  5. সিলেট থেকে, ওয়েছ খছরু (১৪ ফেব্রুয়ারি ২০২০)। "নিজ শহর সিলেটে সিক্ত হলেন সাকিব"মানবজমিন। ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "তানজিম সাকিবের পোস্ট আইসিসির নীতির সঙ্গে সাংঘর্ষিক"আরটিভি। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১ 
  7. "তানজিম সাকিবের পুরনো ফেসবুক পোস্ট ভাইরাল"dbcnews.tv। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১ 
  8. "নারীবিদ্বেষী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে তানজিম"ডেইলি স্টার। ২০২৩-০৯-১৮। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১ 
  9. "বিতর্কিত পোস্টের জন্য ক্ষমা চাইলেন তানজিম সাকিব"দৈনিক কালের কণ্ঠ। ২০২৩-০৯-১৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২১ 
  10. "বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তানজিম সাকিব"jagonews24.com। ১৯ সেপ্টেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা